East Bengal: ক্লেটনদের সংবর্ধনা, ফুটবলারদের ‘ভিটামিন এম’ দিল ক্লাব

কৌস্তভ গঙ্গোপাধ্যায় | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Feb 27, 2024 | 4:00 PM

ভুবনেশ্বর উড়ে যাওয়ার আগে চ্যাম্পিয়ন দলকে এবার সংবর্ধনা দিল ইস্টবেঙ্গল ক্লাব। একই সঙ্গে ফুটবলারদের জন্য লাঞ্চের আয়োজনও করেন কর্তারা। ক্লাব লনে রাখা থাকে সুপার কাপের ট্রফি। ক্লাবের কার্যকরী কমিটির সদস্য, ফুটবলারদের পরিবারের সামনে সংবর্ধিত করা হয় চ্যাম্পিয়ন দলের সদস্যদের। উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম আর অরূপ বিশ্বাস।

East Bengal: ক্লেটনদের সংবর্ধনা, ফুটবলারদের ভিটামিন এম দিল ক্লাব
East Bengal: ক্লেটনদের সংবর্ধনা, ফুটবলারদের 'ভিটামিন এম' দিল ক্লাব

Follow Us

কলকাতা: সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ায় ফুটবলারদের সংবর্ধনা ইস্টবেঙ্গলের (East Bengal)। প্রায় এক মাস আগে কলিঙ্গ সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে লাল-হলুদ। ১২ বছর পর সর্বভারতীয় ট্রফি ঢুকেছে লেসলি ক্লডিয়াস সরণিতে। সুপার কাপ জেতার পর কোচ-ফুটবলারদের সংবর্ধিত করে বিনিয়োগকারী সংস্থা। ভুবনেশ্বর উড়ে যাওয়ার আগে চ্যাম্পিয়ন দলকে এবার সংবর্ধনা দিল ইস্টবেঙ্গল ক্লাব। একই সঙ্গে ফুটবলারদের জন্য লাঞ্চের আয়োজনও করেন কর্তারা। ক্লাব লনে রাখা থাকে সুপার কাপের ট্রফি। ক্লাবের কার্যকরী কমিটির সদস্য, ফুটবলারদের পরিবারের সামনে সংবর্ধিত করা হয় চ্যাম্পিয়ন দলের সদস্যদের। উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম আর অরূপ বিশ্বাস। এ ছাড়া বিনিয়োগকারী সংস্থার কর্তারাও উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে।

চ্যাম্পিয়ন দলকে ১৫ লাখ টাকা পুরস্কার মূল্য দিল ইস্টবেঙ্গল ক্লাব। কোচ কার্লেস কুয়াদ্রাত এবং অধিনায়ক ক্লেটন সিলভার হাতে তুলে দেওয়া হয় চেক। ক্লাব লনে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল অধিনায়ক ক্লেটন সিলভা তো বলেই দিলেন, ‘চেষ্টা করব ক্লাবের সংগ্রহশালায় আরও কিছু ট্রফি সংখ্যা বাড়াতে।’ ব্রাজিলিয়ান স্ট্রাইকারের এই মন্তব্য নিঃসন্দেহে মন কেড়ে নেবে লাল-হলুদ জনতার।

বৃহস্পতিবার ওড়িশা এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ ইস্টবেঙ্গলের। কার্ড সমস্যার কারণে রয় কৃষ্ণাদের বিরুদ্ধে মাঠে নামতে পারবেন না হিজাজি মাহের। একই কারণে ডাগ আউটে থাকতে পারবেন না কোচ কার্লেস কুয়াদ্রাত। ফলে মাঠ এবং মাঠের বাইরে কঠিন চ্যালেঞ্জ ইস্টবেঙ্গলের সামনে। সাউল ক্রেসপোকে খেলানোর চেষ্টা চালানো হচ্ছে। দলের সঙ্গে যোগ দিয়েছেন জর্ডন এলসে। আইএসএলের বাকি ম্যাচে তিনি না থাকলেও সামনের মরসুমের জন্য অস্ট্রেলিয়ান ডিফেন্ডারকে তৈরি রাখতে চান কুয়াদ্রাত।

Next Article
Cristiano Ronaldo: অশ্লীল অঙ্গভঙ্গি করে বিপাকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, হতে পারেন নির্বাসিত