আইএসএলে এবার ‘পাঁচ’ বদলি ফুটবলার

sushovan mukherjee |

Nov 28, 2020 | 6:26 AM

এবারের আইএসএলে পাঁচ জন ফুটবলার পরিবর্তন করা যাবে। জানালেন আয়োজকরা। তবে বদল হচ্ছে না অ্যাওয়ে গোলের নিয়মে।

আইএসএলে এবার পাঁচ বদলি ফুটবলার
এবারের আইএসএলে নতুন নিয়ম। পরিবর্তনের সুযোগ পাঁচ ফুটবলারকে।

Follow Us

TV9 বাংলা ডিজিটাল – কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে এবারের আইএসএলে নতুন নিয়ম। তিনজনের বদলে এবার থেকে পাঁচ জন ফুটবলারকে পরিবর্তন করে মাঠে নামানো যাবে। এমনটাই জানানো হয়েছে আইএসএল আয়োজকদের পক্ষ থেকে। লকডাউন পর্ব কাটিয়ে বিশ্ব ফুটবল শুরুর পর থেকে তিনজনের বদলে পাঁচ জন ফুটবলার পরিবর্তনের নিয়ম চালু হয়েছিল। সেই ধারা বজায় রেখেই এবারের আইসএলেও পাঁচ জন ফুটবলার পরিবর্তন করা যাবে। পাশাপাশি সাত জনের বদলে নয়জন ফুটবলার এবার থেকে রিজার্ভ বেঞ্চে বসতে পারবেন। কোভিড পিরিস্থিতির জন্য এবার খুব অল্প সময়ে মধ্যেই টুর্নামেন্ট শেষ হবে। তাই ফুটবলারদের চোট থেকে বাঁচাতে পাঁচজন ফুটবলার পরিবর্তনের ভাবনা আয়োজকদের।

 

ইংলিশ প্রিমিয়ার লিগ বাদ দিয়ে ইউরোপের সমস্ত লিগে, এমনকি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও বর্তমানে পাঁচ জন ফুটবলার পরিবর্তন করা যায়। এই নতুন নিয়মের পাশাপাশি হোম অ্যাওয়ে গোলের পুরোনও নিমই বহাল রাখছেন উদ্যোক্তারা। অর্থাৎ নক আউট পর্বেও হোম অ্যাওয়ে ভিত্তিতে খেলা হব। দুই দলের স্কোর সমান হলে পরের ধাপে যাবে বেশি অ্যাওয়ে গোল করা দল। সেক্ষেত্রেও টাই থাকলে হবে টাই ব্রেকার।

 

২০ তারিখ থেকে গোয়ায় এটিকে মোহনবাগান ও কেরালা ব্লাস্টার্স ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আইএসএল। যেহেতু গোযার তিনটি মাঠে গোটা টুর্নামেন্ট খেলা হবে, তাই অনেকেই দাবি তুলেছিলেন এবার অ্যাওয়ে গোলের নিময়ে বদল করা হোক। কারণ কোনও দলই হোম ম্যাচের সুবিধে পাবে না। সবাইকে একই পরিবেশ ও পরিস্থিতির মধ্যে খেলতে হবে। কিন্তু অ্যাওয়ে গোলের নিয়মে কোনও বদল করছে না এআইএফএফ ও আইএসএল কতৃপক্ষ।

Next Article