AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

East Bengal vs Northeast United: নর্থ ইস্টের বিরুদ্ধে যুবভারতীতে ভাগ্য ফেরানোর পরীক্ষা লাল-হলুদের

ISL: পয়েন্ট টেবলের তিনে থাকা নর্থ ইস্টকে হারিয়ে মরসুমের প্রথম জয়ের স্বাদ কি পাবে ইস্টবেঙ্গল? লাল-হলুদের কোচের ভাবনায় রয়েছে তেমনটাই। ম্যাচের আগে কী বলছেন স্প্যানিশ কোচ?

East Bengal vs Northeast United: নর্থ ইস্টের বিরুদ্ধে যুবভারতীতে ভাগ্য ফেরানোর পরীক্ষা লাল-হলুদের
East Bengal vs Northeast United: নর্থ ইস্টের বিরুদ্ধে যুবভারতীতে ভাগ্য ফেরানোর পরীক্ষা লাল-হলুদের
| Edited By: | Updated on: Nov 29, 2024 | 12:01 AM
Share

কলকাতা: যুবভারতীতে আজ মুখোমুখি ইস্টবেঙ্গল (East Bengal) ও নর্থ ইস্ট ইউনাইটেড (Northeast United)। ছন্দহীন ইস্টবেঙ্গলের বিরুদ্ধ ৩ পয়েন্ট তুলে নিতে চান আলাদিন আজারিরা। কার্ড সমস্যায় এই ম্যাচে নেই ইস্টবেঙ্গলের নন্দ কুমার আর নাওরেম মহেশ। জিকসন সিং, পিভি বিষ্ণুদের শুরু থেকে খেলানোর ভাবনা ইস্টবেঙ্গল কোচের। পয়েন্ট টেবলের তিনে থাকা নর্থ ইস্টকে হারিয়ে মরসুমের প্রথম জয়ের স্বাদ কি পাবে ইস্টবেঙ্গল? লাল-হলুদের কোচের ভাবনায় রয়েছে তেমনটাই। ম্যাচের আগে কী বলছেন স্প্যানিশ কোচ?

ইস্টবেঙ্গলের অন্য প্লেয়ারদের সঙ্গে অনুশীলন করেছেন হেক্টর ইউস্ত। আনোয়ারের সঙ্গী কে? হিজাজি মাহের না হেক্টর ইউস্তে? অনুশীলনে তা নিয়ে ধোঁয়াশা রাখলেন কোচ অস্কার ব্রুজো। ৭ ম্যাচে ঝুলিতে মাত্র ১ পয়েন্ট। নর্থ ইস্ট বেশ শক্তিশালী দল। আলাদিন আজারির মতো ফুটবলার আছে। আলাদিন বেশ ছন্দে রয়েছেন।

দিন ২০ পর আবার আইএসএলের আঙিনায় ফিরছে লাল-হলুদ শিবির। প্রায় সপ্তাহ তিনেক আগে মহমেডানের বিরুদ্ধে যুবভারতীতে হাড্ডাহাড্ডি লড়াই করেছিল ইস্টবেঙ্গল। শেষ অবধি ৯ জনের ইস্টবেঙ্গলকে ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল। আগামিকালের ম্যাচে এক নয়, ৩ পয়েন্টেই ফোকাস মশালব্রিগেডের। ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো নর্থ ইস্ট চ্যালেঞ্জের আগে বললেন, ‘আমাদের গোল করতে হবে। ম্যাচ জিততে হবে। রক্ষণের পাশাপাশি গোল করতে হবে। এখন সব ম্যাচ জিতলে তবেই চ্যাম্পিয়নশিপ রাউন্ডে ফিরতে পারব। বিপক্ষের শুধুমাত্র একজন ফুটবলারকে নিয়ে ভাবছি না।’

দলের সকলের মধ্যে আত্মবিশ্বাসের বীজ বপন করেছেন কোচ অস্কার। তাতেই উদ্বুদ্ধ হচ্ছে লাল-হলুদের প্লেয়াররা। সামনে এ বার আনোয়ারদের কঠিন প্রতিপক্ষ। নর্থ ইস্ট চলতি আইএসএলের সবচেয়ে বেশি গোল করা টিম। এখনও অবধি তারা ২১টি গোল করেছে টুর্নামেন্টে। স্প্যানিশ কোচ প্রতিপক্ষকে সমীহ করে বলেছেন, ‘ওদের আক্রমণভাগ শক্তিশালী। অ্যাটাকিং ফুটবল খেলে ওরা। নিজেদের গোল সংখ্যা বাড়াতে চায়। অন্য ইস্টবেঙ্গলকে নর্থ ইস্টের বিরুদ্ধে খেলতে দেখা যাবে। আমাদের আগ্রাসী ফুটবল খেলতে হবে।’ এ বার দেখার ঘরের মাঠে মরসুমের প্রথম জয়ের স্বাদ ইস্টবেঙ্গল পায় কিনা।

ইস্টবেঙ্গল বনাম নর্থ ইস্ট ইউনাইটেড, আইএসএল, সল্টলেক স্টেডিয়াম, সন্ধে – ৭.৩০