Emami East Bengal: আইএসএলের বল দিয়েই অনুশীলন ম্যাচ খেলল ইস্টবেঙ্গল

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Sep 18, 2022 | 3:32 PM

আইএসএলের আগে রয়েছে কলকাতা লিগ। তবে তা নিয়ে ভাবতে চান না স্টিফেন কনস্ট্যান্টাইন। শনিবার আইএফএ-র বৈঠকে কলকাতা লিগ খেলার সম্মতি জানিয়েছে ইস্টবেঙ্গল।

Emami East Bengal: আইএসএলের বল দিয়েই অনুশীলন ম্যাচ খেলল ইস্টবেঙ্গল
Emami East Bengal: আইএসএলের বল দিয়েই অনুশীলন ম্যাচ খেলল ইস্টবেঙ্গল
Image Credit source: Emami East Bengal

Follow Us

কলকাতা: আইএসএল (ISL) আসছে। ৭ অক্টোবর থেকে শুরু ইন্ডিয়ান সুপার লিগ। তার আগে দলকে পুরোদমে দেখে নিতে চাইছেন কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন (Stephen Constantine)। ডুরান্ড কাপকে আইএসএলের প্রস্তুতি হিসেবে দেখেছিলেন লাল-হলুদ কোচ। আইএসএল শুরুর আগেও প্রস্তুতি ম্যাচ খেলে দলকে দেখে নিতে চান ইস্টবেঙ্গলের ব্রিটিশ কোচ। রাজারহাটের এক্সিলেন্স সেন্টারে জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে অনুশীলন ম্যাচ খেলে ইস্টবেঙ্গল। ৬ বিদেশিসহ বাকিদেরও ঘুরিয়ে ফিরিয়ে দেখে নেন কনস্ট্যানটাইন। ইস্টবেঙ্গলের (East Bengal) নবাগত অস্ট্রেলিয়ান মিডিও ডহার্তিকে খেলান‌ লাল-হলুদ কোচ।

সব রকম কম্বিনেশনে খেলেই দলকে দেখে নেন কনস্ট্যানটাইন। বিভিন্ন রকম ফর্মেশনে খেলান লাল-হলুদ কোচ। ইস্টবেঙ্গলের হয়ে অনুশীলন ম্যাচে গোল পেলেন এলিয়ান্দ্রো। লাল-হলুদ সমর্থকদের যা কিছুটা স্বস্তি দিল। ম্যাচে জর্জ টেলিগ্রাফকে ৩-০ হারাল ইস্টবেঙ্গল। প্রথমার্ধে গোল নাওরেম মহেশের। ৫১ মিনিটে সুহের আর ৬২ মিনিটে গোল করেন এলিয়ান্দ্রো।

ইভান গঞ্জালেজ আর এলিয়ান্দ্রোকে দ্বিতীয়ার্ধে নামান কনস্ট্যান্টাইন। প্রথমার্ধে বাকি চার বিদেশিকে খেলান। যেহেতু অনুশীলন ম্যাচ, তাই লিমাকে দু’বার মাঠে নামিয়ে টিম কম্বিনেশন দেখে নেন লাল-হলুদ কোচ।

আইএসএলের আগে রয়েছে কলকাতা লিগ। তবে তা নিয়ে ভাবতে চান না স্টিফেন কনস্ট্যান্টাইন। শনিবার আইএফএ-র বৈঠকে কলকাতা লিগ খেলার সম্মতি জানিয়েছে ইস্টবেঙ্গল। আইএসএলের ম্যাচ বলেই জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে অনুশীলন ম্যাচ খেলল ইস্টবেঙ্গল। আরও কয়েকটা প্রস্তুতি ম্যাচ খেলে দলকে তৈরি করাই এখন পাখির চোখ কনস্ট্যান্টাইনের।

Next Article