World Cup Qualifier: বিশ্বকাপের ছাড়পত্র পেল জার্মানি

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Oct 12, 2021 | 1:53 PM

ম্যাচের চারটি গোলই হয় খেলার দ্বিতীয়ার্ধে। খেলার ৫০ মিনিটে কাই হার্ভেত্‍জ গোল করে প্রথমে এগিয়ে দেন জার্মানিকে। ৭০ আর ৭৩ মিনিটে জোড়া গোল করেন টিমো ওয়ের্নার। ৮৩ মিনিটে জামাল মুসিয়ালা জার্মানির হয়ে শেষ গোলটি করেন। ৮টা ম্যাচের মধ্যে ৭টাতেই জিতেছে জার্মানি। ৮ ম্যাচে ২১ পয়েন্ট পেয়ে বিশ্বকাপের ছাড়পত্র পেয়ে গেলেন ওয়ের্নাররা।

World Cup Qualifier: বিশ্বকাপের ছাড়পত্র পেল জার্মানি
জার্মানি ফুটবল দল। ছবি: টুইটার

Follow Us

স্কোপজে: ২০২২ কাতার বিশ্বকাপের ছাড়পত্র পেল জার্মানি (Germany Football Team)। প্রথম ফুটবল দল হিসেবে বিশ্বকাপের টিকিট পেয়ে গেল জার্মানরা। নর্থ ম্যাসিডোনিয়াকে (North Macedonia) ৪-০ গোলে উড়িয়ে দিল জার্মানি।

 

ম্যাচের চারটি গোলই হয় খেলার দ্বিতীয়ার্ধে। খেলার ৫০ মিনিটে কাই হার্ভেত্‍জ গোল করে প্রথমে এগিয়ে দেন জার্মানিকে। ৭০ আর ৭৩ মিনিটে জোড়া গোল করেন টিমো ওয়ের্নার। ৮৩ মিনিটে জামাল মুসিয়ালা জার্মানির হয়ে শেষ গোলটি করেন। ৮টা ম্যাচের মধ্যে ৭টাতেই জিতেছে জার্মানি। ৮ ম্যাচে ২১ পয়েন্ট পেয়ে বিশ্বকাপের ছাড়পত্র পেয়ে গেলেন ওয়ের্নাররা।

 

এ দিকে জার্মানি যখন বিশ্বকাপের টিকিট কনফার্ম করে ফেলল অন্যদিকে প্লে অফ নিশ্চিত করল রাশিয়া আর ক্রোয়েশিয়া। স্লোভাকিয়ার (Slovakia) সঙ্গে ২-২ ড্র করল ক্রোয়েশিয়া। স্লোভাকিয়ার বিরুদ্ধে পিছিয়ে থাকলেও ফ্রি-কিক থেকে লুকা মদ্রিচের (Luka Modric) গোলে ম্যাচ অমীমাংসিত করে ক্রোটরা। অন্যদিকে স্লোভেনিয়াকে (Slovenia) ২-১ গোলে হারাল রাশিয়া। পরের মাসে রাশিয়াকে হারালেই কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলবে ক্রোয়েশিয়া। অন্য ম্যাচে এস্তোনিয়াকে ১-০ গোলে হারাল ওয়েলস। খেলার ১২ মিনিটে জয়সূচক গোল কিয়েফার মুরের।

Next Article