France: এনকুঙ্কুর চোট, বদলে কাকে নিল বিশ্বজয়ী ফ্রান্স

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Nov 16, 2022 | 8:16 PM

কাতারে উদ্দেশে ফুটবল টিম রওনা দেওয়ার আগে এনকুঙ্কুর পরিবর্তে কোলো মুয়ানিকে বদলি হিসেবে পাঠানো হয়েছে, বিবৃতিতে ফ্রেঞ্চ সকার ফেডারেশন এমনটাই জানিয়েছে।

France: এনকুঙ্কুর চোট, বদলে কাকে নিল বিশ্বজয়ী ফ্রান্স
ছবি: ফাইল চিত্র

Follow Us

দোহা: একের পর এক প্লেয়ারের চোটে জর্জরিত বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। প্রশিক্ষণের সময় ফ্রান্সের ফরোয়ার্ড ক্রিস্টোফার এনকুঙ্কুর চোট লেগেছে। তাঁর পরিবর্তে কোলো মুয়ানিকে দলে নেওয়া হয়েছে। মঙ্গলবার অনুশীলনের সময় মিডফিল্ডার এডুয়ার্ডো কামাভিঙ্গার ট্যাকেলে বাঁ পায়ে চোট লাগে এনকুঙ্কুর। কাতারের উদ্দেশে ফুটবল টিম রওনা দেওয়ার আগে এনকুঙ্কুর পরিবর্তে কোলো মুয়ানিকে বদলি হিসেবে স্কোয়াডে যোগ করা হয়েছে। এক বিবৃতিতে ফরাসি ফুটবল ফেডারেশন এমনটাই জানিয়েছে। এফসিএফ যদিও এনকুঙ্কুর চোট সম্পর্কে বিস্তারিত কিছু বলেনি, কিন্তু প্রকাশিত ভিডিয়োতে তাঁর পায়ে চোট লাগতে দেখা গিয়েছে।

গত মরসুমের জামার্ন ক্লাব ফুটবল টুর্নামেন্ট বুন্দেসলিগাতে সেরা প্লেয়ার হিসেবে মনোনীত হয়েছিলেন এনকুঙ্কু। সে বার ৩৫টি গোল এবং ১৪টি অ্যাসিস্ট করেছিলেন ফ্রান্সের এই ফরোয়ার্ড। চলতি মরসুমে ২৩ ম্যাচে ১৭টি গোল করেছেন তিনি। কোলো মুয়ানি ফ্রেঞ্চ কাপ বিজয়ী নান্তেস থেকে ইনট্রাচ্ট ফ্রাঙ্কফুর্টে যোগ দেওয়ার পর শুরুটা ভাল করেছেন। ফ্রান্সের হয়েও দুটি আন্তর্জাতিক ম্যাচে খেলতে দেখা গিয়েছে মুয়ানিকে।

২০১৮ সালে ফ্রান্সের বিশ্বকাপ জয়ের দুই নেপথ্য নায়ক পল পোগবা ও এনগোলো কান্তেকে এমনিতেই দলে পাবেন না ফ্রান্সের কোচ দিদিয়ের দেশঁ। সেন্ট্রাল ডিফেন্ডার প্রিসনেল কিম্পেম্বেকে স্কোয়াডে রাখা হলেও শেষ মুহূর্তে ছিটকে গিয়েছেন। অন্য দিকে ফ্রান্সের সবথেকে নির্ভরযোগ্য ডিফেন্ডার রাফায়েল ভারান বিশ্বকাপের জন্য কতটা ফিট, তা যাচাই করতে ২২ নভেম্বের অস্ট্রেলিয়া ম্যাচ অবধি অপেক্ষা করতে হবে দেশঁকে। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড থেকে ছিটকে গিয়েছেন তিনি।

ফ্রান্সের সবথেকে নির্ভরযোগ্য ফরোয়ার্ড করিম বেঞ্জেমাকে নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। গত মাসে ব্যালন ডি’অর জেতার পর রিয়াল মাদ্রিদের হয়ে মাত্র ৩০ মিনিট ফুটবল খেলেছেন এই ফ্রেঞ্চ তারকা।

Next Article