দুবাই: ফুটবলকে (Football) আরও ত্রুটিমুক্ত করতে এ বার ফিফা নিয়ে এল ‘রোবট রেফারি’। অফসাইড সংক্রান্ত যে কোনও জটিলতা মেটাতে যার সময় লাগবে মাত্র ৩ সেকেন্ড। এতে খেলার গতি যেমন কমবে না, তেমনই মাঠের সিদ্ধান্ত নিয়ে কোনও বিতর্কও থাকবে না। ভিডিও অ্যাসিসট্যান্ট রেফারি বা ভিএআর (VAR) সিস্টেম বিপুল সাড়া জাগানোর পর থেকেই এ নিয়ে কাজ চলছিল ফিফার। ক্লাব বিশ্বকাপে চেলসি-আল হিলাল ম্যাচে রোবট রেফারি ব্যবহারও করা হল। আপাতত পরীক্ষা চললেও বিশ্বকাপের সময় এই সিস্টেম ব্যবহার করতে চাইছে ফিফা (FIFA)।
কী এই রোবট রেফারি? গোল লাইন টেকনোলজির মতোই এই রোবট রেফারি। আরও ভালো ভাবে বললে, রোবট রেফারি আসলে একটা সিস্টেম। যার কাজই হল দ্রুত অফসাইড নির্ধারণ করা। ফিফার রেফারি কমিটির চেয়ারম্যান পিয়েরলুইগি কলিনার কথায়, ‘আমি জানি, সবাই এই সিস্টেমটাকে রোবর রেফারি বলে ধরে নিচ্ছেন। যেন কোনও রোবট রেফারির কাজ করছে। না ব্যাপারটা তেমন নয়। বলা যেতে পারে, এই সিস্টেমটা একটা টুলের মতো। যা আসলে কেউ না কেউ চালাবেন। সব অর্থে এটা একটা সিস্টেম ছাড়া আর কিছু নয়। ভুলত্রুটির মাত্রা আরও কম করার জন্যই এটা ব্যবহার করা হবে।’
চেলসি ম্যাচে এমন কোনও বিতর্ক দেখা যায়নি, যার জন্য রোবট রেফারির উপস্থিতি বোঝা যাবে। তবে সারা ম্যাচে এই নতুন প্রযুক্তি তার নিজের কাজ ঠিকই করেছে। রোবট রেফারি বলা হলেও এই প্রযুক্তির মধ্যে দিয়ে বিতর্ক মেটানোই একমাত্র লক্ষ্য ফিফার। তবে সব দায়-দায়িত্ব থাকবে রেফারি ও লাইন্সম্যানদের উপরেই।
কলিনার যুক্তি, ‘নির্ভরতা বাড়ানোর জন্য অ্যানিমেশনের ব্যবহার করা হয়। অনেক সময় অনেক জিনিস খালি চোখে দেখে বোঝা যায় না। তখন লোকে অনাস্থা দেখায়। কিন্তু এই প্রযুক্তির মধ্যে দিয়ে যে ছবি দেখতে পাবে, তা থেকেই বুঝতে পারবে, কী ঘটেছে।’
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
দুবাই: ফুটবলকে (Football) আরও ত্রুটিমুক্ত করতে এ বার ফিফা নিয়ে এল ‘রোবট রেফারি’। অফসাইড সংক্রান্ত যে কোনও জটিলতা মেটাতে যার সময় লাগবে মাত্র ৩ সেকেন্ড। এতে খেলার গতি যেমন কমবে না, তেমনই মাঠের সিদ্ধান্ত নিয়ে কোনও বিতর্কও থাকবে না। ভিডিও অ্যাসিসট্যান্ট রেফারি বা ভিএআর (VAR) সিস্টেম বিপুল সাড়া জাগানোর পর থেকেই এ নিয়ে কাজ চলছিল ফিফার। ক্লাব বিশ্বকাপে চেলসি-আল হিলাল ম্যাচে রোবট রেফারি ব্যবহারও করা হল। আপাতত পরীক্ষা চললেও বিশ্বকাপের সময় এই সিস্টেম ব্যবহার করতে চাইছে ফিফা (FIFA)।
কী এই রোবট রেফারি? গোল লাইন টেকনোলজির মতোই এই রোবট রেফারি। আরও ভালো ভাবে বললে, রোবট রেফারি আসলে একটা সিস্টেম। যার কাজই হল দ্রুত অফসাইড নির্ধারণ করা। ফিফার রেফারি কমিটির চেয়ারম্যান পিয়েরলুইগি কলিনার কথায়, ‘আমি জানি, সবাই এই সিস্টেমটাকে রোবর রেফারি বলে ধরে নিচ্ছেন। যেন কোনও রোবট রেফারির কাজ করছে। না ব্যাপারটা তেমন নয়। বলা যেতে পারে, এই সিস্টেমটা একটা টুলের মতো। যা আসলে কেউ না কেউ চালাবেন। সব অর্থে এটা একটা সিস্টেম ছাড়া আর কিছু নয়। ভুলত্রুটির মাত্রা আরও কম করার জন্যই এটা ব্যবহার করা হবে।’
চেলসি ম্যাচে এমন কোনও বিতর্ক দেখা যায়নি, যার জন্য রোবট রেফারির উপস্থিতি বোঝা যাবে। তবে সারা ম্যাচে এই নতুন প্রযুক্তি তার নিজের কাজ ঠিকই করেছে। রোবট রেফারি বলা হলেও এই প্রযুক্তির মধ্যে দিয়ে বিতর্ক মেটানোই একমাত্র লক্ষ্য ফিফার। তবে সব দায়-দায়িত্ব থাকবে রেফারি ও লাইন্সম্যানদের উপরেই।
কলিনার যুক্তি, ‘নির্ভরতা বাড়ানোর জন্য অ্যানিমেশনের ব্যবহার করা হয়। অনেক সময় অনেক জিনিস খালি চোখে দেখে বোঝা যায় না। তখন লোকে অনাস্থা দেখায়। কিন্তু এই প্রযুক্তির মধ্যে দিয়ে যে ছবি দেখতে পাবে, তা থেকেই বুঝতে পারবে, কী ঘটেছে।’
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা