Durand Cup 2022: রবিবাসরীয় ফাইনালে ছাংতে-স্টুয়ার্টদের ফর্মই ভাবাচ্ছে সুনীলদের

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Sep 18, 2022 | 9:07 AM

Final: ছাংতে, স্টুয়ার্ট- মুম্বইয়ের দুই ফুটবলারই এ বারের ডুরান্ডে টপ স্কোরার। অন্যদিকে রয় কৃষ্ণা আর সুনীল ছেত্রী দুই ফুটবলারই ৩টে গোল করেছেন।

Durand Cup 2022: রবিবাসরীয় ফাইনালে ছাংতে-স্টুয়ার্টদের ফর্মই ভাবাচ্ছে সুনীলদের
Image Credit source: TWITTER

Follow Us

কলকাতা: বাংলার দুই প্রধান আগেই ছিটকে গিয়েছিল। অপর প্রধান মহমেডান স্পোর্টিং সেমিফাইনালে হেরে বিদায় নিয়েছে। রবিবার ডুরান্ড (Durand Cup) ফাইনালে বেঙ্গালুরু এফসির সামনে মুম্বই সিটি এফসি (Mumbai City FC)। বাংলার কোনও দল না থাকলেও, ডুরান্ডের ফাইনালে দুই হেভিওয়েট শিবিরের মেগা টক্কর দেখবেন ফুটবলপ্রেমীরা। দুই দলের কেউই ডুরান্ড জেতেনি। প্রথম বার চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ দুই দলের কাছেই। আইএসএলের আগে ডুরান্ড জিতে আত্মবিশ্বাসের মাত্রাও বাড়িয়ে রাখতে তৎপর উভয় শিবিরই। গ্রুপ পর্বে ইস্টবেঙ্গলের কাছে হারে মুম্বই সিটি এফসি। এটিকে মোহনবাগানের সঙ্গে ড্র করে। তবে নক আউটে বেশ ভালো পারফর্ম করেন ছাংতে, স্টুয়ার্টরা। মহমেডানের বিরুদ্ধে শেষ মিনিটের গোলে জয় আসে। অন্যদিকে বেঙ্গালুরু এফসি (Bengaluru FC) দুরন্ত ছন্দে আছে চলতি আইএসএলে। হায়দারবাদের বিরুদ্ধে সেমিফাইনালে আত্মঘাতী গোলে জয়লাভ করে।

একদিকে মৌর্তাদা ফল, গ্রেগ স্টুয়ার্ট, লালরিনজুয়ালা ছাংতে, আলবার্তো নোগুয়েরা। অন্যদিকে সুনীল ছেত্রী, রয় কৃষ্ণা, শিবশক্তি, সন্দেশ ঝিঙ্গানরা। দুই দলেই হেভিওয়েট ফুটবলাররা আছেন। বিপিন, স্টুয়ার্ট, নোগুয়েরা, পেরেরাদের দৌড় থামাতে বাড়তি নজর রাখতে হবে সন্দেশদের। ছাংতে, স্টুয়ার্ট- মুম্বইয়ের দুই ফুটবলারই এ বারের ডুরান্ডে টপ স্কোরার। অন্যদিকে রয় কৃষ্ণা আর সুনীল ছেত্রী দুই ফুটবলারই ৩টে গোল করেছেন।

রবিবারের ফাইনালের আগে মুম্বইয়ের কোচ দেজ বাকিংহ্যাম বলেন, ‘ডুরান্ড কাপ জিততেই আমরা এখানে এসেছি। আইএসএলের আগে টুর্নামেন্ট জিতে আত্মবিশ্বাস বাড়াতে চাই। দলের পারফরম্যান্সে আমি খুশি। ফাইনাল নিঃসন্দেহে খুব উপভোগ্য হবে। বেঙ্গালুরু এফসি বেশ ভালো দল। অনেক ভালো খেলোয়াড়ও আছে ওদের দলে। ছেলেদের জন্য আমার একটাই বার্তা- ম্যাচটা উপভোগ করো।’

অন্য দিকে বেঙ্গালুরু এফসি কোচ সিমন গ্রেসন বলেন, ‘আমরা একটা দল হয়ে মাঠে নামব। মুম্বই দলে বেশ কয়েকজন ভালো ফুটবলার আছে। আমরা জানি, ওরা কি করতে পারে। অনেক পাসিং ফুটবল খেলে ওরা। ওদের আটকাতে আমাদের সেরাটা দিতে হবে। আমরা যে স্টাইলেই খেলি না কেন; ফাইনালে আমাদের জিততে হবে। আমাদের কোনও চোট আঘাত নেই। তাই ট্রফি জেতাই আমাদের আসল উদ্দেশ্য।’

Next Article