কলকাতা : ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) এবং জর্জিনা রড্রিগেজের (Georgina Rodriguez) মধ্য়ে হল বিশেষ চুক্তি। এই চুক্তির কারণ হল, ভবিষ্যতে বিচ্ছেদের পথে হাঁটলে দু’জনের কোনও বিষয়ে সমস্যা না পোহাতে হয়। চুক্তিতে রয়েছে, বিচ্ছেদ হলে মাসে মাসে একটি বড় অর্থ জর্জিনার কাছে পৌঁছে দেবেন রোনাল্ডো। জীবনের শেষদিন পর্যন্ত এই সুবিধে পাবেন সিআর৭-এর বান্ধবী। এমনকী ছেলেমেয়েদের সঙ্গে দেখা করতেও বাধা থাকবে না। ক্রিশ্চিয়ানো এখন পরিবার নিয়ে ছুটি কাটাতে গিয়েছেন। তার মধ্যেই বিশেষ চুক্তির খবর ছড়িয়ে পড়েছে সংবাদমাধ্যমে। তাহলে কি লোকদেখানি সুখী পরিবারের ভান করছেন রোনাল্ডো-জর্জিনা। তাঁদের মধ্যে বিচ্ছেদ আসন্ন বলেই কি তড়িঘড়ি চুক্তির সিদ্ধান্ত? যাতে পরে কোনও আইনি ঝামেলায় না পড়তে হয়। বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।
২০১৬ সাল থেকে সম্পর্কে রয়েছেন জর্জিনা ও রোনাল্ডো। এই সময়ের মধ্যে রোনাল্ডোর পরিবার বেড়েছে আকারে। জর্জিনা প্রথমে এক কন্যাসন্তানের জন্ম দেন। গতবছর যমজ সন্তানের জন্ম দিতে গিয়ে পুত্রসন্তানটির মৃত্যু হয়। রোনাল্ডো ও জর্জিনা মিলে পাঁচ ছেলেমেয়ের কো পেরেন্টিং করেন। ক্রিশ্চিয়ানো জুনিয়র, এভা মারিয়া, মাতেও রোনাল্ডো, আলানা মার্টিনা এবং বেলা এসমেরাল্ডা। জুনিয়র বড় হলেও বাকি ছেলেমেয়েরা এখনও শিশু। যদি রোনাল্ডো ও জর্জিনার কোনও কারণে বিচ্ছেদ হয় তবুও আর্জেন্টাইন মডেল তাঁর সন্তানদের সঙ্গে দেখা করতে পারবেন। তাদের বড় করে তুলতে পারবেন। এছাড়া জর্জিনার ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য রোনাল্ডোর তরফে প্রতি মাসে ১০ হাজার ইউরো খোরপোশ দেওয়া হবে। ভারতীয় মুদ্রায় যা ৯০ লাখের কাছাকাছি। এর পাশাপাশি জর্জিনাকে দেওয়া হবে একটি বাড়ি।
রোনাল্ডো ও জর্জিনার বিচ্ছেদের গুঞ্জন বেশ কিছুদিন ধরেই ঘুরছে। কাতার বিশ্বকাপের আগে ট্রেনিংয়ের সময় রোনাল্ডোর বিরুদ্ধে জর্জিনাকে প্রতারণার অভিযোগ তোলেন এক ভেনেজুয়েলার মডেল। রোনাল্ডোর সঙ্গে রিয়াধে গিয়ে নতুন সংসার পাতলেও নিন্দুকেরা বলে, সব লোকদেখানো। রোনাল্ডো-জর্জিনার সম্পর্ক অনেকদিন বিষিয়ে গিয়েছে। সম্পর্কে থাকার অছিলা করে যান তাঁরা। এর মূল কারণ সন্তানরা। আপাতত এসব বিতর্ক দূরে রেখে ছুটি কাটাতে ব্যস্ত রোনাল্ডো। জর্জিনার সঙ্গে এখটি মাখো মাখো ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন।