FIFA World Cup 2022 LIVE: ব্রাজিলের কাছে বিধ্বস্ত হয়ে ইস্তফা দক্ষিণ কোরিয়ার কোচের!
World Cup 2022 Matches Live Score Updates in Bengali: কাতার বিশ্বকাপের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla-র লাইভ ব্লগে।

দোহা: কাতার বিশ্বকাপে রাউন্ড অব সিক্সটিনের লড়াই এখন শেষ পর্বে। ইতিমধ্যে শেষ আটে পৌঁছে গিয়েছে নেদারল্যান্ডস, আর্জেন্টিনা, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স, ইংল্যান্ড, ব্রাজিল ও ক্রোয়েশিয়া। বাকি দলগুলোর মধ্যে কোন দুটি টিম কোয়ার্টার ফাইনালে পৌঁছাবে তা নির্ধারণ হয়ে যাবে ৭ ডিসেম্বরের মধ্যে। আজ মাঠে নামছে মরক্কো, স্পেন, পর্তুগাল এবং সুইৎজারল্যান্ড। রাত সাড়ে আটটায় মরক্কো বনাম স্পেন। মঙ্গলবার মধ্যরাতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও গ্রানিত জাকাদের লড়াই। বাকি দুটি দল নির্ধারণ হওয়ার পর ৯ ডিসেম্বর থেকে শুরু কোয়ার্টার ফাইনালের ম্যাচ। বিশ্বকাপের সবরকম আটডেটের জন্য টিভি৯ বাংলার এই লাইভ পেজে চোখ রাখুন।
LIVE NEWS & UPDATES
-
মরক্কো-স্পেন ম্যাচ
মরক্কো-স্পেন ম্যাচের লাইভ আপডেটসের জন্য ক্লিক করুন এই লিঙ্কে।
-
কাতারের মুড
ছবিতে দেখুন কাতারের মুড।
বিস্তারিত পড়ুন: ছবিতে ব্রাজিলের জয়ের রাত, বন্দি টিভি৯ বাংলার ক্যামেরায়
-
-
দক্ষিণ কোরিয়া কোচের ইস্তফা!
ব্রাজিলের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়ে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার কোচ পাওলো বেন্টো। সিদ্ধান্ত আগেই নিয়েছিলেন, দক্ষিণ কোরিয়া শেষ ষোলো থেকে ছিটকে যাওয়ায় বিদায়ের সময় এল তাড়াতাড়ি।
-
শাকিরির স্পিলস দ্য বিনস
পর্তুগালের বিরুদ্ধে ম্যাচের আগে সতীর্থদের নিয়ে সব তথ্য ফাঁস করে দিলেন সুইৎজারল্যান্ডের জারদান শাকিরি।
Xherdan Shaqiri spills the beans on his Swiss teammates ? #FIFAWorldCup #Qatar2022 pic.twitter.com/rt4ks0cfhQ
— FIFA World Cup (@FIFAWorldCup) December 6, 2022
-
শেষ মুহূর্তের প্রস্তুতি
মরক্কোর বিরুদ্ধে আজ গুরুত্বপূর্ণ ম্যাচ। তার আগে স্পেন দলের প্রস্তুতি।
? ¡¡AHÍ VAN UNAS FOTAZAS DEL ENTRENO!!
? Pero me voy a guardar una especial para luego…#VamosEspaña | #Catar2022 pic.twitter.com/4vxFuKs8kQ
— Selección Española de Fútbol (@SEFutbol) December 5, 2022
-
-
মাঠে প্রতিদ্বন্দ্বী, বাইরে বন্ধু
যত লড়াই, প্রতিদ্বন্দ্বিতা সব মাঠের। তার বাইরে নেইমার-সন বন্ধু। সোমবার রাতের ম্যাচের পরের দৃশ্য–
Friends: Son x Neymar! ?????#Qatar2022 I #FIFAWorldCup | #WorldCupwithMicky pic.twitter.com/r6kzYvMt34
— #Qatar2022 ✪ (@MickyJnr__) December 5, 2022
-
বিশ্বকাপ ট্রফি উন্মোচনে দীপিকা!
ফুটবল বিশ্বকাপের আসরে পা পড়বে আরও এক বলিউড অভিনেত্রী। বিশ্বকাপের থিম সংয়ের অংশ ছিলেন নোরা ফতেহি। এ বার ফাইনালের দিন বিশ্বকাপ ট্রফি উন্মোচনের জন্য ফিফা বেছে নিয়েছে আরও এক ভারতীয় অভিনেত্রীকে। তিনি দীপিকা পাড়ুকোন।
বিস্তারিত পড়ুন: দীপিকার কেরিয়ারে আরও একটি নতুন পালক
-
সাম্বার ঝলক
ভারতীয় সময় সোমবার মাঝরাতে স্টেডিয়াম ৯৭৪-এ উঠেছিল সাম্বা ঝড়। সেই ঝলক দেখে নিন আরও একবার–
Enjoying themselves ??#FIFAWorldCup | #Qatar2022
— FIFA World Cup (@FIFAWorldCup) December 5, 2022
Published On - Dec 06,2022 11:53 AM





