EURO Cup 2024: হ্যান্ডবল হয়েছে কিনা, ইউরো কাপে বলে দেবে স্পেশাল বল

EURO Cup 2024: কাতার বিশ্বকাপের সময় থেকেই সেমি-অটোমেটেড বল ব্যবহার করা হচ্ছে। এতে অফসাইড নির্ধারণ করতে সুবিধা হয়। বলের গতি, মুভমেন্ট বুঝতে সুবিধা হয়। কিন্তু এই নতুন বল আরও ভালো করে বলের গতি এবং মুভমেন্ট বিচার করতে পারবে। সেই সঙ্গে হ্যান্ডবল সম্পর্কিত জটিলতাও কেটে যাবে। ভিএআর টেকনোলজি যখন চালু করা হয়েছিল, তখনও এ নিয়ে বিতর্ক কম হয়নি। এখনও তা চলছে। তার মধ্যেই ফুটবলকে আরও ত্রুটিমুক্ত করতে আসছে নতুন বল।

EURO Cup 2024: হ্যান্ডবল হয়েছে কিনা, ইউরো কাপে বলে দেবে স্পেশাল বল
ইউরো কাপ
Follow Us:
| Edited By: | Updated on: Dec 07, 2023 | 1:23 PM

লন্ডন: ক্রিকেটে ব্যাট ছুঁয়েছে কিনা বল, বোঝার জন্য স্নিকোমিটার ব্যবহার করা হয়। এই টেকনোলজির মাধ্যমে বোঝা যায়, ব্যাটের কানা ছুঁয়ে কিপার কিংবা ফিল্ডারের হাতে বল গিয়েছে কিনা। ফুটবলেও এ বার তেমনই কিছু দেখতে পাওয়া যাবে। ২০২৪ সালের ইউরো কাপে যে বল ব্যবহার করা হবে, তাতে একটা মাইক্রোচিপ থাকপে। যদি হ্যান্ডবল হয়, রেফারির নজর এড়িয়েও যায়, তা হলেও ধরা পড়ে যাবে ওই চিপের মাধ্যমে। ফুটবলে একে একে নতুন টেকনোলজির প্রবেশ ঘটছে। ভিএআর কিংবা ভিডিয়ো অ্যাসিস্ট্যান্ট রেফারির মাধ্যমে গোললাইন জাজমেন্টও শুরু হয়ে গিয়েছে। তা নিয়ে অবশ্য বিতর্কের শেষ নেই। তারই মধ্যে ঢুকে পড়তে চলেছে মাইক্রোচিপ লাগানো অত্যাধুনিক বল।

ওই বিশেষ বল বানিয়েছে অ্যাডিডাস। যা ব্যবহার করা হবে ইউরো কাপের সময়। ওই বিশেষ বলের নাম দেওয়া হয়েছে ‘ফুসবালিবে’। লিম্ব ট্র্যাকিং টেকনোলজি থাকবে তাতে। যা মৃদু স্পর্শেরও জানান দেবে। থ্রিডি ভিসিউয়ালের মাধ্যমে ধরা পড়বে হ্যান্ডবল হয়ে কিনা। ওই চিপ একটা ছবি পাঠাবে। এতে ফুটবলকে ঘিরে বা রেফারিং ঘিরে যা বিতর্ক থাকে, তা দ্রুত মিটে যাবে। খেলার গতি বজায়ই করা হবে এটা। এতেই শেষ নয়, কিকঅফ কখন হয়েছে ম্য়াচের, সেই নিশ্চিত সময়ও জানা যাবে এই টেকনোলজির মাধ্যে। এক বিবৃতিতে উয়েফা বলেছে, ‘বলের প্রতিটা মুভমেন্টকে ধরে রাখার জন্য টেকনোলজি আরও উন্নত করা হচ্ছে। যাতে ভিএআরের ক্ষেত্রে কোনও সমস্যা না হয়। ভিডিয়ো অ্যাসিস্ট্যান্ট রেফারি যা খতিয়ে দেখে সিদ্ধান্ত জানাবে।’

কাতার বিশ্বকাপের সময় থেকেই সেমি-অটোমেটেড বল ব্যবহার করা হচ্ছে। এতে অফসাইড নির্ধারণ করতে সুবিধা হয়। বলের গতি, মুভমেন্ট বুঝতে সুবিধা হয়। কিন্তু এই নতুন বল আরও ভালো করে বলের গতি এবং মুভমেন্ট বিচার করতে পারবে। সেই সঙ্গে হ্যান্ডবল সম্পর্কিত জটিলতাও কেটে যাবে। ভিএআর টেকনোলজি যখন চালু করা হয়েছিল, তখনও এ নিয়ে বিতর্ক কম হয়নি। এখনও তা চলছে। তার মধ্যেই ফুটবলকে আরও ত্রুটিমুক্ত করতে নতুন বল নিয়ে আসছে।