ATK Mohun Bagan: আজ সামনে গোয়া, ‘ফাইনাল’ ভেবেই খেলার বার্তা সবুজ মেরুন কোচের

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Nov 20, 2022 | 6:30 AM

Juan Ferrando: এ বারের এফসি গোয়ার অনেক তফাৎ। বেশ কিছু নতুন ফুটবলার। প্রতিপক্ষকে সম্মান দিয়েই হুয়ান ফেরান্দোর নিজের দলের প্রতি বার্তা, 'প্রতিটা ম্যাচ ফাইনাল ভেবে খেলতে হবে।'

ATK Mohun Bagan: আজ সামনে গোয়া, ফাইনাল ভেবেই খেলার বার্তা সবুজ মেরুন কোচের
Image Credit source: twitter

Follow Us

মারগাও : ইন্ডিয়ান সুপার লিগে (ISL 2022-23) আজ ফতোরদা স্টেডিয়ামে নামছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। প্রতিপক্ষ এফসি গোয়া। কিছুটা কি আবেগের ম্যাচ হুয়ান ফেরান্দোর? গত মরসুমের মাঝ পথেই এফসি গোয়া থেকে এটিকে মোহনবাগানে যোগ দেন হুয়ান ফেরান্দো (Juan Ferrando)। এফসি গোয়া শিবির তাঁকে কোন নজরে দেখছে বলা কঠিন। মাঠেই যে জবাব দেওয়ার লক্ষ্য থাকবে এ বিষয়ে সন্দেহ নেই। ভারতীয় ফুটবলে বিরাট অবদান রয়েছে বাংলা এবং গোয়ার। দুই রাজ্যের দল আইএসএলে আজ মুখোমুখি। ম্যাচ আকর্ষণীয় হবে এমনটা প্রত্যাশা করাই যায়। কোন দল কী পরিস্থিতিতে দাঁড়িয়ে! তুলে ধরল TV9Bangla

কাতারে আজ শুরু ফুটবলের বিশ্বযুদ্ধ। আল বায়াত স্টেডিয়ামে বল গড়ানোর আগে ফয়সালা হয়ে যাবে এফসি গোয়া বনাম এটিকে মোহনবাগান ম্যাচের। ভালো ফুটবলের পাশাপাশি কিছু উত্তেজনার পরিস্থিতিও তৈরি হতে পারে। প্রাক্তন দলের বিরুদ্ধে ফেরান্দো চাইবেন তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে। এ দিক থেকে কিছুটা হলেও এগিয়ে মোহনবাগান। এ বারের আইএসএলে তাদের শুরুটা যদিও ভালো হয়নি। ঘরের মাঠে চেন্নায়িন এফসি-র কাছে ১-২ হার। তার পরের চার ম্যাচে অপরাজিত সবুজ-মেরুন বাহিনী। কোচির মাঠে কেরালা ব্লাস্টার্সকে হারানো তাতিয়ে দিয়েছিল মোহনবাগানকে। গত চার ম্যাচেও অনবদ্য পারফরম্যান্স। টিম গেমেই নজর দিয়েছে সবুজ মেরুন শিবির।

উল্টো দিকে, কিছুটা হলেও চাপে এফসি গোয়া। গত ম্যাচে কেরালা ব্লাস্টার্সের কাছে ১-৩ ব্যবধানে হার। দলের বেশ কয়েক জন নির্ভরযোগ্য ফুটবলার চোট সারিয়ে ফিরেছেন। তাতেও হার এড়াতে পারেনি গোয়া। মোহনবাগানের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোই লক্ষ্য এফসি গোয়ার। প্রাক্তন না বর্তমান, কোন দলের কোচিংয়ে চ্যালেঞ্জের সামনে ফেরান্দো? এটিকে মোহনবাগানের কোচ হুয়ান ফেরান্দো বলছেন, ‘কোচ হিসেবে দায়িত্ব একই রয়েছে। তবে সবুজ মেরুনে চাপ বেশি। সমর্থকেরা জয় ছাড়া কিছু ভাবেন না।’ তাঁর সময়কার দলের সঙ্গে এ বারের এফসি গোয়ার অনেক তফাৎ। বেশ কিছু নতুন ফুটবলার। প্রতিপক্ষকে সম্মান দিয়েই হুয়ান ফেরান্দোর নিজের দলের প্রতি বার্তা, ‘প্রতিটা ম্যাচ ফাইনাল ভেবে খেলতে হবে।’

Next Article