আমস্টারডামঃ ইউরো কাপে (EURO 2021) চেক প্রজাতন্ত্রের(CZECH REPUBLIC) কাছে হারের ৪৮ ঘন্টার মধ্যে সরে দাঁড়ালেন নেদারল্যান্ডস(NETHERLANDS) কোচ (COACH)ফ্রাঙ্ক ডি বোয়ের(FRANK DE BOER)। গ্রুপের ৩ টি ম্যাচ জিতলেও প্রি কোয়ার্টার ফাইনালের হারের জন্য কোচের চাকরি ছাড়লেন ডি বোয়ের। মঙ্গলবারই নিজেদের ওয়েবসাইটে নেদারল্জাযান্নিডস ফুটবল সংস্য়েথা দিয়েছে বোয়েরেরসরে দাঁড়ানোর কথা। যেখানে রয়েছে বোয়েরের মন্তব্যও।
১ বছরেরও কম সময় আগে জাতীয় দলের কোচের পদে অভিষেক হয়েছিল ফ্রাঙ্ক ডি বোয়েরের। রোনাল্ড কোম্যান বার্সিলোনার দায়িত্ব নেওয়ার পর তার জায়গায় নিয়ে আসা হয় ফ্রাঙ্ক ডি বোয়েরকে। একসময় আয়াক্স, ইন্টার মিলানের মত ক্লাবকে কোচিং করার অভিজ্ঞতা থাকা বোয়েরের কাঁধেই দায়িত্ব দেওয়া হয় উইলডামদের। চলতি ইউরোর গ্রুপ ম্যাচে নজরও কাড়ছিল কমলাবাহিনী। গ্রুপের ৩টি ম্যাচ জিতে প্রি কোয়ার্টার ফাইনালে যায় নেদারল্যান্ডস। তবে চেকদের কাছে হেরে সব স্বপ্ন বিফলে যায় ডাচদের। ১ টি ম্যাচে ব্যর্থ হওয়ার পর কেন সরে গেলেন? সূত্রের খবর, হারের পর ফুটবল সংস্থার থেকে চাপ বাড়ছিল বোয়েরের উপর। চাপ যে এসেছিল তা স্পষ্ট ফুটবল কর্তার মন্তব্যে।নেদারল্যান্ডসের ডিরেক্টর অফ ফুটবলের দাবি, “তাঁদের লক্ষ্য ছিল ইউরোর কোয়ার্টার ফাইনালে পৌঁছানো। সেটা হয়নি।” অর্থাৎ এই মন্তব্যেই স্পষ্ট, কেন কোপে পড়ল কোচ বোয়েরের জাতীয় দলে কেরিয়ার।
বিদায়বেেলায় ফ্রাঙ্ক ডি বোয়ের জানিয়েছেন, “২০২০ সালে যখন আমার কাছে কোচিংয়ের অফার এল, তখন সেটা আমার কাছে ছিল সম্মানের।ুপাশাপাশি চ্যালেঞ্জও ছিল। তখন থেকেই জানতাম জাতীয় দলের কোচিং করানো সবসময়ই একটা চাপ।আমি আর নেদারল্যান্ডসের কোচের পদে কাজ করব না। কারন, আমাদের যা লক্ষ্য ছিল তা পূরণ করতে পারিনি।”
ডি বোয়েরের মন্তব্যেই স্পষ্ট, ব্যর্থতার দায় নিয়েই সরে দাঁড়ালেন বোয়ের। প্রসঙ্গত, ২০২২ সাল পর্যন্ত জাতীয় দলের সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন তিনি। তবে তার অনেক আগেই সরলেন মেমফিস,ডামফ্রিসদের কোচকে।