Santosh Trophy VAR: ভারতীয় ফুটবলে নতুন অধ্যায়, সন্তোষ ট্রফিতে ভিএআর

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Mar 01, 2023 | 5:59 PM

Indian Domestic Football: এ বার সন্তোষ ট্রফিতে ব্য়বহার হবে ভিডিয়ো অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)। ভারতে ঘরোয়া ফুটবলে যা প্রথম। এ দিন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে নিশ্চিত করা হয়েছে বিষয়টি।

Santosh Trophy VAR: ভারতীয় ফুটবলে নতুন অধ্যায়, সন্তোষ ট্রফিতে ভিএআর
Image Credit source: twitter

Follow Us

রিয়াধ: ভারতীয় ফুটবলে নতুন অধ্য়ায়! এমনটা বলাই যায়। এ বারের সন্তোষ ট্রফির সেমিফাইনাল এবং ফাইনাল অনুষ্ঠিত হবে সৌদি আরবের রাজধানী রিয়াধে। এর পাশাপাশি আরও একটি যুগান্তকারী সিদ্ধান্ত সর্বভারতীয় ফুটবল সংস্থার। এ বার সন্তোষ ট্রফিতে ব্য়বহার হবে ভিডিয়ো অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)। ভারতে ঘরোয়া ফুটবলে যা প্রথম। এ দিন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে নিশ্চিত করা হয়েছে বিষয়টি। বেশ কিছুদিন আগে ফেডারেশনের সভায় ভারতীয় ফুটবলের রূপরেখা তৈরি হয়েছিল। সেখানে ভিশন ২০৪৭-এর কথা বলা হয়েছিল। স্বাধীনতার একশো বছরে ভারতীয় ফুটবলকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে নানা পরিকল্পনা গ্রহণ করেছে এআইএফএফ। এর মধ্যেই সেই পরিকল্পনা বিভিন্ন ভাবে বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে। তারই একটা বলা যেতে পারে এই সিদ্ধান্তকে। বিস্তারিত TV9Bangla-য়।

সন্তোষ ট্রফির মূলপর্বে রেফারিং নিয়ে নানা বিতর্ক দেখা দিয়েছিল। সেই বিতর্ক কিছুটা হলেও কমবে সেমিফাইনাল ও ফাইনালে। সন্তোষ ট্রফিতে ভিএআর প্রযুক্তি ব্য়বহার সম্পর্কে সর্বভারতীয় ফুটবল সংস্থার সভাপতি কল্য়াণ চৌবে বলেন, ‘আজ, ১ মার্চ, প্রথম বারের জন্য় ভারতের ঘরোয়া ফুটবলে ভিএআর ব্য়বহার হতে চলেছে। ভারতীয় ফুটবলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্য়ায়ের শুরু। এখান থেকেই আমরা শিখতে পারব, ঘরোয়া লিগগুলিতেও কী ভাবে নানা প্রযুক্তির ব্য়বহার শুরু করা যায়। কোনও বিদেশি ফুটবলার ছাড়া ভারতীয় ফুটবলের খাটি রূপ দেখা যাবে এই টুর্নামেন্টে। এই মুহূর্তটা স্মরণীয় করে রাখতে চাই।’

সন্তোষ ট্রফির মাধ্যমে ভারতের তরুণ ফুটবলাররা নিজেদের মেলে ধরা সুযোগ পাবে, এমনটাই মনে করেন ফেডারেশন সভাপতি। তিনি আরও যোগ করেন, ‘সন্তোষ ট্রফি দেশের অন্য়ান্য় কোনও টুর্নামেন্টের থেকে একে বারেই পিছিয়ে নয়। আমাদের দেশেও প্রচুর প্রতিভা রয়েছে। ওদের কাছে দক্ষতা প্রমাণের মঞ্চ এই টুর্নামেন্ট। ফেডারেশন চাইছে, ভারতীয় ফুটবলারদের প্রচুর ম্যাচ খেলার সুযোগ করে দিতে। যত বেশি সম্ভব ম্যাচ সম্প্রচারের মাধ্য়মে ওদের প্রচারের আলোয় আনারই চেষ্টা থাকবে।’

 

Next Article