কলকাতা : প্রয়াত ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার চন্দন বন্দ্যোপাধ্যায়। ক্যান্সারে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৮৮ বছর। একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন প্রাক্তন ফুটবলার। ভোর সাড়ে ৩টে নাগাদ সেখানেই প্রয়াত হন। ছয়ের দশকে লাল-হলুদ জার্সিতে খেলেছিলেন চন্দন বন্দ্যোপাধ্যায়। ১৯৬৬ সালে ইস্টবেঙ্গলের অধিনায়ক হন। ২০১৫ সালে ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে তাঁকে জীবনকৃতি সম্মান দেওয়া হয়। সকাল সাড়ে নটা নাগাদ বেহালার পর্ণশ্রীর বাড়িতে তাঁর মরদেহ নিয়ে আসা হয়। শেষকৃত্যের আগে ইস্টবেঙ্গল ক্লাবের তরফে তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হবে। মরদেহ নিয়ে যাওয়া হবে কাস্টমস ক্লাবেও। তাঁর প্রয়াণে শোকের ছায়া ফুটবল জগতে। বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।
ইস্টবেঙ্গল অন্তঃপ্রাণ ছিলেন। লাল-হলুদ জার্সি গায়ে খেলার স্বপ্ন দেখতেন ছেলেবেলা থেকেই। ক্লাবের প্রতি অগাধ ভালোবাসা তাঁকে ফুটবলার হিসেবে কেরিয়ার গড়তে অনুপ্রেরণা জুগিয়েছিল। ১৯৫৪ সালে মিলন সমিতি থেকে ফুটবলার জীবন শুরু করেন। এরপর ভবানীপুর ক্লাব হয়ে জর্জ টেলিগ্রাফে যোগ দেন। জর্জের হয়ে অনবদ্য খেলেছিলেন কিছু ম্যাচে। যে কারণে বড় ক্লাবের নজরে পড়ে যান। জর্জ থেকেই পা রাখেন স্বপ্নের ক্লাব ইস্টবেঙ্গলে। ১৯৬৩ সালে লাল হলুদ জার্সি গায়ে তোলার সুযোগ পান চন্দন বন্দ্যোপাধ্যায়। তিন বছরের মধ্যে দলের নেতৃত্বভারও তুলে দেওয়া হয় তাঁর কাঁধে। পাঁচ-ছয়ের দশকে কলকাতা ময়দানে চুটিয়ে খেলেছেন। ফুটবলার হিসেবে যেমন বড় ছিলেন, মানুষ হিসেবেও তিনি ছিলেন অত্যন্ত প্রিয়। যে কারণে সমর্থকরা হৃদয়ে জায়গা দিয়েছিলেন চন্দনকে। ফুটবল থেকে অবসরের পরও ময়দানে যথেষ্ট পরিচিত মুখ ছিলেন চন্দন। নিয়মিত যাতায়াত ছিল ক্লাবে।
দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। একইসঙ্গে বার্ধক্যজনিত সমস্যা তো ছিলই। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। কিন্তু কর্কট রোগকে হারিয়ে বাড়ি ফেরা হল না। ক্লাবের বহু যুদ্ধের নায়কের প্রয়াণে ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে শোকের ছায়া।