FRANCE vs MOROCCO, FIFA WC Semi Final Highlights: মরক্কোর মরিয়া লড়াই ডিঙিয়ে ফাইনালে ফ্রান্স

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Dec 15, 2022 | 2:50 AM

FRA vs MAR FIFA world cup live updates: দেখুন ফিফা বিশ্বকাপ ২০২২, ফ্রান্স বনাম মরক্কো (FRANCE vs MOROCCO) সেমিফাইনাল ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

FRANCE vs MOROCCO, FIFA WC Semi Final Highlights: মরক্কোর মরিয়া লড়াই ডিঙিয়ে ফাইনালে ফ্রান্স
Image Credit source: OWN Photograph

Follow Us

আল খোর : আর্জেন্টিনা (Argentina) ফাইনাল নিশ্চিত করেছে। রবিবার লুসেইলে তাদের প্রতিপক্ষ কে? তারই পরীক্ষা ছিল আল বায়াত স্টেডিয়ামে। গত বারের চ্যাম্পিয়ন ফ্রান্সের (France) বিরুদ্ধে নেমেছিল আফ্রিকার প্রথম দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নেওয়া মরক্কো (Morocco)। শক্তিশালী ফ্রান্সের কাছে রূপকথার দৌড় থামল মরক্কোর। বিশ্বকাপের এই পর্যায়ে কোনও দলকেই শক্তিশালী দুর্বল হিসেবে বেছে নেওয়া যায় না। মরক্কোর ‘পার্ক দ্য বাস’ পরিকল্পনা এই ম্যাচের আগে অবধি কাজে লেগেছে। তবে ফ্রান্সের দৌড় থামাতে পারল না অ্যাটলাস লায়ন্সের রক্ষণ। এমাবাপে, অলিভিয়ের জিরো, গ্রিজম্যানরা গোল না করলেও জয়ে বড় ভূমিকা নিলেন। দুটি রেকর্ড গোলে ফ্রান্সের ২-০ জয়। শনিবার ক্রোয়েশিয়ার বিরুদ্ধে তৃতীয় স্থানের লড়াইয়ে নামবে মরক্কো। লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla-র পেজে।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 15 Dec 2022 02:33 AM (IST)

    রূপকথার ইতি…

    • ইতিহাস গড়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল মরক্কো।
    • গত বারের চ্যাম্পিয়ন ফ্রান্সের বিরুদ্ধে ম্যাচের ৫ মিনিটেই পিছিয়ে পড়ে।
    • ম্যাচের মাত্র ৫ মিনিটেই অ্যাক্রোব্যাটিক গোলে ফ্রান্সকে এগিয়ে দেন থিও হার্নান্ডেজ।
    • দ্বিতীয়ার্ধে ডেম্বেলের পরিবর্ত হিসেবে নামেন কোলো মুয়ানি।
    • মাঠে নামার ৪৪ সেকেন্ডের মধ্যেই ব্যবধান বাড়ান কোলো মুয়ানি।
    • অ্যাটলাস লায়ন্সের গর্জন থামিয়ে ফাইনালে ফ্রান্স।
    • রবিবার লুসেইলে লিও মেসির আর্জেন্টিনার সামনে এমবাপের ফ্রান্স।
    • মরক্কো এক ঝাঁক সুযোগ পেলেও কাজে লাগাতে ব্যর্থ। তাদের লড়াই কুর্নিশ জানানোর মতোই।
    • হারের মধ্যেও গর্ব মরক্কোর জন্য।
    • তৃতীয় স্থানের লড়াইয়ে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে খেলবে মরক্কো।
  • 15 Dec 2022 02:11 AM (IST)

    ৪৪ সেকেন্ড

    পরিবর্ত হিসেবে মাঠে নেমেছিলেন। প্রথম আন্তর্জাতিক গোল কোলো মুয়ানির। মাঠে নামার মাত্র ৪৪ সেকেন্ডের মধ্যেই ফ্রান্সকে ২-০ এগিয়ে দিলেন কোলো মুয়ানি।


  • 15 Dec 2022 01:54 AM (IST)

    গ্যালারির গর্জন?

