Durand Cup 2023: সাদা-কালো ব্রিগেডের ঘরের মাঠে ডুরান্ড কাপে মুখোমুখি মহমেডান-মুম্বই সিটি এফসি

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Aug 05, 2023 | 8:00 AM

Mohammedan Sporting vs Mumbai City FC: আইএসএলের অন্যতম শক্তিশালী দল মুম্বই সিটি এফসির কাছে হেরে ২০২২ সালের ডুরান্ড কাপ থেকে বিদায় নিয়েছিল মহমেডান স্পোর্টিং ক্লাব। এ বার সাদা কালো ব্রিগেড ডুরান্ডের প্রথম ম্যাচেই চাইবে সেই হারের বদলা নিতে।

Durand Cup 2023: সাদা-কালো ব্রিগেডের ঘরের মাঠে ডুরান্ড কাপে মুখোমুখি মহমেডান-মুম্বই সিটি এফসি
Durand Cup 2023: সাদা-কালো ব্রিগেডের ঘরের মাঠে ডুরান্ড কাপে মুখোমুখি মহমেডান-মুম্বই সিটি
Image Credit source: Mohammedan Sporting

Follow Us

কলকাতা: ডুরান্ড কাপের (Durand Cup 2023) ঢাকে কাঠি। আজ, শনিবার ৫ অগস্ট মহমেডানের বিরুদ্ধে কিশোরভারতী ক্রীড়াঙ্গনে নামবে গত বারের ডুরান্ড কাপের রানার্স মুম্বই সিটি এফসি (Mumbai City FC)। আইএসএলের অন্যতম শক্তিশালী দল মুম্বই সিটি এফসির কাছে হেরে ২০২২ সালের ডুরান্ড কাপ থেকে বিদায় নিয়েছিল মহমেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan Sporting)। এ বার সাদা কালো ব্রিগেড ডুরান্ডের প্রথম ম্যাচেই চাইবে সেই হারের বদলা নিতে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

গ্রেগ স্টুয়ার্ট, লালিয়ানজুয়ালা ছাংতে, জর্জে পেরেরা ডিয়াজ, ফুর্বা লাচেনপা এবং আকাশ মিশ্র, তিরি এবং জয়েশ রানের মতো তারকা ফুটবলারদের নিয়ে ২৯ সদস্যের একটি শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে মুম্বই সিটি এফসি। গত বছরের ডুরান্ডে গ্রেগ স্টুয়ার্ট ও লালিয়ানজুয়ালা ছাংতে যথাক্রমে গোল্ডেন বল এবং গোল্ডেন বুট পেয়েছিলেন। মুম্বইয়ের বিরুদ্ধে নামার জন্য তৈরি মহমেডান। কলকাতা ফুটবল লিগে তারা বর্তমানে তৃতীয় স্থানে রয়েছে। বেনেস্টন ব্যারেটো, ডেভিড লালহ্লানসাঙ্গা এবং বিকাশ সিং-এর মতো ফরোয়ার্ডরা ছন্দে রয়েছেন। মহমেডানের বিরুদ্ধে তাই তাদের ঘরের মাঠে মুম্বইয়ের খেলাটা খুব সহজ হবে না।

মহমেডান কোচ মাইরাজুদ্দিন ওয়াদু ম্যাচের আগে বলেছেন, “আমার মনে হয় ছেলেরা প্রস্তুত। দলে এবং ড্রেসিংরুমের পরিবেশও খুব ভালো। সবাই খুব পরিশ্রম করছে। এবং আমরা সকলেই ডুরান্ড কাপে খেলার গুরুত্ব জানি। কঠোর পরিশ্রমই সাফল্য এনে দিতে পারে। কড়া পরিশ্রমের কোনও বিকল্প নেই। দলে বিদেশি ফুটবলাররাও রয়েছে। ওরা কলকাতায় পৌঁছে গিয়েছে।” সাদা-কালো ব্রিগেডের কোচ আরও বলেন, “প্রায় দু’মাস হয়ে গিয়েছে আমরা মরসুম শুরু করেছি। এবং ছেলেরা ইতিমধ্যেই কলকাতার পরিবেশ বুঝতে পেরেছে। এবং সকলকে খুব পজিটিভ দেখাচ্ছে।”

এ বারের ডুরান্ড যাত্রা শুরু করার আগে মুম্বই সিটির তারকা ফুটবলার ছাংতে বলেন, ‘গত বছর যেমন পারফর্ম করেছি, এ বারও সেই পারফরম্যান্স ধরে রাখার চেষ্টা করব। প্রচুর পরিশ্রম করেছি। সতীর্থদের পাশে থাকতে চাই। দলকে জেতাতে সাহায্য করতে চাই। আমি ব্যক্তিগত এবং দলগত দুই ভাবেই অবদান রাখার চেষ্টা করব। দলকে চ্যাম্পিয়ন হতে দেখতে চাই।’

Next Article