East Bengal vs Bangladesh Army Highlights: ফুলটাইম; দু-গোলে এগিয়ে থেকে ইস্টবেঙ্গলের এক পয়েন্ট

| Updated on: Aug 06, 2023 | 7:37 PM

Durand Cup 2023 Live Score Updates : ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল বনাম বাংলাদেশ আর্মি (East Bengal vs Bangladesh Army) ম্যাচের লাইভ স্কোর ও পুঙ্খানুপুঙ্খ আপডেট এই ব্লগে।

East Bengal vs Bangladesh Army Highlights: ফুলটাইম; দু-গোলে এগিয়ে থেকে ইস্টবেঙ্গলের এক পয়েন্ট
Image Credit source: TV9Bangla Graphics

কলকাতা: ঐতিহ্যের ডুরান্ড কাপের নতুন মরসুমে দুই প্রধান ইতিমধ্যেই একটি করে ম্যাচ খেলেছিল। ১৩২তম ডুরান্ড কাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল মোহনবাগান ও বাংলাদেশ আর্মি। ওপার বাংলার দলকে ৫-০ ব্যবধানে হারিয়েছিল মোহনবাগান। আগের দিন আইএসএলের ক্লাব মুম্বই সিটি এফসির বিরুদ্ধে মরিয়া লড়াই করলেও ১-৩ হার মহমেডানের। তিন প্রধানের আর এক প্রতিনিধি ইস্টবেঙ্গলের ডুরান্ড অভিযান শুরু হল ড্র দিয়ে। যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ ছিল বাংলাদেশ আর্মি ফুটবল ক্লাব। ২-০ এগিয়ে থেকেও ২-২ শেষ করল লালহলুদ। ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল বনাম বাংলাদেশ আর্মি ফুটবল ক্লাব ম্যাচের আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla Sports-এর এই লাইভ ব্লগে।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 06 Aug 2023 07:31 PM (IST)

    ম্যাচ রিপোর্ট

    ডুরান্ডে ইস্টবেঙ্গল বনাম বাংলাদেশ আর্মি ম্যাচ রিপোর্ট পড়ুন বিস্তারিত- এগিয়ে থাকা, রেড কার্ড, শেষ দিকে গোল হজম; ডুরান্ডে নাটকীয় শুরু ইস্টবেঙ্গলের

  • 06 Aug 2023 06:47 PM (IST)

    ডিফেন্সের ভুলে…

    স্বপ্নের শুরু হতে পারত। রেড কার্ডে অস্বস্তি তৈরি হয়েছিল। এলসে নামতেই প্রথম গোল খায় ইস্টবেঙ্গল। ৬ মিনিট অ্যাডেড টাইম দেওয়া হয়। ডিফেন্সের ভুলে অ্যাডেড টাইমেরও শেষ মুহূর্তে আরও একটা গোল খেল ইস্টবেঙ্গল। ২-০ এগিয়ে থেকে ২-২!

  • 06 Aug 2023 06:39 PM (IST)

    ৬ মিনিট অ্যাডেড টাইম!

    ম্যাচে বেশ কিছু সময় খেলা থামাতে হয়েছে। ৬ মিনিট অ্যাডেড টাইম দিলেন রেফারি।

  • 06 Aug 2023 06:36 PM (IST)

    এসেই মাঠে এলসে!

    শনিবার রাতে শহরে পৌঁছেছেন ইস্টবেঙ্গলের নতুন বিদেশি জর্ডন এলসে। তাঁকে নামিয়েও দিলেন ইস্টবেঙ্গল কোচ। এরপরই গোল খেল ইস্টবেঙ্গল। তাঁর ক্লিয়ারেন্স ঠিকঠাক হয়নি। সাহাদর ইমন সেই সুযোগে এক গোল শোধ করলেন। ইস্টবেঙ্গল ২-১ এগিয়ে।

  • 06 Aug 2023 06:18 PM (IST)

    নীশু রেড কার্ড

    নীশু কুমার ডিরেক্ট রেড কার্ড। ইস্টবেঙ্গল এখন ১০ জনে খেলছে। কারণ, পরিষ্কার নয়। সম্ভবত কোনও মন্তব্যের জন্য কার্ড নীশু কুমারকে।

  • 06 Aug 2023 06:13 PM (IST)

    ফ্রি-কিক

    বক্সের বাঁ দিকে ফ্রি-কিক। নাওরেম মহেশকে আটকান মুরাদ। যদিও পরিকল্পনা সফল হল না। গোলের মুভ তৈরি হয়নি। সেট পিসে কিছুটা সমস্যায় পড়ছেন মহেশ।

