রটেরডাম: নাটকীয়, রুদ্ধশ্বাস, রোমাঞ্চকর। সব বিশেষণই যেন কম। এর জন্যই ফুটবল ‘বিউটিফুল গেম’। উয়েফা নেশন্স লিগের প্রথম সেমিফাইনালে এমনটাই দেখা গেল। নাটকীয় ম্যাচে নেদারল্যান্ডসকে হারাল ক্রোয়েশিয়া। উয়েফা নেশন্স লিগের ফাইনালে জায়গা করে নিলেন লুকা মদ্রিচরা। ফাইনালে স্পেন বনাম ইতালি ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে রবিবার খেলবে ক্রোয়েশিয়া। সেমিফাইনালে আকর্ষণীয় ম্যাচে নায়ক উঠলেন লুকা মদ্রিচ। নেদারল্যান্ডসের ঘরের মাঠে ম্যাচ। শুরু থেকেই রুদ্ধশ্বাস। ম্যাচের ৩৪ মিনিটে নেদারল্যান্ডসকে এগিয়ে দেন মালেন। প্রথমার্ধে স্কোর লাইন নেদারল্যান্ডসের পক্ষে ১-০। নির্ধারিত সময়ে ম্যাচের ফয়সালা হয়নি। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। শেষ অবধি ৪-২ ব্যবধানে জয় নেদারল্যান্ডসের। উয়েফা নেশন্স লিগে নেদারল্যান্ডস বনাম ক্রোয়েশিয়া ম্যাচের বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
রাশিয়ায় ২০১৮ সালের বিশ্বকাপ রানার্স ক্রোয়েশিয়া। কাতার বিশ্বকাপেও সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল ক্রোয়েশিয়া। যদিও গত বারের চ্যাম্পিয়ন এবং কাতারের রানার্স ফ্রান্সের কাছে হারে ক্রোয়েশিয়া। বিশ্বকাপে স্বপ্ন ভঙ্গ হলেও নেশন্স লিগ চ্যাম্পিয়ন হওয়ার নতুন স্বপ্ন লুকা মদ্রিচদের। সেমি ফাইনালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে চোখ ধাঁধানো পারফরম্যান্স। পরিবর্ত হিসেবে নামা ব্রুনো পেতকোভিচের অতিরিক্ত সময়ের দূরপাল্লার গোলে অবশেষে লিড নেয় ক্রোয়েশিয়া। লুকা মদ্রিচের পেনাল্টি গোলে ৪-২’র জয় নিশ্চিত।
ঘরের মাঠে এগিয়ে থেকেও হার। নেদাল্যান্ডস বেশ সমস্যায় পড়েছিল মাতিয়াস ডি লাইটকে না পাওয়ায়। তারপরও ৩৪ মিনিটে এগিয়ে যাওয়ায় উচ্ছ্বসিত ছিল রটেরডামের গ্যালারি। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে ক্রোয়েশিয়ার হয়ে সমতা ফেরান ক্রামারিচ। ৭২ মিনিটে পাসালিচের গোলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। কিন্তু নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে নেদারল্যান্ডসের হয়ে সমতা ফেরান ল্যাং। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। পেতকোভিচের গোল এবং ক্রোয়েশিয়ার শেষ মুহূর্তের পেনাল্টি। যদিও সামনের রাস্তা আরও কঠিন। স্পেনের তরুণ দল নজর কাড়ছে। ইতালি বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে না পারলেও ইউরোপিয়ান প্রতিযোগিতায় দুর্দান্ত পারফর্ম করছে। ফলে যেই ফাইনালে উঠুক, ক্রোয়েশিয়ার রাস্তা সোজা নয়।