AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

FC Barcelona: জল্পনাই সত্যি হল, জাভির বদলে বার্সার কোচ হলেন ফ্লিক

Hansi Flick: জাভির কোচিংয়ে শুধুই নিরাশা ছিল গত মরসুমে। একটাও ট্রফি জিততে পারেনি টিম। ফ্লিকের মতো অভিজ্ঞ কোচ টিম ও সমর্থকদের স্বপ্ন দেখাতে পারবেন, এমনই আশা করা হচ্ছে। আপাতত এক বছরের চুক্তিতে নেওয়া হয়েছে ফ্লিককে। গত বছর সেপ্টেম্বরে জার্মানির কোচের পদ থেকে ছাঁটাই হয়েছিলেন ফ্লিক। তার পর এই কোচিংয়ে ফিরলেন।

FC Barcelona: জল্পনাই সত্যি হল, জাভির বদলে বার্সার কোচ হলেন ফ্লিক
Image Credit: FC BARCELONA
| Edited By: | Updated on: May 29, 2024 | 7:40 PM
Share

কলকাতা: দু’সপ্তাহ আগে চুক্তি নবীকরণ করা হয়েছিল যাঁর সঙ্গে, হঠাৎই ছেঁটে ফেলা হয় তাঁকে। সেই জাভি হার্নান্ডেজকে ছাঁটাইয়ের চার দিনের মধ্যে নতুন কোচ খুঁজে নিল বার্সেলোনা। নতুন কেউ নন, সফল কোচের হাতেই দেওয়া হল দায়িত্ব। যাঁর কোচিংয়ে আবার সাফল্যে ফিরতে পারবে ক্লাব। তিনি আর কেউ নন, হ্যান্সি ফ্লিক। জাভিকে ছাঁটাইয়ের পর অবশ্য গুঞ্জন ছিল, জার্মান কোচকেই পরিবর্ত কোচ হিসেবে নিতে চলেছেন কর্তারা। তাই সত্যি হল। ফ্লিকের সঙ্গে কথা চলছিল আগে থেকেই। তিনি রাজি হতেই আগামী মরসুমের দায়িত্ব তুলে দিল বার্সা।

জাভির কোচিংয়ে শুধুই নিরাশা ছিল গত মরসুমে। একটাও ট্রফি জিততে পারেনি টিম। ফ্লিকের মতো অভিজ্ঞ কোচ টিম ও সমর্থকদের স্বপ্ন দেখাতে পারবেন, এমনই আশা করা হচ্ছে। আপাতত এক বছরের চুক্তিতে নেওয়া হয়েছে ফ্লিককে। গত বছর সেপ্টেম্বরে জার্মানির কোচের পদ থেকে ছাঁটাই হয়েছিলেন ফ্লিক। তার পর এই কোচিংয়ে ফিরলেন।

শুধু জাতীয় টিমের হয়েই নয়, বায়ার্ন মিউনিখেও দুটো মরসুম কোচিং করেছেন ফ্লিক। একবার চ্যাম্পিয়ন লিগ জেতার পাশাপাশি দু’বার বুন্দেশলিগা জিতেছেন। সব মিলিয়ে ছ’টা ট্রফি ছিল তাঁর। ক্লাব কোচিংয়ে তাঁর সাফল্যের কথা ভেবেই বার্সেলোনা কোচ করেছে ফ্লিককে। জার্মান কোচও বিশ্বের অন্যতম সেরা ক্লাবকে সাফল্য দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন।

এক বিবৃতিতে ক্লাবের তরফে বলা হয়েছে, ‘এমন একজন লোককে আমরা বাছতে চেয়েছিলাম, যিনি হাই প্রেসিংয়ের জন্য বিখ্যাত। আগ্রাসী ফুটবলের জন্য পরিচিত। এই কারণেই ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলে তিনি সাফল্য পেয়েছেন।’ ৫৯ বছরের জার্মান কোচও তাঁৎ নতুন টিমকে সাফল্য দিতে চান।