GER vs JPN Live Score: ফুল-টাইম… জার্মানদের বিরুদ্ধে অনবদ্য জয় জাপানের

| Edited By: | Updated on: Nov 23, 2022 | 9:05 PM

GERMANY vs JAPAN, FIFA world Cup 2022 Live Score Updates: দেখুন ফিফা বিশ্বকাপ ২০২২, গ্রুপ ই-এর, জার্মানি বনাম জাপান (GERMANY vs JAPAN) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

GER vs JPN Live Score: ফুল-টাইম... জার্মানদের বিরুদ্ধে অনবদ্য জয় জাপানের
Image Credit source: OWN Photograph

দোহা : কাতার বিশ্বকাপে (Qatar World Cup 2022) আরও একটা অঘটন। আগের দিন সৌদি আরবের কাছে হেরেছিল আর্জেন্টিনা। এ দিন শক্তিশালী জার্মানিকে হারিয়ে দিল জাপান। চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি (GERMANY)। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে শেষ খেতাব জিতেছিল জার্মানি। যদিও রাশিয়া বিশ্বকাপে গ্রুপ পর্বেই ছিটকে গিয়েছিল তারা। এ বারও দলে বেশ কিছু চোট আঘাত সমস্যায় ভুগছে জার্মানি। বিশ্বকাপের মঞ্চে প্রথম বার মুখোমুখি হল জার্মানি-জাপান। জার্মান দলে বেশ কিছু তরুণ ফুটবলার রয়েছে। এই ম্যাচ থেকে ছিটকে গিয়েছিলেন লেরয় সানে। টুর্নামেন্ট শুরুর আগে টিমো ওয়ের্নারে মতো স্ট্রাইকার ছিটকে যান। জাপান শুরু থেকেই অনবদ্য খেললেও গোলের মুখ খুলতে পারছিল না। প্রথমার্ধে ০-১ পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধে জোড়া গোল। ২-১ ব্য়বধানে জিতল জাপান।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 23 Nov 2022 09:00 PM (IST)

    এক নজরে

    • ম্যাচের ৩৩ মিনিটে ইকে গুন্ডোগানের পেনাল্টি গোলে এগিয়ে যায় জার্মানি।
    • ৬৭ মিনিটে তুই অভিজ্ঞ থমাস মুলার, ইকে গুন্ডোগানকে তুলে নেন জার্মানি কোচ।
    • এরপরই খেই হারায় জার্মানি। জাপানের গতির ফুটবলে তাল মেলাতে ব্যর্থ জার্মানরা।
    • ৭৫ ও ৮৩ মিনিটে জাপানের হয়ে গোল দুই সুপার সাব রিতসু দোয়ান, তাকুমা আসানো।
    • অঘটনের কাতারে জাপানের ২-১ এর সূর্যোদয়।
  • 23 Nov 2022 08:18 PM (IST)

    সুপার সাব

    সুপার সাব তাকুমা আসানোর গোলে ২-১ এগিয়ে গেল জাপান। নির্ধারিত সময়ের আর তিন মিনিট বাকি।

  • 23 Nov 2022 08:14 PM (IST)

    ফ্লিকের ভুল সিদ্ধান্ত!

    একই সঙ্গে থমাস মুলার এবং ইকে গুন্ডোগানকে পরিবর্তন করাই কি কাল হল? এমনটা বলাই যায়। ম্যাচের অনেকটা সময় বাকি থাকতেই এই দু-জনকে তুলে নেওয়া। এরপরই জাপানের গোল। রিতসু দোয়ান অনবদ্য গোলে সমতা ফেরান।

  • 23 Nov 2022 07:53 PM (IST)

    মুসিয়ালা-গুন্ডোগান জুটি

    বক্সের মধ্যে আরও একবার অনবদ্য বল প্লে মুসিয়ালার। দুর্দান্ত পাস বাড়ান আনমার্কড গুন্ডোগানকে। তাঁর শট পোস্টে লাগে। ব্যবধান বাড়ানোর অনবদ্য সুযোগ ছিল গুন্ডোগানের।

  • 23 Nov 2022 07:49 PM (IST)

    জাপানের জোড়া পরিবর্তন

    জোড়া পরিবর্তন করলেন জাপান কোচ। ম্যাচের অনেকটা সময় বাকি। সমতা ফেরাতে পারবে তারা?