  • 06 Aug 2023 06:10 PM (IST)

    জোড়া পরিবর্তন

    সিভেরিওর জায়গায় বোরহা, গুইতের পরিবর্তে সুহের।

  • 06 Aug 2023 05:35 PM (IST)

    অনবদ্য গোল

    বিরতির ঠিক আগের মুহূর্তে খাবরার অনবদ্য ক্রস, হেডে গোল সিভেরিওর। ২-০ এগিয়ে গেল ইস্টবেঙ্গল।

  • 06 Aug 2023 05:24 PM (IST)

    দারুণ রান

    সিভেরিওর থ্রু বল ধরে গুইতের অনবদ্য রান। গোলকিপার এগিয়ে এসেছিলেন। দারুণ শট। ততটাই ভালো সেভ বাংলাদেশ আর্মি ফুটবল দলের গোলরক্ষকের।

  • 06 Aug 2023 05:18 PM (IST)

    পেনাল্টি এবং…

    ম্যাচের ৩২ মিনিট। পেনাল্টি ইস্টবেঙ্গলের। সাউল ক্রেসপো শট নিচ্ছেন। এবং গোল। গ্যালারিতে গর্জন।

  • 06 Aug 2023 05:03 PM (IST)

    মহেশ মাস্টারক্লাস!

    গত মরসুমে নজর কেড়েছিলেন। এ বারও অনবদ্য ছন্দে। তাঁর গতিতে খাবি খাচ্ছে বাংলাদেশ আর্মি রক্ষণ ভাগ।

  • 06 Aug 2023 04:55 PM (IST)

    অগোছালো!

    নতুন কোচ, নতুন দল। বোঝাপড়া হতে সময় লাগবে। লাল-হলুদকে আপাতত অগোছালো দেখাচ্ছে। তুলনামূলক ভাবে ম্যাচে ভালো খেলছে বাংলাদেশ আর্মি ফুটবল টিম।

  • 06 Aug 2023 04:53 PM (IST)

    স্কোরলাইন বদলেও বাদলাল না

    ম্যাচের ৫ মিনিটের ঘটনা। থ্রু বল ধরে বাংলা আর্মির জালে বল ঢুকিয়েছিল ইস্টবেঙ্গল। স্কোর লাইন ইস্টবেঙ্গলের পক্ষে ১-০ হয়। যদিও অফসাইডে গোল বাতিল। ইস্টবেঙ্গলের অপেক্ষা বাড়ল।

  • 06 Aug 2023 04:44 PM (IST)

    একাদশে নাওরেম কমন, বাকি আলাদা!

    ইস্টবেঙ্গল একাদশে একমাত্র নাওরেম মহেশ গত বারের প্লেয়ার। বাকি সকলেই নতুন।

  • 06 Aug 2023 04:42 PM (IST)

    অপেক্ষার কয়েক মিনিট

    গ্যালারি দেখে উচ্ছ্বাসে ভাসতেই পারেন ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত। তাঁর দায়িত্ব যেন আরও বাড়ল।

  • 06 Aug 2023 04:17 PM (IST)

    প্রত্যাশা নিয়ে যুবভারতী ক্রীড়াঙ্গনে ভিড় জমাচ্ছেন লাল-হলুদ সমর্থকরা

    গত মরসুমে সমর্থকরা মুখ ফিরিয়ে নিয়েছিলেন। এ বার খানিক অন্য ছবি দেখা যাচ্ছে। যুবভারতী ক্রীড়াঙ্গন চত্বরে লাল-হলুদ জার্সিধারীদের ভিড়। লাল-হলুদ সমর্থকরা নতুন কোচ কার্লেস কুয়াদ্রাতকে ভরসা করছেন। তার প্রমাণ দিচ্ছে ইস্টবেঙ্গলের ম্যাচের আগে কলকাতার বিভিন্ন জায়গায় লাল-হলুদ জার্সি পরা সমর্থকদের ভিড়।

  • 06 Aug 2023 04:12 PM (IST)

    ডুরান্ড যাত্রা শুরু হবে লাল-হলুদের

    আজ, রবিবার তিন প্রধানের এক প্রতিনিধি ইস্টবেঙ্গলের ডুরান্ড অভিযান শুরু হচ্ছে। যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ বাংলাদেশ আর্মি ফুটবল ক্লাব।

Published On - Aug 06,2023 3:50 PM

Follow Us: