তেহরান : ফিফা বিশ্বকাপ ২০২২ (FIFA World Cup 2022) এর দল ঘোষণা করেছে ইরান (Iran)। অন্যান্য দলের ক্ষেত্রে কোচই দল ঘোষণা করেন। কিন্তু ইরানের স্কোয়াড ঘোষণা হল অন্যভাবে! স্কোয়াড ঘোষণার সাংবাদিক সম্মেলন হওয়ার কথা ছিল। যদিও অনুপস্থিত ইরানের কোচ কার্লোস কুইরোজ। শেষ অবধি ইরান ফুটবল ফেডারেশনের সোশ্যল মিডিয়ায় ঘোষণা করা হয় স্কোয়াড। বিশ্বকাপের স্কোয়াড ঘোষণায় কোচের অনুপস্থিতির পিছনে কি তবে গুরুতর কোনও কারণ রয়েছে? তুলে ধরল TV9 Bangla।
ইতিমধ্যেই নিজেদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে ইরান। কিন্তু দল ঘোষণার সময় উপস্থিত ছিলেন না কোচ কার্লোস কুইরোজ। মনে করা হচ্ছে, সরকারি নিষেধ সত্ত্বেও কিছু প্লেয়ারকে টিমে রাখার কারণেই তাঁর উপর চাপ বাড়ছিল। ইরানে হিজাব কান্ডে প্রতিবাদকারী প্লেয়ারদের। তাই সাংবাদিক সম্মেলনে অনুপস্থিত ছিলেন কোচ। কারণ, তাঁরই বাছাই করা ২৫ সদস্যের দল ঘোষণা করা হয়।
ভুল ভাবে হিজাব পরার অপরাধে প্রথমে নীতি পুলিশের হাতে গ্রেফতার ও পরে পুলিশি হেফাজতেই মৃত্যু হয় ইরানের ২২ বছরের তরুণী মাহসা আমিনির। আর তারই প্রতিবাদ ছড়িয়ে পড়ে। রণক্ষেত্রের আকার ধারণ করে ইরান। প্রকাশ্যে হিজাব খুলে প্রতিবাদ করেন ইরানি মহিলারা। এই ঘৃ্ন্য ঘটনার প্রতিবাদে সামিল হন ইরানের বেশ কিছু ফুটবলার। এরপরই ইরান সরকার ঘোষণা করে, যে সব ফুটবলাররা এই সরকার বিরোধী প্রতিবাদে সামিল হয়েছিলেন, তাঁদের ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না। কিন্তু সরকারি নিষেধ না মেনেই বিশ্বকাপ দলে তাঁদের রেখেছেন কুইরোজ। আদৌ সেই ফুটবলাররা শেষ অবধি বিশ্বকাপ খেলতে পারবেন কীনা, তা নিয়েও ধোঁয়াশা রয়েছে।
দলের নেতৃত্বে থাকবেন মেহদি তারেমি। পোর্তোর এই ফরোয়ার্ড দারুণ ফর্মে রয়েছেন। ১৯ ম্যাচে ১৩ গোল করেছেন। ইংল্যান্ডের বিপক্ষে আগামী ২১ নভেম্বর নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে ইরান। সেই ম্যাচের আগে আজমাউন ফিট হয়ে একাদশে না ফিরতে পারলে মূল দায়িত্বটা সামলাতে হবে তারেমিকেই।
গোলরক্ষক : আলিরেজা বেইরানভান্দ, আমির আবেদজাদে, হোসেন হোসেইনি, পায়াম নিয়াজমান্দ।
ডিফেন্ডার : মজিদ হোসেইনি, হোসেইন কানানি, শোজা খলিজাদে, মোর্তেজা পৌরালিগঞ্জি, সাদেঘ মোহরামি, মিলাদ মহমাদি, এহসান হজসফি, রমিন রেজায়েন, অবোলফাজি জালালি।
মিডফিল্ডার : বাহিদ আমিরি, সইদ এজাতোলাহি, আলি করিমি, আহমাদ নুরোল্লাহি, রোজবে চেশমি,
ফরোয়ার্ড : সামান ঘোদ্দোস, আলীরেজা জাহানবখশ, মেহেদি তোরাবি, আলি ঘোলিজাদে, করিম আনসারিফার্ড, সরদার আজমাউন, মেহদি তারেমি।