Ronaldo on Rooney: ‘আমি ওর চেয়ে ভালো দেখতে’, পাল্টা জবাব দিতে গিয়ে বালখিল্য মন্তব্য রোনাল্ডোর

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Nov 15, 2022 | 8:30 AM

আনুষ্ঠানিক ঘোষণা না করলেও ধরে নেওয়াই যায় কেরিয়ারের শেষ বিশ্বকাপ খেলছেন সিআর সেভেন। তার আগে নিজের বর্তমান ক্লাবের প্রতি ক্ষোভ উগরে দেওয়ার পাশাপাশি প্রাক্তন সতীর্থ ওয়েন রুনিকে (Wayne Rooney) নিয়ে চরম কটাক্ষ করেছেন রোনাল্ডো।

Ronaldo on Rooney: আমি ওর চেয়ে ভালো দেখতে, পাল্টা জবাব দিতে গিয়ে বালখিল্য মন্তব্য রোনাল্ডোর
Image Credit source: Twitter

Follow Us

লন্ডন: ব্রিটিশ ব্রডকাস্টার পিয়ার্স মরগ্যানকে দেওয়া ৯০ মিনিটের সাক্ষাৎকার। পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) সেই সাক্ষাৎকার যেন বোমা ফেলেছে ফুটবল বিশ্বে। সাক্ষাৎকারের প্রতিটি মুহূর্তে রয়েছে বিস্ফোরক কিছু তথ্য এবং দাবি। বর্তমানে ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা নিজের দল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United) ও কোচ এরিক টেন হ্যাগের প্রতি বহুদিনের জমিয়ে রাখা ক্ষোভ উগরে দিয়েছেন। কাতারে ফুটবল বিশ্বকাপ শুরু হতে বেশি দেরি নেই। আনুষ্ঠানিক ঘোষণা না করলেও ধরে নেওয়াই যায় কেরিয়ারের শেষ বিশ্বকাপ খেলছেন সিআর সেভেন। তার আগে নিজের বর্তমান ক্লাবের প্রতি ক্ষোভ উগরে দেওয়ার পাশাপাশি প্রাক্তন সতীর্থ ওয়েন রুনিকে (Wayne Rooney) নিয়ে চরম কটাক্ষ করেছেন রোনাল্ডো। রুনিকে কী বলেছেন সিআর সেভেন? সাক্ষাৎকার থেকে তুলে ধরার চেষ্টা করল TV9 Bangla

কেরিয়ারের সবচেয়ে খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। চলতি মরসুমে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার পর থেকে স্বস্তিতে নেই তিনি। একদিকে ফর্ম নিয়ে যুঝছেন। এর পাশাপাশি দলের সঙ্গেও বনিবনা হচ্ছে না। কোচ এরিক টেন হ্যাগের সঙ্গে আদায় কাঁচকলায় সম্পর্ক রোনাল্ডোর। সাক্ষাৎকারে তিনি সাফ বলে দিয়েছেন, টেন হ্যাগকে মোটেও সম্মান করেন না। ইপিএলের ম্যাচে টটেনহ্যামের বিরুদ্ধে পরিবর্ত হিসেবে মাঠে নামতে চাননি রোনাল্ডো। কোচের কথায় পাত্তা না দিয়ে ম্যাচ শেষ হওয়ার আগেই মাঠ ছাড়েন। যা নিয়ে প্রবল বিতর্ক হয়। ইউনাইটেড সমর্থক থেকে প্রাক্তনীরা রোনাল্ডোর আচরণের সমালোচনায় মুখর হন। সম্প্রতি তাঁর প্রাক্তন সতীর্থ ওয়েন রুনিকেও সমালোচনা করতে দেখা গিয়েছে। রুনি বলেন, রোনাল্ডোর আচরণ মোটেও সমর্থনযোগ্য নয়। পাশাপাশি একসময়ের সতীর্থকে মাথা নীচু করে কাজ করে যাওয়ার পরামর্শও দেন রুনি।

প্রাক্তন সতীর্থর পরামর্শ কানে তোলার প্রয়োজন মনে করেননি পর্তুগাল অধিনায়ক। উল্টে সাক্ষাৎকারের সময় রুনি সংক্রান্ত প্রশ্ন করা হলে প্রাক্তন সতীর্থকে ছেড়ে কথা বলেননি। উল্টে বলে দেন, “আমি জানি না ও কেন এভাবে আমার সমালোচনা করেছে। ওর কেরিয়ার শেষ হয়ে গিয়েছে। কিন্তু আমি এখনও শীর্ষ পর্যায়ে ফুটবল খেলছি। এটা কারণ হতে পারে।” এর অর্থ হল, রোনাল্ডোর প্রতি ঈর্ষাবশত রুনি এমন মন্তব্য করেছেন। এরপর তিনি যোগ করেন, “হয়তো বলা উচিত নয়, তবে ওর থেকে আমি দেখতে অনেক ভালো। এটাই সত্যি!” .

Next Article