FIFA World Cup 2022: ফ্রান্স শিবিরে বিরাট ধাক্কা, শেষ মুহূর্তে ছিটকে গেলেন তারকা ডিফেন্ডার!

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Nov 14, 2022 | 4:35 PM

Qatar 2022: ফরাসি ফুটবল সংস্থার তরফে সরকারিভাবে জানানো হয়েছে, প্রিসনেলের ছিটকে যাওয়ার কথা।

FIFA World Cup 2022: ফ্রান্স শিবিরে বিরাট ধাক্কা, শেষ মুহূর্তে ছিটকে গেলেন তারকা ডিফেন্ডার!
প্রিসনেল ও অ্যাক্সেল।
Image Credit source: twitter

Follow Us

প্যারিস : কাতার বিশ্বকাপের আগে চোট চিন্তা ফরাসি শিবিরে। সে দেশের শীর্ষসারির সংবাদ মাধ্যম লেকুইপের খবর অনুযায়ী, বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ডিফেন্ডার প্রিসনেল কিম্মেম্বে। ক্লাব ফুটবলে পিএসজি-তে খেলেন তিনি। অ্যাচিলিস টেন্ডনের চোট রয়েছে তাঁর। পিএসজির হয়ে রবিবার চোট নিয়েই খেলেন। ৭৫ মিনিটে সের্গিও ব়্যামোসের পরিবর্ত হিসেবে নামানো হয় তাঁকে। তার আগের ম্যাচে চোটের জন্যই মেসি এবং প্রিসনেলকে বিশ্রাম দিয়েছিল পিএসজি। বলা হয়েছিল, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। সে কারণেই তাঁকে বিশ্বকাপের স্কোয়াডেও রাখেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশঁ।

অ্যাচিলিস টেন্ডনে চোট থাকা সত্ত্বেও তাঁকে কেন অক্সেরের বিরুদ্ধে নামানো হল! তা অবশ্য ধোঁয়াশাই। পিএসজি কোচ দাবি করেছিলেন, তাঁর সব প্লেয়ারই সুস্থ। বিশ্বকাপের স্কোয়াডে যাঁরা রয়েছেন, তাঁদেরও কোনও চোট নেই। লেকুইপের সংবাদ অবশ্য অন্য কথাই বলছে। তাদের খবর অনুযায়ী, ফিট হয়ে উঠতে পরেননি প্রিসনেল। তাঁর পরিবর্ত হিসেবে কাতার বিশ্বকাপে ফ্রান্স স্কোয়াডে জায়গা পেলেন অ্যাক্সেল দিসাসি। গত বারের চ্যাম্পিয়ন ফ্রান্স। কোচ দিদিয়ের দেশঁ প্রিসনেলের পরিবর্ত হিসেব অ্যাক্সেলকেই স্কোয়াডে যোগ করেছে বলে ফরাসি সংবাদমাধ্যমের খবর।

বিশ্বকাপ শুরুর আগে নিঃসন্দেহে গত বারের চ্যাম্পিয়ন ফ্রান্সের জন্য বড় ধাক্কা। লেকুইপের খবরে শিলমোহর পড়ে কিছুক্ষণের মধ্যেই। ফরাসি ফুটবল সংস্থার তরফে সরকারিভাবে জানানো হয়েছে, প্রিসনেলের ছিটকে যাওয়ার কথা।

Next Article