কলকাতা: ইস্টবেঙ্গলের (East Bengal) অনুশীলনে নতুন মুখ। শুক্রবার মূল দলের সঙ্গে অনুশীলনে দেখা গেল এক নয়া ফুটবলারকে। রবিবার চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে আইএসএলের ম্যাচ ইস্টবেঙ্গলের। লিগ টেবিলের নয় নম্বরে রয়েছে লাল-হলুদ। রবিবার জিতলে পয়েন্ট টেবিলে আট নম্বরে উঠে আসবে ইস্টবেঙ্গল। প্লে অফে খেলার আশা নেই। বাকি তিন ম্যাচে ফুটবলারদের থেকে অবশ্য ভালো পারফরমেন্স আশা করছেন লাল-হলুদ কোচ। সুপার কাপের আগে দলের মনোবল বাড়িয়ে রাখাই লক্ষ্য কনস্ট্যান্টাইনের। কার্ড সমস্যায় রবিবার খেলবেন না অ্যালেক্স লিমা। এ দিকে ক্লেটন সিলভা তিনটে হলুদ কার্ড দেখেছেন। মুম্বই আর এটিকে মোহনবাগান- এই দুটো ম্যাচই বাকি আছে ইস্টবেঙ্গলের। শুক্রবার অনুশীলন শুরুর কিছুক্ষণ পরে অবশ্য মূল দলের সঙ্গে প্র্যাকটিসে দেখা যায় এই নবাগত ফুটবলারকে। বিস্তারিত TV9 Bangla-য়।
স্প্যানিশ ক্লাবে খেলা এক ভারতীয় ফুটবলারকে দেখা গেল ইস্টবেঙ্গলের অনুশীলনে। লাল-হলুদের সিনিয়র দলের ট্রায়ালে ডাকা হয়েছে তাঁকে। সূত্রের খবর, এক সপ্তাহর বেশি সময় ধরে ইস্টবেঙ্গলের রিজার্ভ দলের সঙ্গে অনুশীলন করেছেন তিনি। এরপরই তাঁকে সিনিয়র দলের অনুশীলনে ট্রায়ালে ডাকা হয়েছে। ফুটবলারের নাম সিদ্ধার্থ সমীর বাপোরা। স্পেনের ক্লাব ইউডি বেনিগ্যানিমের হয়ে খেলেছেন এই ভারতীয় অ্যাটাকার।
স্পেনের পঞ্চম ডিভিশনের ক্লাব ইউডি বেনিগ্যানিম। সেখানে ২৫ ম্যাচে ৩ গোল করেছেন সিদ্ধার্থ। দু’বছর খেলেছেন সেখানে। ২০২১-২২ মরসুমে শেষ বার স্পেনের ক্লাবে খেলেছেন। ট্রায়ালে দেখার পরই ভারতীয় অ্যাটাকারকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট। স্পেনের ক্লাবে খেলার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভারতীয় ফুটবলে নিজেকে প্রতিষ্ঠা করার চ্যালেঞ্জও থাকছে এই তরুণ ফুটবলারের কাছে।