AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ronaldo on Pele: আমার সঙ্গে একটাই তফাত… পেলের গোল বিতর্কে জড়িয়ে পড়লেন রোনাল্ডো!

পেলের (Pele) গোলসংখ্যা নিয়ে যা বলেছেন সিআর সেভেন, তাতে ফুটবল সম্রাটের ভক্তরা চটে যেতে পারেন। রিও ফার্দিনান্দকে দেওয়া সাক্ষাৎকারে কী এমন বলেছেন পর্তুগিজ তারকা?

Ronaldo on Pele: আমার সঙ্গে একটাই তফাত... পেলের গোল বিতর্কে জড়িয়ে পড়লেন রোনাল্ডো!
Ronaldo on Pele: আমার সঙ্গে একটাই তফাত... পেলের গোল বিতর্কে জড়িয়ে পড়লেন রোনাল্ডো!
| Edited By: | Updated on: Aug 29, 2024 | 5:09 PM
Share

কলকাতা: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) মানে রেকর্ডের বন্যা। যে টিমের হয়েই খেলুন না কেন, তিনি বরাবরই সচল। গোলের খাতায় প্রবল আগ্রাসী। ৩৯এ পা রেখেও যেন সেই আগুন নেভার লক্ষণ নেই। বরং নিজের সামনে একটা লক্ষ্য তৈরি করে ফেলেছেন। আর সেই লক্ষ্য তুলে ধরতে গিয়ে রোনাল্ডো জড়িয়ে পড়েছেন এক বিতর্কে। পেলের (Pele) গোলসংখ্যা নিয়ে যা বলেছেন সিআর সেভেন, তাতে ফুটবল সম্রাটের ভক্তরা চটে যেতে পারেন। রিও ফার্দিনান্দকে দেওয়া সাক্ষাৎকারে কী এমন বলেছেন পর্তুগিজ তারকা?

রোনাল্ডো তাঁর ঝলমলে কেরিয়ারে ৮৬৮টা গোল করেছেন। খেলেছেন ১২০০ ম্যাচ। মেসি কিন্তু খানিকটা হলেও পিছিয়ে রয়েছেন। ৮৩৮টা গোল রয়েছে সাতবার ব্যালন ডি’অর জেতা তারকার। আন্তর্জাতিক ফুটবলে গোলের খাতায় এক সময় শীর্ষে ছিলেন ব্রাজিলের কিংবদন্তি পেলে। এই দুই তারকার আগ্রাসনে পিছিয়ে পড়েছেন। পেলের ৭৬২টা গোল। যে প্রসঙ্গে রোনাল্ডো ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে বলে দিয়েছেন, ‘পেলের সঙ্গে আমার একটাই তফাত। যতগুলো গোল আমি করেছি, তার সব ক’টার ভিডিয়ো রয়েছে। দরকার পড়লে আমি প্রমাণ দিতে পারি।’

পেলে বিতর্কটুকু বাদ দিলে রোনাল্ডো কিন্তু নিজের ভবিষ্যৎ ভাবনা তুলে ধরেছেন। কেরিয়ারের প্রান্তে এসে দাঁড়িয়েছেন। ২০২৬ সালের বিশ্বকাপটা খেলতে চান দেশের হয়ে। আর ক্লাব কেরিয়ারে আরও দুটো বছর দেখা যাবে তাঁকে। অন্তত ৪১ বছর পর্যন্ত খেলবেন রোনাল্ডো, তা বলেই দিয়েছেন। আগামী ২ বছরে কী লক্ষ্য তাঁর? সিআর সেভেন বলছেন, ১০০০ গোল করাটাই লক্ষ্য। ‘আমি এখনও ভালো খেলছি। ড্রিবল করছি ভালো, গোলও করছি। শুটিং, জাম্পিংও ভালো করছি। যে দিন মনে হবে আর দিতে পারছি না, নিজের ব্যাগ গুছিয়ে চলে যাব। তার আগে আমার লক্ষ্য ১ হাজার গোল। খুব শিগগিরি ৯০০ গোল হয়ে যাবে। ৪১ বছরের মধ্যে নিশ্চয়ই ১ হাজার গোলও করে ফেলব। আর সেই কারণেই আমি বর্তমানে বাঁচতে চাই। এর মধ্যে যদি চোট না লাগে আমার, এটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। তা হলে কিন্তু ১ হাজার গোলে পৌঁছে যেতে পারব। ফুটবলার হিসেবে এটাই হবে আমার সেরা প্রাপ্তি।’