Emami East Bengal: ইমামি ইস্টবেঙ্গলের আনুষ্ঠানিক ভাবে পথ চলা শুরু

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Aug 02, 2022 | 5:24 PM

ইমামির (Emami) সঙ্গে আনুষ্ঠানিক ভাবে পথ চলা শুরু ইস্টবেঙ্গলের (East Bengal)। কলকাতার পাঁচতারা হোটেলে লগ্নিকারী সংস্থার সঙ্গে সই ইস্টবেঙ্গল ক্লাবের।

Emami East Bengal: ইমামি ইস্টবেঙ্গলের আনুষ্ঠানিক ভাবে পথ চলা শুরু
ইমামি ইস্টবেঙ্গলের আনুষ্ঠানিক ভাবে পথ চলা শুরু
Image Credit source: নিজস্ব চিত্র

Follow Us

কলকাতা: ইমামির (Emami) সঙ্গে আনুষ্ঠানিক ভাবে পথ চলা শুরু ইস্টবেঙ্গলের (East Bengal)। কলকাতার পাঁচতারা হোটেলে লগ্নিকারী সংস্থার সঙ্গে সই ইস্টবেঙ্গল ক্লাবের। ইমামি গ্রুপের কর্তা আদিত্য আগারওয়াল, মণীশ গোয়েঙ্কা, সন্দীপ আগারওয়ালরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। ইস্টবেঙ্গলের পক্ষ থেকে হাজির ছিলেন ক্লাব সচিব কল্যাণ মজুমদার, শীর্ষকর্তা দেবব্রত সরকার। প্রেসিডেন্ট, সহ সচিব, ফুটবল সচিব, ফুটবল সচিব বিদেশে আছেন। অনুষ্ঠান উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলাররা।

ইমামি গ্রুপের অন্যতম ডিরেক্টর আদিত্য আগারওয়াল বলেন ‘স্টিফেন কনস্টানটাইনকে কোচ হিসেবে নিয়োগ করেছি। ভারতীয় প্লেয়ারদের ভালো করে চেনেন। অনেক ভালো চয়েস। কয়েক দিনের মধ্যেই ভারতে চলে আসবে। আগামী দিনে আরও কয়েকজন ভালো ফুটবলার রিক্রুট করব। আজ আমরা ইনভেস্টর হিসেবে এসেছি। স্পনসর হিসেবে নয়। তাই ক্লাবের প্রতি দায়বদ্ধতা বেশি। ইমামিকে ইস্টবেঙ্গলের দরকার, ইস্টবেঙ্গলেরও ইমামিকে দরকার। আমরা একে অপরকে সমর্রন করব। দায়িত্ব ভালো ভাবে পালন করব। খারাপ সময়ও একে অপরের সঙ্গে থাকব। এই পজিটিভ এনার্জি থাকলে ভালো খেলা হবে।’

অপর ডিরেক্টর মণীশ গোয়েঙ্কা, ‘অনেক সম্মানের আমাদের কাছে যে যুক্ত হতে পেরেছি ইস্টবেঙ্গলের সঙ্গে। আমরা জানি কিভাবে একসঙ্গে চলতে। বন্ডিংই আমাদের শক্তি। আমার বাবা, আগারওয়াল আঙ্কল দীর্ঘদিনের বন্ধু। আমরা জানি কি ভাবে একসঙ্গে পথ চলতে হয়। আমাদের তরফ থেকে সব রকম সহযোগিতা করা হবে। আমরা ভালো দল গড়ব। সমর্থকদের বলব, খারাপ সময় পাশে দাঁড়াবেন।’

ইমামি ইস্টবেঙ্গল লোগো উন্মোচন

ক্লাব সচিব কল্যাণ মজুমদার বললেন, ‘ইমামিকে কুর্ণিশ। ওরা যে পদক্ষেপ নিয়েছে তা দেখার মতো। আমরাও আশাবাদী, যে ওদের সঙ্গে দীর্ঘ পথ চলতে পারব। ইমামি অনেক ভরসা দিয়ে এগিয়ে এসেছে। ইমামি আরও সমৃদ্ধ হোক। তার ক্ষুদ্রাংশ যদি লাল-হলুদের সঙ্গে মিশে যায় এর চেয়ে ভালো কিছু হতে পারেনা।’

Next Article