ইউরোপা লিগের সেমি ফাইনালে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও আর্সেনাল
ইউরোপা লিগের (Europa League) কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United) ২-০ হারাল গ্রানাডাকে (Granada)। অপরদিকে আর্সেনালও (Arsenal) কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে স্লাভিয়া প্রাহাকে (Slavia Prague) ৪-০ গোলে হারাল। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও আর্সেনাল দুই দলই পৌঁছে গেল ইউরোপা লিগের শেষ চারে। দুই লেগ মিলিয়ে ৪-০ ব্যবধানে গ্রানাডাকে হারাল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। অপরদিকে দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে স্লাভিয়া প্লাহাকে হারাল আর্সেনাল।