East Bengal: ভিসা আবেদন ইস্টবেঙ্গলের কোচ, বিদেশিদের

কৌস্তভ গঙ্গোপাধ্যায় | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jul 14, 2023 | 4:00 PM

Carles Cuadrat: ভারতে আসার জন্য কোচ, বিদেশি ফুটবলারদের কাগজপত্র পাঠিয়ে দিয়েছে ক্লাব। ভারতে আসার ভিসাও আবেদন করেছেন কুয়াদ্রাত। ভিসা হাতে পেলেই কলকাতায় চলে আসবেন লাল-হলুদের স্প্যানিশ কোচ।

East Bengal: ভিসা আবেদন ইস্টবেঙ্গলের কোচ, বিদেশিদের
ভিসা আবেদন ইস্টবেঙ্গলের কোচ, বিদেশিদের
Image Credit source: Twitter

Follow Us

কলকাতা: কলকাতা লিগের প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। রিজার্ভ দলের জঘন্য পারফর্ম্যান্স দেখে আশঙ্কিত সমর্থকরাও। আদৌ সুপার সিক্সে উঠতে পারবে তো ইস্টবেঙ্গল? সিনিয়র দলের ফুটবলাররাও অনুশীলন শুরু করে দিয়েছেন। আপাতত সহকারী কোচ বিনো জর্জের অধীনেই প্র্যাক্টিস করছেন প্রভসুখন গিল, হরমনজ্যোৎ খাবরা, রাকিপরা। অগস্টেই শুরু ডুরান্ড কাপ। কোচ কার্লেস কুয়াদ্রাতের (Carles Cuadrat) প্রথম অ্যাসাইনমেন্টই হতে চলেছে সেনাদের এই টুর্নামেন্ট। কলকাতা লিগে রিজার্ভ দল খেললেও, ডুরান্ডে সিনিয়র দলের ফুটবলাররাই খেলবেন। রিজার্ভ দল থেকেও কয়েকজনকে নেওয়া হতে পারে। আইএসএলের প্রস্তুতি হিসেবেই ডুরান্ডকে দেখে নেবেন লাল-হলুদের স্প্যানিশ কোচ। ভিসা সমস্যার করাণে এতদিন বলা যাচ্ছিল না কবে আসছেন কোচ কার্লেস কুয়াদ্রাত আর বিদেশি ফুটবলাররা। সেই সমস্যা অবশ্য এখন মিটে গিয়েছে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

ভারতে আসার জন্য কোচ, বিদেশি ফুটবলারদের কাগজপত্র পাঠিয়ে দিয়েছে ক্লাব। ভারতে আসার ভিসাও আবেদন করেছেন কুয়াদ্রাত। ভিসা হাতে পেলেই কলকাতায় চলে আসবেন লাল-হলুদের স্প্যানিশ কোচ। বিদেশি ফুটবলাররাও একে একে শহরে চলে আসবেন। ইস্টবেঙ্গল আশাবাদী, সামনের সপ্তাহেই ভিসা পেয়ে যাবেন কোচ, ফুটবলাররা। সেক্ষেত্রে ডুরান্ডের এক সপ্তাহ আগেই হয়তো পুরোদমে অনুশীলনে নামতে পারে ইস্টবেঙ্গলের সিনিয়র দল। ডুরান্ডে একই গ্রুপে আছে ইস্টবেঙ্গল আর মোহনবাগান। তাই লড়াইটা বেশ কঠিনই হতে চলেছে লাল-হলুদের জন্য। শেষ কয়েক বছর ডার্বি জেতেনি ইস্টবেঙ্গল। কুয়াদ্রাতের কাছে শুরুতেই যে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে তা বলতে দ্বিধা নেই।

এ দিকে ২২ তারিখ থেকে মোহনবাগানের সিনিয়র দলের অনুশীলন শুরু হতে পারে। ২০ তারিখের ভেতরেই মোহনবাগানের কোচ, বিদেশি ফুটবলাররা এক এক করে শহরে এসে যেতে পারেন। এ বারে মোহনবাগানের টিডি হয়েছেন আন্তোনিও লোপেজ হাবাস। সবুজ-মেরুন সমর্থকদের নজর অবশ্যই থাকবে সেদিকে। এএফসি কাপে এ বার ভালো ফল করতে চায় মোহনবাগান। ডুরান্ডের মাঝেই রয়েছে এএফসি কাপ। গতবারের তুলনায় দল এ বার আরও শক্তিশালী। স্বাভাবিক ভাবেই মোহনবাগান দলকে ঘিরে প্রত্যাশাও অনেক বেশি।

Next Article