কলকাতা: বড় ম্যাচ মানে এখন যেন সেই চেনা ছবি। টানা সাতটি ডার্বিতে (Kolkata Derby) হার ইস্টবেঙ্গলের। ৩ বছরেও ডার্বি হারের রাস্তা থেকে বেরোতে পারল না লাল-হলুদ (East Bengal)। প্রথমার্ধে ভালো ফুটবল খেলেও হার। গোলকিপারের ভুলেই শূন্য হাতে যুবভারতী ছাড়তে হল ইস্টবেঙ্গল সমর্থকদের। একরাশ হতাশা আর মন খারাপ নিয়েই বাড়ি ফিরলেন সমর্থকরা। ক্লেটন সিলভা, হাওকিপরা সুযোগ পেয়েও বাগানের জালে বল ঢোকাতে ব্যর্থ।
ম্যাচের পর ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন বলেন, ‘ফুটবলে অনেক ভুল হয়। আজ আমাদের গোলকিপারের ভুলে ম্যাচ হারলাম। প্রত্যেক ম্যাচ থেকেই আমি শিখি। এই হার থেকেও শিক্ষা নেব।’
একই সঙ্গে স্টিফেন বলেন, ‘আমরা জানি মোহনবাগানের টিম বাজেট। আমরা জানি আমাদের টিম বাজেট। হুগো, কাউকো, দিমিত্রিদের মতো তারকারা আছে ওদের দলে। ওরা সাফল্য পাবেই।’
ডার্বি হারলেও ঘুরে দাঁড়ানোর আশা দেখছেন ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন। আইএসএলে চারটের মধ্যে তিনটেতেই হারল লাল-হলুদ। এখনও প্রথম ছয়ে শেষ করার আশা দেখছেন কনস্ট্যান্টাইন। তবে কাজটা যে বেশ কঠিন তা জানেন লাল-হলুদ কোচ।