RONALDO : ১১১, বিশ্বরেকর্ড সিআর সেভেনের

TV9 Bangla Digital | Edited By: raktim ghosh

Sep 02, 2021 | 9:50 AM

 প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে ম্যাকগ্রাথের পাস থেকে এগানের গোলে এগিয়ে যায় আয়ারল্যান্ড। ঘরের মাঠে পিছিয়ে পড়ে পর্তুগাল।

RONALDO : ১১১, বিশ্বরেকর্ড সিআর সেভেনের
বিশ্বরেকর্ড রোনাল্ডোর

Follow Us

লিসবনঃ বিশ্বরেকর্ড এমনভাবেও হয়। দল যখন নিশ্চিত জয় দেখতে পাচ্ছে, তখনই জ্বলে উঠলেন মহানায়ক। জ্বলে উঠলেন। পরপর দুটি গোল করে দলকে জেতালেন। আর প্রথম গোলের পরই তাঁর বহু অপেক্ষিত বিশ্বরেকর্ড হল মহা সমারোহে। এতো, কোনও সিনেমার শেষ অংশ মনে হয়। আসলে এটা বুধবার রাতে রোনাল্ডোর আরও একবার সুপারহিট নায়ক বনে যাওয়ার গল্প।

বিশ্বকাপ কোয়ালিফাইং ম্যাচে এদিন পর্তুগাল মুখোমুখি হয়েছিল আয়ারল্যান্ডের। প্রথমার্ধের মাত্র ১৫  মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন রোনাল্ডো। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে সদ্য যোগ দিয়ে খবরের শিরোনামে চলে এসেছিলেন সিআর সেভেন। আর ১ সপ্তাহের মধ্যে তিনিই কি না জাতীয় দলের হয়ে মিস করলেন পেনাল্টি। সমালোচকরা যেন বসে আছে ম্যাচ শেষ হওয়া পর্যন্ত। রোনাল্ডোর পেনাল্টি মিসের খেসারত যদি পর্তুগাল দেয়, তবে মহাতারকাকে সমালোচনায় ছিঁড়ে খাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে ম্যাকগ্রাথের পাস থেকে এগানের গোলে এগিয়ে যায় আয়ারল্যান্ড। ঘরের মাঠে পিছিয়ে পড়ে পর্তুগাল। দ্বিতীয়ার্ধে সময় যত গড়িয়েছে ততই চাপ বেড়েছে পর্তুগালের উপর। বিশেষ করে রোনাল্ডোর উপর। শুরু থেকেই তিনি। অথচ দল হারছে। তবে কি ইউরো কাপে ব্যর্থতার রেশ চলছে এখনও?

রূদ্ধশ্বাস নাটকের মশলা যে মজুত ছিল ম্যাচের একেবারে শেষ মুহূর্তে, কেইই বা জানত। ৮৯ মিনিটে গনকালোর মাপা সেন্টার থেকে মাথা ছুঁইয়ে পর্তুগালকে এগিয়ে দিলেন রোনাল্ডো। গড়লেন বিশ্বরেকর্ড। আলি দায়ির ১০৯ আন্তর্জাতিক গোলের রেকর্ড ছাপিয়ে ১১০ গোলের মালিক হলেন রোনাল্ডো। এখানেই শেষ নয়।

ম্যাচের অতিরিক্ত সময়ে আবার এক বিষাক্ত হেড। এবার জোয়াও মারিওর সেন্টার থেকে মাথা ছুঁইয়ে  পর্তুগালের জয় নিশ্চিত করলেন সিআর সেভেন। ২-১ গোলে ম্যাচ জিতল পর্তুগাল। আর ২ গোল করে বিশ্বের ১ নম্বর গোলদাতা হলেন ক্রিশ্চিয়ানো।

ম্যাচ শেষে রোনাল্ডো জানান, “দারুণ মুহূর্ত। আমার বিশ্বরেকর্ডের জন্য নয়। আমাদের দল যেভাবে শেষপর্যন্ত লড়াই করে ম্যাচ জিতল, তা এককথায় অভূতপূর্ব।” বিশ্বরেকর্ডের পরেও রোনাল্ডোর গলায় শুধুই টিম গেম।

Next Article