দোহা : বিতর্কের মধ্য়েই শুরু হয়েছিল এ বারের বিশ্বকাপ। আয়জক দেশ কাতারকে নিয়ে বেশ বিতর্কের মুখে পড়তে হয়েছিল ফিফাকে। বিশ্বকাপ শুরু হয়েছিল ৩২টি দেশ নিয়ে। ট্রফির দৌড়ে রয়েছে চারটি দেশ। সেমিফাইনালে যে চারটি দল জায়গা করে নিয়েছে, তার মধ্যে রয়েছে গত বারের চ্য়াম্পিয়ন ফ্রান্স, রার্নাস ক্রোয়েশিয়া। বাকি দুটি দল হল আর্জেন্টিনা এবং কাতার বিশ্বকাপের চমক মরক্কো। চারবারের বিশ্ব চ্য়াম্পিয়ান দল জার্মানি পর পর দু’বার গ্রুপ লিগ থেকে বিদায় নিয়েছে। বেলজিয়াম এবং উরুগুয়েকেও এ বারের বিশ্বকাপে গ্রুপ স্টেজেই বিদায় নিতে হয়। এ বারের বিশ্বকাপে অন্য়তম ফেভারিট দল ছিল ব্রাজিল। কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে ক্রোয়েশিয়ার কাছে হারে পাঁচ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। নেইমারদের ‘হেক্সা’ মিশনের স্বপ্ন ভঙ্গ হয়।
ট্রফির দৌড়ে রয়েছেন মেসি। নেইমার ছিটকে যাওয়ায় পর নজর ছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দিকে। মরক্কোর কাছে ০-১ গোলে হেরে বিদায় নেয় পর্তুগালও। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর শেষ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়ে তাঁর দলকে। গত বার রাশিয়া বিশ্বকাপে গ্রুপ স্টেজে ক্রোয়েশিয়ার কাছে হেরেছিল লিও মেসির আর্জেন্টিনা। এ বার সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া। আর্জেন্টিনার কাছে বদলা এবং ট্রফির দিকে আরও ধাপ এগনোর দারুণ সুযোগ রয়েছে। যদিও ক্রোয়েশিয়া সহজ প্রতিপক্ষ নয়, তা ভালো করেই জানে আর্জেন্টিনা শিবিরও।
গত বারের চ্য়াম্পিয়ন ফ্রান্স বিশ্বকাপ যাত্রা শুরু করে করিম বেঞ্জেমা,পল পোগবা এবং কান্তেকে ছাড়াই। অনেকেই ভেবেছিল চোটে জর্জরিত ফ্রান্স এ বার তেমন ভালো ফল করতে পারবে না। এমবাপে এবং জিরোর যুগলবন্দি, গ্রিজম্যানের ধারাবাহিকতায় ফ্রান্স সেমিফাইনালে। বেনজেমার অভাব বুঝতে দেননি জিরো। খেতাব ধরে রাখার অন্যতম দাবিদার ফ্রান্স। কাতারে আর এক ফেভারিট আর্জেন্টিনা। এ বারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হারে আর্জেন্টিনা। টানা ৩৬ ম্য়াচ অপরাজিত থাকার পর হার। মানসিকভাবে বড় রকমের ধাক্কা খেয়েছিল আর্জেন্টিনা। সেখান থেকে অনবদ্য প্রত্যাবর্তন। ফাইনালে উঠতে ক্রোয়েশিয়ার বাধা পেরোতে হবে। মেসি তাঁর শেষ বিশ্বকাপ ট্রফি জিতে স্মরণীয় করে রাখতে চান।
এ বারের বিশ্বকাপে সব চেয়ে বড় চমক মরক্কো। স্পেন, পর্তুগালের মতো শক্তিশালী দুই দলকে হারিয়ে সেমিফাইনালে তারা। বিশ্বকাপের ইতিহাসে প্রথম আফ্রিকান টিম হিসেবে সেমিফাইনালের যোগ্য়তা অর্জন করেছে। সেমিফাইনালে গতবারের চ্য়াম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি হবে মরক্কো।