তুরিনঃ রোনাল্ডো বিতর্ক মিটেও যেন মিটছেনা। জুভেন্টাসে তাঁর থাকা নিয়ে মরসুম শুরু থেকেই জল্পনা। মরসুমের প্রথম ম্যাচে খেলার পরেও সই জল্পনা অতীত হচ্ছে কই? আর এই জল্পনার মাঝেই বুধবার চোট পেয়ে মাঝপথে অনুশীলন ছাড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সূত্রের খবর, চোট নাকি এতটাই গুরুতর যে সপ্তাহের শেষে তাঁকে পাওয়া নিয়ে রয়েছে জোর জল্পনাও।
কি হয়েছিল এদিন? অনুশীলনে সতীর্থ অ্যালেক্স স্যান্ড্রির সঙ্গে সংঘর্ষ হয় সিআর সেভেনের। সঙ্গে সঙ্গে মাঠেই পড়ে যান রোনাল্ডো। কাতরাতে থাকেন। সঙ্গে সঙ্গে জুভেন্টাসে মেডিক্যাল টিম রোনাল্ডোকে মাঠ থেকে বার করে নিয়ে আসেন। আর এদিন অনুশীলন করতে পারেননি রোনাল্ডো। চোটের যা অবস্থা, তাতে সপ্তাহ শেষ এম্পোলির বিরুদ্ধে সিরিএ-র ম্যাচে নেই রোনাল্ডো। শুধু এই সপ্তাহের শেষেই নয়। চোট সেরে মাঠে ফিরতে একসপ্তাহেরও বেশি সময় লাগতে পারে বলে সূত্রের খবর।
রোনাল্ডোর চোট নিয়ে যখন চিন্তা জুভেন্টাস টিম ম্য়ানেজমেন্টের, তখনই ক্লাবের প্রাক্তন চেয়ারম্যানের মন্তব্যে শুরু নতুন বিতর্ক। প্রাক্তন চেয়ারম্যান জিওভান্নি কবোলি গিগলি এদিন মন্তব্য করেন, “এই মরসুমে রোনাল্ডোকে রাখা জুভেন্টাসের সবচেয়ে বড় ভুল।” রোনাল্ডোকে নিয়ে ইতিমধ্যে ইতালির ক্লাবে চলছে জল্পনা। তার মধ্যে প্রাক্তন চেয়ারম্যানের এই মন্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
এদিকে ম্যাঞ্চেস্টার সিটিতে যাওয়ার জল্পনায় ইতি টেনে হ্যারি কেন বার্তা দিয়েছেন টটেনহ্যাম হটস্পারেই থেকে যাওয়ার। হ্যারি কেন শেষপর্যন্ত ম্যান সিটিতে না আসায়, ফুটবলমহলে এখন জোর জল্পনা, তবে কি এবার টার্গেট সিআর সেভেন?