Lucas Hernandez: ফ্রান্স শিবিরে ফের ‘চোট সংবাদ’, বিশ্বকাপের বাইরে আরও এক ফুটবলার

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Nov 23, 2022 | 1:38 PM

FIFA World Cup 2022: দারুণ জয়ে কাতার বিশ্বকাপে অভিযান শুরু করেছে ফ্রান্স। কিন্তু প্রথম ম্যাচেই ফের চোট আতঙ্ক ফরাসি শিবিরে।

Lucas Hernandez: ফ্রান্স শিবিরে ফের চোট সংবাদ, বিশ্বকাপের বাইরে আরও এক ফুটবলার
Image Credit source: Twitter

Follow Us

দোহা: এশিয়ার দেশ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পিছিয়ে পড়ে দারুণ প্রত্যাবর্তন। বিশ্ব চ্যাম্পিয়নের মতোই কাতার বিশ্বকাপে (Qatar World Cup 2022) নিজেদের প্রথম ম্যাচ জিতেছে ফ্রান্স। অলিভিয়ের জিরো’র গোলের রেকর্ড, কিলিয়ান এমবাপেদের দাপটে ৪-১ গোলে বড় জয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের (France Football Team)। খেলোয়াড়রা হাসিমুখে মাঠ ছাড়লেও, পরপর চোট আঘাতে ফরাসি কোচ দিদিয়ের দেশঁ-র মুখের হাসি যেন মিলিয়ে যেতে বসেছে। ম্যাচ চলাকালীন চোট পেয়ে মাঠের বাইরে বেরিয়ে যান দলের ডিফেন্ডার লুকাস হার্নান্ডেজ (Lucas Hernandez)। ম্যাচের পরে ফ্রান্সের ফুটবল ফেডারেশনের তরফে জানা গিয়েছে, হাঁটুর লিগামেন্টে চোট রয়েছে হার্নান্ডেজের। এ বারের মতো বিশ্বকাপ অভিযান শেষ তাঁর। ম্যাচ চলাকালীন কীভাবে চোট পেলেন হার্নান্ডেজ? তুলে ধরল TV9 Bangla

মঙ্গলবার রাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের প্রথম ৯ মিনিটেই পিছিয়ে যায় ফ্রান্স। সকারুসদের এগিয়ে দেন ক্রেগ গুডউইন। ঠিক সেইসময়ই হাঁটুতে আঘাত পান হার্নান্ডেজ। ডান হাঁটু চেপে মাঠেই শুয়ে পড়েন তিনি। হাঁটু চেপে বেশ কয়েকমিনিট ওভাবেই ছিলেন। তারপর মাঠের বাইরে বেরিয়ে যেতে হয়। চোট পাওয়া লুকাসের পরিবর্তে মাঠে নামেন তাঁর ভাই থিও হার্নান্ডেজ। ম্যাচের পর ফ্রান্স ফুটবল ফেডারেশন জানিয়েছে, হার্নান্ডেজের হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে। আরও কয়েকটি টেস্ট বাকি রয়েছে। তাই বিশ্বকাপের বাকি অংশে আর মাঠে নামতে পারবেন না। স্বাভাবিকভাবেই অস্বস্তিতে কোচ দিদিয়ের দেশঁ। মঙ্গলবারের ম্যাচের আগে কোচ বলেছিলেন, চোট পেয়ে কারা ছিটকে গিয়েছেন সেসব নিয়ে ভাবতে চান না। দলের আরও এক তারকা ছিটকে যাওয়ার পর দেশঁ-র চিন্তা যে বাড়ল তা বলাই বাহুল্য।

চোট আঘাত যেন পিছু ছাড়তে চাইছে না ফ্রান্সের। বিশ্বকাপের দল ঘোষণার আগেই ছিটকে গিয়েছিলেন পল পোগবা এবং এনগালো কান্তে। কাতারে এসে অনুশীলনের সময় চোট পেয়ে ছিটকে যান দলের সেরা স্ট্রাইকার করিম বেঞ্জেমা। রাফায়েল ভারানের চোট। কাতার থেকে চোটে দেশে ফিরেছেন প্রিসনেল কিম্পেম্বে, ক্রিস্টোফার এনকুঙ্কু। ফের দলের এক সদস্যের চোট ফ্রান্স কোচ দিদিয়ের দেশঁর চিন্তা বাড়ালো বইকি।

Next Article