AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cristiano Ronaldo: তথ্যের আড়ালে মার্কেটিং! উয়েফার কড়া নজরে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

Cristiano Ronaldo at risk: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো একটি ফিটনেস সংস্থার সঙ্গে যুক্ত। তারা বিভিন্ন ডেটাও অ্যানালাইসিস করে। ইউরো কাপের সঙ্গে তাদের সংযোগ নেই। এ কারণেই উয়েফার কড়া নজরে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। স্লোভেনিয়ার বিরুদ্ধে শেষ ষোলোর ম্যাচে পেনাল্টি থেকে গোল করতে না পারায় ভেঙে পড়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আবেগ ধরে রাখতে পারেননি। কান্নায় ভেঙে পড়েন।

Cristiano Ronaldo: তথ্যের আড়ালে মার্কেটিং! উয়েফার কড়া নজরে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Image Credit: AFP
| Updated on: Jul 04, 2024 | 7:59 PM
Share

ইউরো কাপের শেষ ষোলোর ম্যাচের পরই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জানিয়ে দিয়েছিলেন, এটাই তাঁর শেষ ইউরো। স্লোভেনিয়ার বিরুদ্ধে জিততে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের। পেনাল্টিও পেয়েছিল পর্তুগাল। যদিও তা থেকে গোল হয়নি। এরপর কান্নায় ভেঙে পড়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কাল কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে নামছে পর্তুগাল। যদিও গত ম্যাচের পর একটি ঘটনায় প্রবল চাপে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তদন্ত করছে ইউরোপিয়ান ফুটবল সংস্থা। অ্যামবুশ মার্কেটিং। এরকমই এক ঘটনায় এক যুগ আগে শাস্তি পেয়েছিলেন আর্সেনালের তারকা ফুটবলার নিক্লাস বেন্ডনার।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো একটি ফিটনেস সংস্থার সঙ্গে যুক্ত। তারা বিভিন্ন ডেটাও অ্যানালাইসিস করে। ইউরো কাপের সঙ্গে তাদের সংযোগ নেই। এ কারণেই উয়েফার কড়া নজরে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। স্লোভেনিয়ার বিরুদ্ধে শেষ ষোলোর ম্যাচে পেনাল্টি থেকে গোল করতে না পারায় ভেঙে পড়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আবেগ ধরে রাখতে পারেননি। কান্নায় ভেঙে পড়েন। শেষ অবধি ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে অবশ্য স্পট কিক থেকে গোল করেন রোনাল্ডো।

পেনাল্টি নেওয়ার আগে, সেই সময়, পেনাল্টি মিস করার পর, টাইব্রেকারের সময়, টাইব্রেকার থেকে গোল করার সময়। এমন নানা মুহূর্তে রোনাল্ডোর হার্টবিটের কী পরিস্থিতি ছিল, তার সমস্তটাই প্রকাশ করেছে রোনাল্ডোর সঙ্গে যুক্ত সেই সংস্থা। ইউরো কাপের মাধ্যমে সেই কোম্পানি নিজেদের প্রচার করছে। এমন অ্যামবুশ মার্কেটিংয়েরই অভিযোগ উঠেছে। এর জন্য কঠিন শাস্তি হতে পারে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরও।