EB vs ATKMB Highlights: ফুলটাইম: এটিকে মোহনবাগান জয়ী ২-০ গোলে
East Bengal vs ATK Mohun Bagan, Kolkata Derby Live Score: ইন্ডিয়ান সুপার লিগে আজ যুবভারতী ক্রীড়াঙ্গনে ফিরতি লেগের কলকাতা ডার্বি। ইস্টবেঙ্গল বনাম এটিকে মোহনবাগান ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।
কলকাতা: এক দলের প্লে-অফ নিশ্চিত। আর এক দলের প্লে-অফের দৌড় অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল। পরিসংখ্যান, অতীত, সাম্প্রতিক পারফরম্যান্স যাই হোক, বড় ম্যাচে এর কোনও প্রভাব পড়ে না। কিন্তু পরিসংখ্যান বদলাতে ব্য়র্থ ইস্টবেঙ্গল। ইন্ডিয়ান সুপার লিগে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগান। এই ম্যাচ নিয়ে উন্মাদনা বরাবরই থাকে। এ বার কিছুটা হলেও ডার্বি নিয়ে উত্তেজনা কম মনে হয়েছিল। সমর্থকরা মাঠের বাইরের ঘটনায় কর্তাদের উপর ক্ষুব্ধ। ইন্ডিয়ান সুপার লিগে এ বারের মরসুমে বেশ কিছু ম্য়াচেই ঘরের মাঠেও মুখ ফিরিয়ে নিয়েছিলেন সমর্থকরা। এটি সবচেয়ে বেশি হয়েছে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে। বড় ম্যাচেও টিকিট নিয়ে বিতর্ক, সমর্থকদের মধ্য়ে নানা অসন্তোষ ছিল। তবে ডার্বির গ্যালারি অনেকটাই ভরল। সমর্থকদের আরও একটা জয় উপহার দিল এটিকে মোহনবাগান। ইন্ডিয়ান সুপার লিগে ইস্টবেঙ্গল-এটিকে মোহনবাগান ম্যাচের লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla-র পেজে।
LIVE NEWS & UPDATES
-
এক নজরে
- এ বারের মতো আইএসএল অভিযান শেষ ইস্টবেঙ্গলের।
- এটিকে মোহনবাগানের প্লে-অফ আগেই নিশ্চিত হয়েছিল।
- গ্রুপ পর্বের শেষ ম্যাচ জিতে পয়েন্ট টেবলে তিনে সবুজ মেরুন।
- ম্যাচের ৬৮ মিনিটে স্লাভকো দামিয়ানোভিচের গোলে এগিয়ে যায় সবুজ মেরুন।
- নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে আর একটি গোল দিমিত্রি পেত্রাতোসের।
- ২-০ গোলে জিতে ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ল এটিকে মোহনবাগান।
-
আটে আট?
ম্যাচের ৬৮ মিনিটে স্লাভকো দামিয়ানোভিচের গোলে এগিয়ে যায় এটিকে মোহনবাগান। অনবদ্য় একটা মুভ থেকে গোল। সেলিব্রেশনে জার্সি খুলে হলুদ কার্ড খেলেন স্লাভকো। রেফারির সঙ্গে তর্কের জেরে হলুদ কার্ড দেখলেন ইস্টবেঙ্গল স্ট্রাইকার ক্লেটন সিলভা।
-
-
সুযোগ এবং মিস
ভিপি সুহেরের সৌজন্য়ে অনবদ্য় বল পেয়েছিলেন জেক জার্ভিস। শটও নিলেন। যদিও গোলে রাখতে পারলেন না।
-
অনবদ্য় মুভ, অল্পের জন্য…
আশিক কুরুনিয়ানের থ্রু বল, পেত্রাতোসের জমি ঘেসা শট, পোস্টের তলায় লেগে বাইরে। এখনও অবধি ম্যাচের সেরা সুযোগ।
-
প্রথমার্ধ গোলশূন্য়, দ্বিতীয়ার্ধের খেলা শুরু
দ্বিতীয়ার্ধে স্কোর লাইনে কোনও প্রভাব পড়বে?
-
-
ফের হলুদ কার্ড
ইস্টবেঙ্গলের অ্য়ালেক্স লিমাকে হলুদ কার্ড।
-
হলুদ কার্ড
হুগো বোমাসকে উাইল, হলুদ কার্ড সুহেরকে। কার্ড দেখলেন বোমাসও।
-
আধ ঘণ্টায় প্রাপ্তি কী?