  • 23 Nov 2022 07:45 PM (IST)

    মুসিয়ালার মুন্সিয়ানা...

    জাপান বক্সে অনবদ্য বল প্লে জার্মানির তরুণ ফুটবলার জামাল মুসিয়ালার। যদিও শট টার্গেটে রাখতে পারলেন না। জার্সিতে মুখ ঢাকাতেই বোঝা যায় কতটা হতাশ তিনি।

  • 23 Nov 2022 07:21 PM (IST)

    কাইয়ের গোল বাতিল...

    বিরতির ঠিক আগে গোল করেন কাই হাভার্ৎজ। অফসাইডের সন্দেহ ছিল। ভিএআরে তাই হল। গোল বাতিল।

  • 23 Nov 2022 07:05 PM (IST)

    পেনাল্টি...

    ৩৩ মিনিটে ১-০ জার্মানি। রমকে বক্সের মধ্যে ফাউল জাপান গোলরক্ষক গোন্ডার। পেনাল্টি পায় জার্মানি। ইকে গুন্ডোগানের পেনাল্টি গোলে এগিয়ে গেল জার্মানি।

  • 23 Nov 2022 06:58 PM (IST)

    গ্যালারি আপডেট...

    বিশ্বকাপ দেখতে দু-সপ্তাহের ছুটি মঞ্জুর! বসকে কৃতজ্ঞতা গ্যালারি থেকেই।

  • 23 Nov 2022 06:56 PM (IST)

    আপডেট...

    বল পজেশন, গোলে শট নেওয়া। অনেকটা এগিয়ে জার্মানি। যদিও গোলের মুখ খুলতে ব্যর্থ তারা। জাপান সমানে সমানে টক্কর দেওয়ার চেষ্টায়।

  • 23 Nov 2022 06:39 PM (IST)

    অফসাইড...

    জার্মানি রক্ষণকে চিন্তায় ফেলে দিয়েছিল জাপান। দাইজেন মায়েদার শট গোলে, যদিও অফসাইডের ফাঁদে তিনি।

  • 23 Nov 2022 06:14 PM (IST)

    জাপানের একাদশ

    জার্মানির বিরুদ্ধে জাপানের প্রথম একাদশ : শুইচি গোন্ডা, কৌ ইতাকুরা, য়ুতো নাগাতোমো, ওয়াতারু এন্ডো, তাকেফুসা কুবো, জুনিয়া ইতো, দাইচি কামাদা, আয়ো তানাকা, হিরোকি সাকাই, মায়া য়োশিদা, দাইজেন মায়েদা।

  • 23 Nov 2022 06:11 PM (IST)

    রেকর্ড অ্যালার্ট

    গত ৬৪ বছরের নিরিখে কনিষ্ঠতম হিসেবে জার্মানির হয়ে বিশ্বকাপ খেলতে চলেছেন মুসিয়ালা। তাঁকে প্রথম একাদশেই রেখেছেন জার্মানি কোচ হ্যান্সি ফ্লিক। মুসিয়ালার বয়স ১৯ বছর ২৭০ দিন। ১৯৫৮ সালে কার্ল-হেইঞ্জ শেলিঙ্গার ১৯ বছর ৭২ দিন বয়সে বিশ্বকাপ খেলেছিলেন। জার্মানির হয়ে মুসিয়ালার নজির।

  • 23 Nov 2022 05:51 PM (IST)

    জার্মানির প্রথম একাদশ

    জাপানের বিরুদ্ধে জার্মানদের প্রথম একাদশ : ম্যানুয়েল ন্যুয়ের, অ্যান্টোনিও রুডিগার, ডেভিড রম, জোশুয়া কিমিচ, কাই হাভার্ৎজ, সার্জ ন্যাব্রি, থমাস মুলার, জামাল মুসিয়ালা, নিক্লাস সুলে, ইকে গুন্ডোগান, নিকো শ্লটেরব্যাক।

  • 23 Nov 2022 05:44 PM (IST)

    গতির লড়াইয়ের অপেক্ষা

    TV9Bangla-র লাইভ ব্লগে স্বাগত। এই মুহূর্তে জার্মানি-জাপান ফুটবলাররা ওয়ার্ম আপ করছেন। গ্যালারিতেও উন্মাদনা। দু-দলের প্রথম একাদশও ঘোষণা হয়ে গিয়েছে।

Published On - Nov 23,2022 5:33 PM

Follow Us: