EURO 2020 : পদপিষ্ট হয়ে গুরুতর জখম ম্যাগুয়ারের বাবা

TV9 Bangla Digital | Edited By: raktim ghosh

Jul 14, 2021 | 4:24 PM

ENGLISH FOOTBALLER : ইংরেজ ডিফেন্ডার বলেন, 'আমি এ সংক্রান্ত প্রচুর ভিডিও দেখেছি। বাবার সঙ্গে কথা বলেছি। আমার পরিবারও সে দিন খেলা দেখতে আসে। আমার বাবা আর আমার এজেন্ট সবচেয়ে গুরুতর জখম হয়েছে। বাবার পাঁজরে অনেকটা চোট আছে। শ্বাস নিতেও কষ্ট হচ্ছে তার।'

EURO 2020 : পদপিষ্ট হয়ে গুরুতর জখম ম্যাগুয়ারের বাবা
বাবাকে নিয়ে চিন্তিত ম্যাগুয়ের

Follow Us

 

লন্ডন: ইউরোর (EURO 2020) ফাইনাল শেষ হয়ে গিয়েছে। তবু সেই ফাইনালের রেশ এখনও কাটছে না। ওয়েম্বলি(WEMBLEY) স্টেডিয়ামে ইংল্যান্ড(ENGLAND)-ইতালি ফাইনাল দেখতে গিয়ে গুরুতর জখম হন ইংল্যান্ডের ফুটবলার হ্যারি ম্যাগুয়ারের (HARY MAGUER)বাবা। পাঁজরে(RIB) গুরুতর চোট আর শ্বাসকষ্টও আছে তাঁর।
ইংল্যান্ড-ইতালি ফাইনাল দেখার জন্য ওয়েম্বলি স্টেডিয়ামের বাইরে টিকিট ছাড়াই কয়েকশোর উপর সমর্থক অপেক্ষা করছিলেন। নিরাপত্তারক্ষীদের বাধা টপকেই স্টেডিয়ামে ঢুকে পড়ে তারা। সমর্থকদের এই হামলাতেই গুরুতর জখম হন ইংল্যান্ড ডিফেন্ডারের বাবা। ছেলের খেলা দেখতে ওয়েম্বলি স্টেডিয়ামে আসছিলেন তিনি। আচমকাই কয়েকশোর উপর সমর্থক নিরাপত্তারক্ষীদের বাধা টপকে স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করে। ওই হুড়োহুড়িতেই পড়ে গিয়ে চোট পান ম্যাগুয়ারের বাবা। কার্যত পদপিষ্ট হয়ে গিয়েছিলেন তিনি।

ইংরেজ ডিফেন্ডার বলেন, ‘আমি এ সংক্রান্ত প্রচুর ভিডিও দেখেছি। বাবার সঙ্গে কথা বলেছি। আমার পরিবারও সে দিন খেলা দেখতে আসে। আমার বাবা আর আমার এজেন্ট সবচেয়ে গুরুতর জখম হয়েছে। বাবার পাঁজরে অনেকটা চোট আছে। শ্বাস নিতেও কষ্ট হচ্ছে তার।’
ওয়েম্বলি স্টেডিয়ামে সে দিন সরকারি ভাবে ৬৭ হাজার দর্শক উপস্থিত হয়। দর্শকাসন ৯০ হাজার থাকলেও, কোভিড বিধি মেনে দর্শকদের মধ্যে দূরত্ব বজায় রেখে সিটিং অ্যারেঞ্জমেন্ট করে ইংল্যান্ডের ফুটবল ফেডারেশন। মাঠের বাইরে ইংরেজ সমর্থকদের হামলায় গুরুতর জখম হন ইতালির বেশ কয়েকজন সমর্থক। এ ছাড়া গ্যালারিতে খেলা দেখার সময় মাঠের মধ্যে ইঁট-বোতল ছোড়ে বেশ কয়েকজন দর্শক। গ্যালারিতে বাজি ফাটায়।

ইতালির জাতীয় সঙ্গীতের সময়ও বিশৃঙ্খলার সৃষ্টি করে ইংরেজ সমর্থকেরা। যেই ঘটনার তীব্র নিন্দা করে এফএ-র বিরুদ্ধে তোপ দেগেছে উয়েফা। দর্শক হামলার ঘটনায় তদন্তেও নেমেছে ইউরোপের ফুটবলের নিয়ামক সংস্থা।

Next Article