সর্বাধিক গোলের মালিক এখন রোনাল্ডো

sushovan mukherjee |

Jan 21, 2021 | 11:45 AM

সুপার কোপা ফাইনালে গোল করে নয়া নজির রোনাল্ডোর।

সর্বাধিক গোলের মালিক এখন রোনাল্ডো
বাইকানকে টপকে সবার আগে রোনাল্ডো। ছবি-টুইটার।

Follow Us

 ইতালি: অনন্য নজির ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। ফুটবল ইতিহাসে সর্বাধিক গোলদাতার মালিক এখন সিআর সেভেন। ভেঙে দিলেন যোশেফ বাইকানের রেকর্ড। এতদিন ফুটবল ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার মালিক ছিলেন বিকান। বুধবার রাতে ইতালিয়ান সুপার কাপের ফাইনালে গোল করে বাইকানের ৭৫৯ গোলের রেকর্ড ভেঙে দিলেন সিআরসেভেন। এখন ৭৬০টি গোলের মালিক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সুপারকোপা ফাইনালে নাপোলিকে ২-০ গোলে হারায় জুভেন্তাস।

আরও পড়ুন:স্মিথকে ছাড়ল রাজস্থান, ম্যাক্সওয়েলকে পাঞ্জাব

কয়েকদিন আগে সর্বাধিক গোলদাতা হিসাবে নিজের নাম ঘোষণা করেছিলেন পেলে। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নামের পাশে ১,২৮৩ গোলের সংখ্যা লিখেছিলেন পেলে। ব্রাজিলিয়ান কিংবদন্তির সর্বোচ্চ ৭৫৭ গোলের রেকর্ড ভেঙেছিলেন রোনাল্ডো। তারপরই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পেলে ঘোষণা করেন, ফুটবলের মানচিত্রে তিনিই সর্বাধিক গোলের নায়ক। রোনাল্ডোর প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি এখনও পর্যন্ত ৭১৯টি গোল করেছেন।

 

Next Article