গোল বাতিলের ক্ষোভ, মাঠেই আর্মব্যান্ড ছুঁড়লেন রোনাল্ডো
বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচে মেজাজ হারালেন পর্তুগাল (Portugal) অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। গোল বাতিলের রাগে মাঠেই অধিনায়কের আর্ম ব্যান্ড খুলে ফেলে দিলেন সিআর সেভেন। এগিয়ে গিয়েও জয় অধরা পর্তুগালের। সার্বিয়ার (Serbia) বিরুদ্ধে ২-২ গোলে ম্যাচ শেষ হয়।