ISL, East Bengal: প্রাপ্তি ক্লেটনের দর্শনীয় গোল, জয়ে ফিরল ইস্টবেঙ্গল

Feb 17, 2024 | 10:40 PM

East Bengal vs Hyderabad FC: টানা দুটি হারের পর অবশেষে জয়ে ফিরল ইস্টবেঙ্গল। নতুন বছরে আইএসএলে প্রথম জয় লাল-হলুদের। অ্যাওয়ে ম্যাচে হায়দরাবাদ এফসিকে ১-০ ব্যবধানে হারাল ইস্টবেঙ্গল। এ বারের আইএসএলে একটি ম্যাচেও জয়ের স্বাদ না পাওয়া হায়দরাবাদের বিরুদ্ধে একঝাঁক সুযোগ তৈরি হয়েছে। কিন্তু গোলের মুখে গিয়ে সেগুলো কাজে লাগানো যায়নি। বড় দলের বিরুদ্ধে যা বড় সমস্যায় ফেলতে পারে ইস্টবেঙ্গলকে।

ISL, East Bengal: প্রাপ্তি ক্লেটনের দর্শনীয় গোল, জয়ে ফিরল ইস্টবেঙ্গল
Image Credit source: X

Follow Us

গোলটার জন্য বাহবা প্রাপ্য, নাকি মিসটার হতাশা! ক্যাপ্টন ক্লেটনের জন্য সমর্থকদের যেন দুই অনুভূতিই হচ্ছে। তবে গোল মিস নিয়ে খুব বেশি ভাবার পরিস্থিতি নেই। বরং, সবচেয়ে বড় স্বস্তি ম্যাচের রেজাল্ট। টানা দুটি হারের পর অবশেষে জয়ে ফিরল ইস্টবেঙ্গল। নতুন বছরে আইএসএলে প্রথম জয় লাল-হলুদের। অ্যাওয়ে ম্যাচে হায়দরাবাদ এফসিকে ১-০ ব্যবধানে হারাল ইস্টবেঙ্গল। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত আগেই বলেছিলেন পরীক্ষা-নিরীক্ষা চলবে। গত দু-ম্যাচেও পরীক্ষা করেছেন। তবে অ্যাওয়ে ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেডের কাছে হারটা লাল-হলুদ শিবিরে বড় ধাক্কা ছিল। কারণ, কলিঙ্গ সুপার কাপে সব ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল। এরপর কলকাতা ডার্বি দিয়ে এ বারের আইএসএলে দ্বিতীয় পর্ব শুরু করে কার্লেসের টিম। ডার্বিতে দু-বার এগিয়ে গেলেও জয় আসেনি। পারফরম্যান্স ভালো হয়েছিল। গত দু-ম্যাচে হার বেশ কিছুটা অস্বস্তিতে ফেলেছিল।

হায়দরাবাদ এফসির বিরুদ্ধে রেজাল্ট স্বস্তির হলেও পারফরম্যান্সে যে আরও উন্নতি প্রয়োজন, বলাই যায়। এ দিন ডিফেন্স ক্লিনশিট রেখেছে। গোলটাও এসেছে ডিফেন্ডারের তৈরি করা মুভেই। ম্যাচের ১১ মিনিটে ওভারল্যাপে উঠে নীশু কুমারের দুর্দান্ত সেন্টার। সঠিক সময়ে লাফিয়ে হেড ক্যাপ্টেন ক্লেটন সিলভার। এ বারের আইএসএলে একটি ম্যাচেও জয়ের স্বাদ না পাওয়া হায়দরাবাদের বিরুদ্ধে একঝাঁক সুযোগ তৈরি হয়েছে। কিন্তু গোলের মুখে গিয়ে সেগুলো কাজে লাগানো যায়নি। বড় দলের বিরুদ্ধে যা বড় সমস্যায় ফেলতে পারে ইস্টবেঙ্গলকে।

Next Article