নেপলস : গত ইউরোর দুই ফাইনালিস্ট মুখোমুখি। ২০২৪ ইউরোর যোগ্যতা অর্জন পর্বে ইতালির বিরুদ্ধে জয় দিয়ে শুরু করল গত বারের রানার্স ইংল্যান্ড। অধিনায়ক হ্যারি কেন রেকর্ড গড়লেন। তেমনই ইংল্য়ান্ড খরা কাটাল। ১৯৬১ সালের পর এই প্রথম ইতালির মাটিতে জিতল ইংল্য়ান্ড। আগামী ইউরোর যোগ্য়তা অর্জন পর্বে প্রথম ম্য়াচে ২-১ ব্য়বধানে ইতালিকে হারাল ১০ জনের ইংল্য়ান্ড। অধিনায়ক হ্য়ারি কেন ইংল্য়ান্ডের সর্বকালের সর্বাধিক স্কোরার হলেন। পেনাল্টি থেকে রেকর্ডের গোল করেন হ্যারি কেন। ইংল্য়ান্ড শিবিরে চাপ বেড়েছিল। শেষ অবধি জিতে মাঠ ছাড়তে পেরেছে গ্য়ারেথ সাউথগেটের দল। বিস্তারিত TV9Bangla-য়।
কাতার বিশ্বকাপে অন্য়তম ফেভারিট ছিল ইংল্য়ান্ড। শুরু থেকে অনবদ্য় হলেও খালি হাতেই ফিরতে হয়েছে। ২০১৮ বিশ্বকাপ, ২০২০ ইউরো কাপ এবং ২০২২ কাতার বিশ্বকাপ। পরপর তিনটে বড় টুর্নামেন্টে প্রশংসনীয় পারফরম্যান্স ইংল্য়ান্ডের। ট্রফির অপেক্ষা যদিও মিটছে না। এ বারও শুরুতেই গত বারের চ্য়াম্পিয়নকে হারানো আত্মবিশ্বাস জোগাবে ইংল্য়ান্ড শিবিরে। নেপলসে ইতালির বিরুদ্ধে অ্যাওয়ে ম্য়াচে ১৩ মিনিটেই এগিয়ে যায় ইংল্য়ান্ড। গোল করেন ডেক্লান রাইস। প্রথমার্ধের শেষ দিকে ইংল্য়ান্ডকে ২-০ এগিয়ে দেন অধিনায়ক হ্যারি কেন। দেশের জার্সিতে ৫৪তম গোলে ওয়েন রুনিকে ছাপিয়ে গেলেন তিনি। ইতালির বিরুদ্ধে প্রতিযোগিতামূলক ম্য়াচে ১৯৭৭ সালের পর প্রথম জয় ইংল্য়ান্ডের। যদিও প্রবল চাপে পড়েছিল তারা। ম্য়াচের ৫৬ মিনিটে ইতালির এক গোল শোধ করেন মাতেও রেতেগুই। ম্য়াচের ৮০ মিনিটে লুক শ রেড কার্ড দেখে মাঠ ছাড়ায় বাকি সময় ১০ জনে খেলতে হয় ইংল্য়ান্ডকে।
দেশের জার্সিতে সর্বাধিক স্কোরার হয়ে ইংল্য়ান্ড অধিনায়ক হ্যারি কেন বলেন, ‘আমার জন্য় যেমন বিশেষ মুহূর্ত, তেমনই দলের জন্য়ও। দীর্ঘ সময় পর ইতালির মাটিতে জয় পেলাম আমরা। এই জয়ের অংশ হতে পেরে খুবই ভালো লাগছে।’ ওয়েন রুনি ১২০তম ম্য়াচে ৫৩ গোলের রেকর্ড গড়েছিলেন। হ্যারি কেন মাত্র ৮১ ম্য়াচেই তাঁকে ছাপিয়ে গেলেন। হ্যারি কেন আরও বলছেন, ‘সতীর্থ, সাপোর্ট স্টাফ, সমর্থক, সকলকে ধন্য়বাদ।’ যাঁর রেকর্ড ভাঙলেন হ্যারি কেন, সেই ওয়েন রুনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘জানতাম, খুব বেশি সময় লাগবে না এই রেকর্ড ভাঙতে। অনেক শুভেচ্ছা হ্য়ারি।’