Gokulam Kerala FC: শত অনুরোধেও হল না কাজ, না খেলেই দেশে ফিরছে গোকুলাম কেরালা

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Aug 21, 2022 | 12:17 PM

FIFA bans AIFF: একরাশ হতাশা নিয়ে দেশে ফিরে আসছে গোকুলম কেরালা এফসি-র মহিলা দল। রাতারাতি ভারতীয় ফুটবল ফেডারেশনকে ফিফার নির্বাসনের কারণে এই পরিস্থিতি।

Gokulam Kerala FC: শত অনুরোধেও হল না কাজ, না খেলেই দেশে ফিরছে গোকুলাম কেরালা
হতাশা নিয়ে দেশে ফেরা
Image Credit source: Twitter

Follow Us

নয়াদিল্লি: জটিলতা কাটাতে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থার সঙ্গে আলোচনায় বসেছিল কেন্দ্র। অনুরোধ ছিল, এএফসি উইমেন্স ক্লাব চ্য়াম্পিয়নশিপ (AFC Women’s club championship) খেলতে তাসখন্দে পৌঁছে যাওয়া গোকুলম কেরালা এফসি (Gokulam Kerala FC) অন্তত মাঠে নামার সুযোগ দেওয়া হোক। শত অনুরোধ, আলোচনা শেষ পর্যন্ত কাজে দিল না। নিজেদের সিদ্ধান্তে অনড় ফিফা (FIFA) চরম হতাশা নিয়ে না খেলেই দেশে ফিরে আসতে হচ্ছে গোকুলমের মেয়েদের। জানিয়েছেন ক্লাবটির প্রেসিডেন্ট ভিসি প্রবীণ। ২৩ অগাস্ট এএফসি চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচ খেলার কথা ছিল। সেদিনই দেশে ফেরার বিমান ধরবে দল।

গত সপ্তাহে মাঝরাতে ফেডারেশনের কাছে ফিফার সাসপেনশন নোটিশ আসে। এআইএফএফ-এ তৃতীয় পক্ষের হস্তক্ষেপ নিয়ে খড়্গহস্ত ফিফা ভারতীয় ফুটবলকে নিষিদ্ধ করার সিদ্ধান্তের প্রথম শিকার গোকুলম কেরালা। তাসখন্দে পৌঁছনোর পর ফিফার সাসপেনশন নোটিশে ফাঁপরে পড়ে দলটি। আশা ছিল কেন্দ্রের অনুরোধে ফিফার মন গলবে। প্রায় সপ্তাহখানেক ধরে ভারত সরকারের সঙ্গে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থার আলোচনা চললেও কাজের কাজ কিছু হল না। আশা করা যায় কেন্দ্রের মধ্যস্থতায় সাসপেনশন উঠে যাবে খুব শীঘ্রই। কিন্তু বিদেশের মাটি থেকে যে যন্ত্রণা নিয়ে গোকুলম কেরালা এফসি-র মেয়েদের ফিরতে হচ্ছে তাতে ভীষণ হতাশ ক্লাবটির প্রেসিডেন্ট। তিনি বলেন, “দেখে মনে হচ্ছে ফিফা এবং ফেডারেশনের লোকজন একই মুদ্রার উভয় পিঠ। আমরা ভীষণ হতাশ। মনে হচ্ছে আমরা বলির পাঁঠা হয়ে গিয়েছি। ফিফার আগ্রহ শুধু অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ নিয়ে। দেখে নিন, বিশ্বকাপ ঠিক হবে।”

সপ্তাহখানেক অপেক্ষা করার পর ক্রীড়ামন্ত্রকের তরফে দলটিকে দেশে ফিরে আসার কথা জানিয়ে দেওয়া হয়। ক্লাবের সভাপতি আরও বলেন, “ক্রীড়ামন্ত্রকের তরফে খবর পেলাম। সাসপেনশন না ওঠা পর্যন্ত ক্লাব খেলতে পারবে না। একদিন আগে থেকেই তাঁরা বিকল্প পরিকল্পনা করতে শুরু করে। পরিস্থিতি আয়ত্তে আনতে ক্লাব এবং ক্রীড়ামন্ত্রকের তরফে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। নির্বাসনের কারণে তারাও অসহায়। সাসপেনশন না ওঠা পর্যন্ত ফিফা যে খেলতে দেবে না এটা আমরা জানতাম।” নির্বাসনের জেরে আপাতত ভারতের কোনও ক্লাব আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না।

গত বুধবার সুপ্রিম কোর্টে এআইএফএফ সংক্রান্ত মামলার শুনানি ছিল। সমস্যা মেটাতে আদালতের তরফে কেন্দ্রকে সক্রিয় ভূমিকা পালন করার নির্দেশ দেওয়া হয়। দেশের সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, ফিফার সঙ্গে কেন্দ্রের আলোচনা চলছে। সেই আলোচনার ফল শোনার পর শীর্ষ আদালত এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবে। সোমবার রয়েছে পরবর্তী শুনানি।

Next Article