India U-17 vs Morocco U-17 Highlights: মরক্কোর বিরুদ্ধে ৩ গোলে হার, ভারতের স্বপ্ন ভেঙে ছারখার
India U-17 vs Morocco U-17 Live Score: কলিঙ্গ স্টেডিয়ামে অনূর্ধ্ব ১৭ মেয়েদের বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে ভারত খেলবে মরক্কোর বিরুদ্ধে। ম্যাচের প্রতিটি মুহূর্তের আপডেটস পেতে চোখ রাখুন টিভি৯ বাংলার এই লাইভ পেজে।

ভুবনেশ্বর: সূচনাটা একদমই ভালো হয়নি। যে কোনও প্রতিযোগিতার শুরুটা ভালো হওয়া খুবই জরুরি। পরবর্তী ধাপের জন্য আত্মবিশ্বাস পাওয়া যায়। এতদিনের প্রস্তুতি সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ৮ গোলে হেরে ফিফা অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপে অভিযান শুরু করেছে ভারতের মেয়েরা। আজ দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ মরক্কোর বিরুদ্ধেও ৩ গোলে হার। সোমবার ভারত শেষ ম্যাচে খেলবে ব্রাজিলের বিরুদ্ধে।
LIVE NEWS & UPDATES
-
০-৩ গোলে ভারতের হার
আরও একটি হতাশার রাত। মরক্কোর বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে হার দেশের ছোটদের। কলিঙ্গ স্টেডিয়ামে ০-৩ গোলে হারল ভারত। ৩ পয়েন্ট ছিনিয়ে নিয়ে গেল মরক্কো।
-
শেষবেলায় গোল মরক্কোর
অ্যাডেড টাইমে আরও একটি গোল মরক্কোর। বক্সের বাইরে সামিয়ার ক্রস থেকে তৃতীয় গোলটি করেন শেরিফ।
-
-
গোলের খোঁজে ভারত
৮৫ মিনিট অতিক্রান্ত। এখনও গোলের খোঁজে ভারত।
-
সুযোগ হাতছাড়া ভারতের
লিন্ডার দারুণ ক্রস থেকে বল পায় অনিতা। হাতে অনেকটা সময় ছিল। অনিতার শট বাঁচিয়ে দেন মরক্কোর গোলকিপার।
-
ভারত পিছিয়ে ০-২
৮০ মিনিট খেলা শেষ। এভাবে চলতে থাকলে দুই ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত ভারতের। মরক্কোর কোয়ার্টার ফাইনালে ওঠার স্বপ্ন বেঁচে থাকবে। ২ গোলে পিছিয়ে ভারত।
-
-
সুযোগ হাতছাড়া ভারতের
ভারতের ফ্রি-কিক। ৩০ গজ দূর থেকে নাকেটার নেওয়া শট লক্ষ্যের বাইরে। বৃথা প্রচেষ্টা।
-
মেলোডির সেভ
পেনাল্টি বক্সে ঢুকে গেলেন মরক্কোর হ্যাজার সেইড। ভারতীয় গোলকিপার মেলোডির দারুণ সেভ।
-
দ্বিতীয় গোল মরক্কোর
৬২ মিনিটে দ্বিতীয় গোল মরক্কোর। বক্সে সামিয়ার ক্রস থেকে গোল ক্যাপ্টেন জৌহিরের। ভারত পিছিয়ে ০-২ গোলে।
-
মরক্কোর গোল
৫১ মিনিটে ম্যাচের প্রথম গোল। পেনাল্টি থেকে গোল করে মরক্কোকে এগিয়ে দিল এল মাদানি দোহা। টুর্নামেন্টের প্রথম গোল মরক্কোর। ০-১ গোলে পিছিয়ে পড়ল ভারত।
-
দ্বিতীয়ার্ধ শুরু
দ্বিতীয়ার্ধের খেলা শুরু। দুটো দলেই পরিবর্তন। কাজলের পরিবর্তে সুধা তিরকে।
-
প্রথমার্ধের ফলাফল ০-০
হাফ টাইম। দুই দল সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। খেলার ফলাফল ০-০।
-
প্রথমার্ধ শেষ, বিপদ এড়াল ভারত
প্রথমার্ধের একদম শেষ মুহূর্তে বিপদ এড়াল ভারত। এল মাদানি বাঁ দিক থেকে ক্রস মেলোডি ছিটকে দেন। খেলার ফলাফল ০-০।
-
সিল্কি হলুদ কার্ড
ক্যাপ্টেন জৌহিরকে বাজে ফাউল। হলুদ কার্ড দেখলেন ভারতের সিল্কি দেবী।
-
বিপদ এড়াল ভারত
মরক্কোর কাছে ফের সুযোগ। কিন্তু বিপদ এড়িয়ে ক্যাপ্টেন জৌহিরের শট বাঁচিয়ে দিলেন মেলোডি।
-
গোলের দেখা নেই
ম্যাচের ৩০ মিনিট অতিক্রান্ত। এখনও গোলের দেখা নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যা খেলেছে তার তুলনায় এখনও পর্যন্ত ভাল খেলেছে ভারতের মেয়েরা।
-
হলুদ কার্ড
ম্যাচের প্রথম হলুদ কার্ড দেখলেন মরক্কোর হ্যাজার সেইড।
-
বরাতজোরে বাঁচল ভারত
টুর্নামেন্টে তাদের প্রথম গোল করার বড় সুযোগ পেয়েছিল মরক্কো। গোলরক্ষক মেলোডি চানু লাইনের বাইরে এগিয়ে আসে। বলটি অন্য মরোক্কান খেলোয়াড়ের কাছে যায়। যখন চানু নিজের পজিশনে ফিরে আসে, বলটি আবার বক্সের বাইরে চলে যায় এবং ক্যাপ্টেন জৌহিরের শট ক্রস বারে লেগে বেরিয়ে যায়।
-
ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা
গত ম্যাচের থেকে ভালো দেখাচ্ছে ভারতের মেয়েদের। মরক্কোর ডিফেন্সকে সমস্যায় ফেলার চেষ্টা চোখে পড়ছে।
-
ফ্রি কিক ভারতের
ম্যাচের ১০ মিনিটে ফ্রি কিক পায় ভারত। নেহা ডান দিক থেকে শট নেয়। কিন্তু লক্ষ্যের বাইরে।
-
মরক্কোর ফ্রি কিক
ফ্রি কিক পেল মরক্কো। যদিও কোনও বিপদ ঘটেনি।
-
৪-২-৩-১ ফর্মেশনে খেলছে ভারত
মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ৪-২-৩-১ ফর্মেশনে খেলিয়েছিলেন কোচ থমাস ডেনার্বি। মরক্কোর বিরুদ্ধে একই ফর্মেশনে খেলছে ভারত। মরক্কোর কোচ অ্যান্থনি রিমাসনও ৪-২-৩-১ ফর্মেশনে খেলাচ্ছেন।
-
শুরু হল ম্যাচ
কলিঙ্গ স্টেডিয়ামে শুরু হয়ে গেল ভারত বনাম মরক্কো ম্যাচ।
KICK OFF! The match is underway! Let’s go, girls! ???
Watch the match LIVE on @Sports18 ?
?? 0-0 ??#INDMAR ⚔️ #U17WWC ? #BackTheBlue ? #ShePower ? #IndianFootball ⚽ pic.twitter.com/37zhC8dTdv
— Indian Football Team (@IndianFootball) October 14, 2022
-
ভারতের একাদশ
মেলোডি চানু (গোলকিপার), নাকেটা, সিল্কি দেবী, অষ্টম ওরাওঁ (অধিনায়ক), বাবিনা দেবী, নেহা, কাজল ডিসুজা, অনিতা কুমারী, শুভাঙ্গী সিং, নীতু লিন্ডা, কাজল।
The line-ups are out ?#INDMAR ⚔️#U17WWC ? #BackTheBlue ? #ShePower ? #IndianFootball⚽️ pic.twitter.com/K1mA2UIS80
— Indian Football Team (@IndianFootball) October 14, 2022
-
চাই সঠিক মানসিকতা
মরক্কোর বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর মতো ক্ষমতা রাখেন দেশের মেয়েরা। বিশ্বাস কোচ থমাস ডেনার্বির। বলছেন, সঠিক মানসিকতা নিয়ে খেললে সাফল্য আসবেই।
?️ Head Coach Thomas Dennerby: "We have to show the right attitude today" ??#INDMAR ⚔️#U17WWC ? #BackTheBlue ? #ShePower ? #IndianFootball⚽️ pic.twitter.com/eFP6ItSBUw
— Indian Football Team (@IndianFootball) October 14, 2022
-
মরণ-বাঁচন ম্যাচ
মরক্কোর বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচ ভারতের মেয়েদের। কলিঙ্গ স্টেডিয়ামে ব্লু টাইগ্রেসরা জ্বলে উঠতে পারবে?
The Young Tigresses ? have arrived at Kalinga Stadium, Bhubaneswar ?#INDMAR ⚔️ #U17WWC ? #BackTheBlue ? #ShePower ? #IndianFootball ⚽️ pic.twitter.com/kSqjIb6dLR
— Indian Football Team (@IndianFootball) October 14, 2022
Published On - Oct 14,2022 7:00 PM