তিনটি ফ্রি-কিক, একটি শট। গতিতে দু-দল টেক্কা দিলেও গোলমুখী কোনও শট নেই প্রথম আধঘণ্টায়।
-
ফের ফ্রি-কিক
হুগো বোমাসকে ট্য়াকল করেন ভিপি সুহের। ফের একটা ফ্রি-কিক পেল এটিকে মোহনবাগান। এ বারও শট নিলেন পেত্রাতোস। ডিফেন্সে ব্লক। স্কোরলাইন ০-০।
-
এ বার ফ্রি-কিক এটিকে মোহনবাগানের
শট নেবেন কে! বোমাস, গালেগো, পেত্রাতোস। শেষ অবধি পেত্রাতোসের জোরালো ফ্রি-কিক। তবে সোয়ার্ভ করলেও গোল পোস্টের উপর দিয়ে। স্কোর লাইন ০-০।
-
ক্লেটনকে ট্যাকল
ক্লেটন সিলভাকে ট্যাকল। ফ্রি-কিক পেল ইস্টবেঙ্গল। প্রায় মাঝ মাঠে। যদিও কোনও ইতিবাচক পরিস্থিতি তৈরি হল না ইস্টবেঙ্গলের জন্য।
-
পজিটিভ মুভ মোহনবাগানের
আশিক কুরুনিয়ানের শট। যদিও গোলে রাখতে পারলেন না। কর্নার। পেত্রাতোস কর্নার নিচ্ছেন। শেষ শট প্রীতম কোটালের। তাঁর ভলি গোল পোস্টের অনেক উপরে।
-
কিক-অফের অপেক্ষা
দু-দল প্রস্তুত। বল গড়ানোর পালা।
-
ইস্টবেঙ্গল মুড
ঘরের মাঠে গত কয়েক ম্য়াচেই দেখা গিয়েছে ইস্টবেঙ্গল সমর্থকরা সে ভাবে মাঠে আসছিলেন না। গত ম্যাচে মুম্বই সিটি এফসির মতো শক্তিশালী দলকে অ্যাওয়ে ম্যাচে হারিয়েছে ইস্টবেঙ্গল। সংখ্য়ায় কম হলেও ইস্টবেঙ্গল সমর্থকরাও এসেছেন…
-
এটিকে মোহনবাগানের প্রথম একাদশ…
টানা সাতটি ডার্বি জিতে আত্মবিশ্বাসী এটিকে মোহনবাগান। দেখে নিন তাদের প্রথম একাদশ- বিশাল কাইথ, স্লাভকো, দিমিত্রি পেত্রাতোস, হুগো বোমাস, মনবীর সিং, সুভাশিস বসু, আশিক কুরুনিয়ান, প্রীতম কোটাল, গালেগো, গ্লেন মার্টিন্স, আশিস রাই
This is how we line up for the big game. Come on, Mariners ?#ATKMohunBagan #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/5I8UNRk3Vt
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) February 25, 2023
-
ইস্টবেঙ্গলের একাদশ..
বড় ম্য়াচে ইস্টবেঙ্গলের প্রথম একাদশ- কমলজিৎ, সার্থক, জেরি, লালচুংনুনগা, কিরিয়াকু, অ্যালেক্স লিমা, মোবাশির, নাওরেম মহেশ, ভিপি সুহের, ক্লেটন সিলভা, জেক জার্ভিস
We have an unchanged XI for today’s #KolkataDerby. ⤵️#JoyEastBengal #আমাগোমশাল #EBFCATKMB #HeroISL pic.twitter.com/XVsL404Z7U
— East Bengal FC (@eastbengal_fc) February 25, 2023
-
ডার্বি উন্মাদনা…
টুর্নামেন্ট, পরিস্থিতি যাই হোক। ডার্বি নিয়ে একে বারেই উন্মাদনা থাকবে না! এমনটা হয় নাকি?
-
পাল্লা ভারী সবুজ মেরুনের?
মাঠের লড়াই এখনও বাকি। গ্যালারিতে এখনও অবধি পাল্লা ভারী এটিকে মোহনবাগানের। তাদের প্লে-অফ নিশ্চিত। কর্তাদের নিয়ে অসন্তোষ থাকলেও মাঠে এসেছেন অনেক সবুজ মেরুন সমর্থক।
-
ডি-ডে
ইন্ডিয়ান সুপার লিগে আজ ডার্বি ডে। যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল-মোহনবাগান। ম্যাচের লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla-র এই পেজে।
Published On - Feb 25,2023 6:30 PM