ISL, Mohun Bagan: আনোয়ার ধোঁয়াশা কাটল না, গোয়া ম্যাচ নিয়ে আর যা বললেন হাবাস…

কৌস্তভ গঙ্গোপাধ্যায় | Edited By: দীপঙ্কর ঘোষাল

Feb 12, 2024 | 8:22 PM

FC Goa vs Mohun Bagan Super Giant: দীর্ঘ চোট কাটিয়ে ডার্বিতেই ফিরেছিলেন তরুণ ডিফেন্ডার আনোয়ার আলি। যদিও প্রত্যাবর্তন দীর্ঘস্থায়ী হয়নি। ডার্বিতে ফের চোট। মাঠ ছাড়তে হয় আনোয়ারকে। তাঁর চোট কতটা গুরুতর এ বিষয়ে ধোঁয়াশা ছিল। গত ম্যাচে পাওয়া যায়নি আনোয়ারকে। ছিলেন না ব্রেন্ডন হ্যামিলও। এফসি গোয়া ম্যাচের প্রস্তুতি শুরু করে দিয়েছে মোহনবাগান। অনুশীলনে ফিরেছেন আনোয়ার আলি।

ISL, Mohun Bagan: আনোয়ার ধোঁয়াশা কাটল না, গোয়া ম্যাচ নিয়ে আর যা বললেন হাবাস...
Image Credit source: X

Follow Us

কলকাতা: হারের হ্যাটট্রিক, ডার্বিতে ড্র। ইন্ডিয়ান সুপার লিগে চার ম্যাচ পর জয়ে ফিরেছে মোহনবাগান। ঘরের মাঠে হায়দরাবাদ এফসিকে হারিয়েছে তারা। পয়েন্ট টেবলে লাস্ট বয় হায়দরাবাদ। তাদের বিরুদ্ধে একঝাঁক গোলের সুযোগ তৈরি হলেও মাত্র ২-০ ব্যবধানে জিতেছে মোহনবাগান। ডার্বিতে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন আনোয়ার আলি ও ব্রেন্ডন হ্যামিল। গত ম্যাচে পাওয়া যায়নি দু-জনকেই। বুধবার এফসি গোয়ার বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ। তার আগে শিবিরের পরিস্থিতি সম্পর্কেও জানালেন মোহনবাগান কোচ আন্তোনিও লোপেজ হাবাস। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

দীর্ঘ চোট কাটিয়ে ডার্বিতেই ফিরেছিলেন তরুণ ডিফেন্ডার আনোয়ার আলি। যদিও প্রত্যাবর্তন দীর্ঘস্থায়ী হয়নি। ডার্বিতে ফের চোট। মাঠ ছাড়তে হয় আনোয়ারকে। তাঁর চোট কতটা গুরুতর এ বিষয়ে ধোঁয়াশা ছিল। গত ম্যাচে পাওয়া যায়নি আনোয়ারকে। ছিলেন না ব্রেন্ডন হ্যামিলও। এফসি গোয়া ম্যাচের প্রস্তুতি শুরু করে দিয়েছে মোহনবাগান। অনুশীলনে ফিরেছেন আনোয়ার আলি। তাঁর চোট প্রসঙ্গে কোচ হাবাস বলেছেন, ‘আনোয়ার ৮০ থেকে ৮৫ শতাংশ ফিট। টিমের সঙ্গে গোয়া যাবে কিনা তা এখনও ঠিক করিনি। তবে ধীরে ধীরে উন্নতি করছে।’

পয়েন্ট টেবলে উপরের সারিতে এফসি গোয়া। তাদের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ। মোহনবাগান কোচ বলছেন, ‘১১ বনাম ১১ খেলা হবে। আমার দলের সেরা একাদশ মাঠে নামাব। বিপক্ষের কে আছে, কে নেই সে সব নিয়ে ভাবছি না। ওদের ম্যাকহিউ ভালো ফুটবলার। আমার কোচিংয়ে খেলেছে। আমরা প্রতিপক্ষর পুরো দল নিয়েই ভাবছি। এখনই চ্যাম্পিয়নশিপ নিয়ে ভাবছি না। ম্যাচ প্রতি ম্যাচ নিয়েই ভাবনা চিন্তা করছি। আমার লক্ষ্য প্রতিটা ম্যাচ জেতা। তাতে যদি এক নম্বরে পৌঁছই তো পৌঁছব।’

হায়দরাবাদ ম্যাচের আগেই হুগো বোমাসের পরিবর্তে আইএসএলের জন্য রেজিস্ট্রেশন করানো হয় জনি কাউকোকে। পরিবর্ত হিসেবে নেমেওছিলেন কাউকো। তাঁর ক্যামিও পারফরম্যান্স নজর কেড়েছে হাবাসের। দ্রুতই তাঁকে পুরো ম্যাচ খেলার মতো ফিটনেসে আনা সম্ভব হবে, বিশ্বাস হাবাসের।

Next Article