     

  • 15 Dec 2022 01:20 AM (IST)

    রুদ্ধশ্বাস প্রথমার্ধ

    মাত্র পাঁচ মিনিটেই এগিয়ে যায় ফ্রান্স

    হাল ছাড়েনি মরক্কো।

    অনবদ্য কিছু সুযোগ দু-দলেরই।

    দু-দলের দুটি শট পোস্টে লাগে।

     

  • 15 Dec 2022 01:15 AM (IST)

    আনলাকি

    ইয়ামিকের বাইসাইকেল কিক, পোস্টে। মরক্কোর অনবদ্য চেষ্টা।

     

  • 15 Dec 2022 12:41 AM (IST)

    ওনাহির শট…

    গোল শোধের সুযোগ, যদিও ওনাহির শট বাঁচিয়ে দিলেন ফরাসি গোলরক্ষক হুগো লরিস।

  • 15 Dec 2022 12:37 AM (IST)

    অনবদ্য গোল

    ম্যাচের মাত্র ৫ মিনিটেই এগিয়ে গেল গত বারের চ্যাম্পিয়ন ফ্রান্স। কাঁধের উচ্চতার বল, বাঁ পায়ের অ্যাক্রোব্য়াটিক শট থিও হার্নান্ডেজের।

  • 15 Dec 2022 12:20 AM (IST)

    প্রস্তুত ফ্রান্স গ্যালারি…

  • 15 Dec 2022 12:19 AM (IST)

    মিরাকল-এর অপেক্ষায়…

  • 15 Dec 2022 12:17 AM (IST)

    দিস টাইম ফর মরক্কো!

  • 14 Dec 2022 11:52 PM (IST)

    ফ্রান্স গ্য়ালারি মুড…

  • 14 Dec 2022 11:44 PM (IST)

    মরক্কোর প্রথম একাদশ

    মিরাকলের প্রত্যাশায় ফ্রান্সের বিরুদ্ধে মরক্কোর প্রথম একাদশ- বোনো, হাকিমি, মাজরাউ, অমরাবত, আগুয়ের, সেস, জিয়েচ, ওনাহি, বোফল, এল ইয়ামিক, এন নেসিরি

  • 14 Dec 2022 11:41 PM (IST)

    মরক্কোর বিরুদ্ধে ফ্রান্সের প্রথম একাদশ

    গত বারের বিশ্ব চ্যাম্পিয়নদের সামনে মরক্কোর রক্ষণ ভাঙার কঠিন চ্যালেঞ্জ। তেমনই গোল খাওয়াও চলবে না। কোন ফর্মেশনে দল নামাচ্ছে ফ্রান্স! প্রথম একাদশ দেখে নিন… হুগো লরিস, জুলে কুন্ডে, রাফায়েল ভারানে, কোনাতে, থিও হার্নান্ডেজ, শৌমেনি, ফোফানা, গ্রিজম্য়ান, ডেম্বেলে, এমবাপে, জিরো

     

  • 14 Dec 2022 11:34 PM (IST)

    মিরাকল নাকি এমবাপে…

    কাতার বিশ্বকাপ ‘কাতারে’ পৌঁছে গিয়েছে। আজ দ্বিতীয় সেমিফাইনাল। মুখোমুখি ফ্রান্স ও মরক্কো। গত বারের চ্যাম্পিয়ন ফ্রান্স। আফ্রিকার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে মরক্কো। এমবাপের ফ্রান্স নাকি মিরাকল ঘটবে এবং ফাইনালে মরক্কো! অপেক্ষা আর কয়েক ঘণ্টার। দ্বিতীয় সেমিফাইনালের TV9Bangla-র লাইভ আপডেটে স্বাগত।