ATK Mohunbagan: আনেলকা, পিরেসের কাছে খোঁজ নিয়ে বাগানে আসছেন পোগবার দাদা

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jun 25, 2022 | 2:50 PM

ফ্রান্স অনূর্ধ্ব ২০ জাতীয় দল, গিনি জাতীয় দল, ফরাসি লিগের প্রথম ডিভিশন ক্লাব, মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার, তুরস্কের লিগ। ফ্লোরেন্তিন পোগবার অভিজ্ঞতার ভান্ডারে পরিপূর্ণ।

ATK Mohunbagan: আনেলকা, পিরেসের কাছে খোঁজ নিয়ে বাগানে আসছেন পোগবার দাদা
Image Credit source: TWITTER

Follow Us

 

কলকাতা: উচ্ছ্বাসে ভাসছেন এটিকে মোহনাবাগান (ATK Mohunbagan) সমর্থকরা। ফরাসি লিগের প্রথম ও দ্বিতীয় ডিভিশনে খেলা ফুটবলার সই করেছেন। সম্প্রতি অস্ট্রেলিয়ান লিগের সেন্টার ব্যাক ব্রেন্ডন হ্যামিলকে সই করিয়েছে এটিকে মোহনবাগান। রক্ষণ শক্তিশালী করতে দু বছরের চুক্তিতে এবার পোগবাকে সই করিয়েছে তারা। ফ্রান্সের বিশ্বকাপজয়ী দলের সদস্য পল পোগবার দাদা ফ্লোরেন্তিন পোগবা (Florentin Pogba)। ফরাসি লিগের দ্বিতীয় ডিভিশন ক্লাব সোসক্সে আরও এক বছরের চুক্তি ছিল এই ডিফেন্ডারের। নতুন লিগ, নতুন চ্যালেঞ্জের খোঁজে ভারতে আসছেন। সবুজমেরুন সমর্থকদের মতো এটিকে মোহনবাগানে সই করে উচ্ছ্বসিত ফ্লোরেন্তিনও। বলছেন, ‘এটিকে মোহনবাগানের প্রচুর সমর্থক রয়েছেন। এমন একটা ক্লাবে খেলব, ভেবেই রোমাঞ্চিত হচ্ছি। সবুজমেরুন ক্লাব এবং জার্সির ঐতিহ্য রয়েছে। সেই জার্সিতে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছি।‘

 

ভারতে এত ক্লাব থাকতে এটিকে মোহনবাগানকেই কেন বেছে নিলেন ফ্লোরেন্তিন! নতুন চ্যালেঞ্জের কথাই উঠে এল তাঁর মুখে। বলছেন, ‘নতুন একটা চ্যালেঞ্জ নিয়ে ভারতের ক্লাবে খেলতে আসছি। নতুন দেশ, নতুন প্রতিযোগিতা। অনেক ক্লাবকে চেনার সুযোগ করে দেবে। শুধুমাত্র ভারতে খেলব বলেই আসছি, তা নয়। এশিয়া মহাদেশের একটি ঐতিহ্যশালী একটি ক্লাব। সমৃদ্ধ ইতিহাস। এসব কারণেই এটিকে মোহনবাগানকে বেছে নিয়েছি। আমার কাছেও অনেক বড় ব্যাপার।‘

 

এটিকে মোহনবাগান এবং সবুজমেরুন জার্সি সম্পর্কে সম্যক ধারণা থাকলেও ভারতীয় ফুটবল সম্পর্কে অনেকটাই জানা বাকি। সমস্ত কিছু সম্পর্কে আরও অনেক কিছু জানতে চান। ফ্লোরেন্তিনের প্রত্যাশা তেমনই। পোগবা বলছেন, ‘ইন্ডিয়ান সুপার লিগ সম্পর্কে অনেক কিছুই জানা বাকি রয়েছে। অনেক কিংবদন্তি ফুটবলার আইএসএলে খেলে গিয়েছেন। আনেলকা, রবার্তো পিরেসের মতো কিংবদন্তি ফুটবলারদের থেকে অনেক কিছু জানতে পেরেছি। ভারতীয় ফুটবল, আইএসএল সম্পর্কে অনেকটাই জানার সুযোগ হয়েছে। এটুকু ধারণা হয়েছে, ভারতে ফুটবল খুবই জনপ্রিয়।‘

 

ফ্রান্স অনূর্ধ্ব ২০ জাতীয় দল, গিনি জাতীয় দল, ফরাসি লিগের প্রথম ডিভিশন ক্লাব, মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার, তুরস্কের লিগ। ফ্লোরেন্তিন পোগবার অভিজ্ঞতার ভান্ডার পরিপূর্ণ। সেটা আইএসএলে কাজে লাগাতে চান। ফ্লোরেন্তিন বলছেন, ‘নিজের ভালোবাসাকে পেশা হিসেবে বেছে নিতে পারাটা ভাগ্যের। সেদিক থেকে আমি খুবই ভাগ্যবাণ। ফুটবল আমাকে অনেক কিছু শিখিয়েছে। কীভাবে কোন পরিস্থিতি, চ্যালেঞ্জের সঙ্গে মানিয়ে নেওয়া যায়, শিখিয়েছে। ফ্রান্স ছাড়াও, আমেরিকা, তুরস্কের লিগে খেলেছি। সতীর্থদের সঙ্গে নিয়ে কীভাবে সাফল্য পাওয়া যায়, সেটা শিখেছি। নিজের সমস্ত অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন ক্লাবকে সাফল্য দেওয়ার চেষ্টা করব।‘

 

সমর্থকের জন্য বাড়তি উচ্ছ্বসিত ফ্লোরেন্তিন পোগবা। গত দুবছর কোভিডের কারণে দর্শকভর্তি স্টেডিয়ামে খেলার সুযোগ হয়নি বললেই চলে। এবার পরিস্থিতি বদলাতে পারে। সমর্থন প্রসঙ্গ আসতেই ফ্লোরেন্তিন বলছেন, ‘সদস্য-সমর্থকরা ক্লাবের হৃদপিন্ড। সমর্থকদের সঙ্গে নিয়েই আমরা এগিয়ে যাব। দর্শকভর্তি স্টেডিয়ামে খেলা বরাবরই উপভোগ করি। এখানেও সেটা পাব জেনে খুবই ভালো লাগছে। সেই মুহূর্তের অপেক্ষায় রয়েছি।‘

 

Next Article