Durand Cup 2022: নৌ সেনার বিরুদ্ধে নেই বোমাস, মঙ্গলবার শহরে আসছেন পেত্রাতোস

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Aug 29, 2022 | 7:44 PM

বড় ম্যাচ জিতেও আনন্দে ভাসতে নারাজ মোহনবাগান (Mohun Bagan) কোচ হুয়ান ফেরান্দো (Juan Ferrando)। বুধবার নৌ সেনার বিরুদ্ধে ম্যাচ সবুজ-মেরুনের। তাই সাবধানী বাগানের স্প্যানিশ কোচ। ডার্বির পরের ম্যাচ সব সময়ই গুরুত্বপূর্ণ।

Durand Cup 2022: নৌ সেনার বিরুদ্ধে নেই বোমাস, মঙ্গলবার শহরে আসছেন পেত্রাতোস
Durand Cup 2022: নৌ সেনার বিরুদ্ধে নেই বোমাস, মঙ্গলবার শহরে আসছেন পেত্রাতোস
Image Credit source: ATK Mohun Bagan Twitter

Follow Us

কলকাতা: বড় ম্যাচ জিতেও আনন্দে ভাসতে নারাজ মোহনবাগান (Mohun Bagan) কোচ হুয়ান ফেরান্দো (Juan Ferrando)। বুধবার নৌ সেনার বিরুদ্ধে ম্যাচ সবুজ-মেরুনের। তাই সাবধানী বাগানের স্প্যানিশ কোচ। ডার্বির পরের ম্যাচ সব সময়ই গুরুত্বপূর্ণ। ইস্ট-মোহনের গ্রুপ থেকে শেষ আটে পৌঁছে গিয়েছে মুম্বই সিটি এফসি। রাজস্থানকে ৫-১ গোলে উড়িয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট পাকা করে ফেলেছে বাকিংহ্যামের ছেলেরা। মোহনবাগানকে জিততেই হবে নেভির বিরুদ্ধে। তবে শুধু জিতলেই চলবে না, তাকিয়ে থাকতে হবে রাজস্থান-নৌ সেনা ম্যাচের দিকেও। কারণ রাজস্থান শেষ ম্যাচ খেলবে নৌ সেনার বিরুদ্ধেই। সেই ম্যাচে রাজস্থান জিতলেই পৌঁছে যাবে কোয়ার্টার ফাইনালে। যদি তিনটে দলের পয়েন্ট সমান হয়, সে ক্ষেত্রে হেড টু হেডের পরই দেখা হবে গোল পার্থক্য। মুম্বই সিটি এফসির শেষ ম্যাচ ইস্টবেঙ্গলের বিপক্ষে।

৩ ম্যাচে মুম্বইয়ের ঝুলিতে ৭ পয়েন্ট। সমসংখ্যক ম্যাচে মোহনবাগান আর রাজস্থানের সংগ্রহ ৪ পয়েন্ট। দুটো দলই নিজেদের শেষ ম্যাচ জিতলে ৭ পয়েন্টে পৌঁছবে। মোহনবাগানকে ৩-২ হারানোয় হেড টু হেডের নিয়মে শেষ আটে পৌঁছে যাবে রাজস্থান ইউনাইটেড এফসি। শেষ ম্যাচে ইস্টবেঙ্গলের কাছে মুম্বই হারলে তখন তিনটে দলই ৭ পয়েন্টে দাঁড়িয়ে থাকবে। হেড টু হেডের পর তখন গোল পার্থক্য দেখা হবে। যা পরিস্থিতি, রাজস্থান শেষ ম্যাচে পয়েন্ট নষ্ট না করলে মোহনবাগানের নক আউটে কোয়ালিফাই করার সম্ভাবনা বেশ ক্ষীণ।

এর মধ্যে আবার অন্য চাপ। কার্ড সমস্যায় নেভির বিরুদ্ধে হুগো বোমাসকে পাবেন না ফেরান্দো। তাই ব্রেন্ডন হ্যামিলকে দ্রুত ম্যাচ ফিট করে তোলার চেষ্টায় বাগান কোচ। কলকাতায় আসার পরই পেট খারাপের সমস্যায় ভুগছিলেন অজি ডিফেন্ডার। প্রথম ম্যাচ খেললেও শেষ দুটো ম্যাচে স্কোয়াডেই ছিলেন না। মাঠের বাইরে থেকেই বড় ম্যাচ দেখতে হয়েছে হ্যামিলকে। তবে দলের সঙ্গে এখন পুরোদমেই অনুশীলন করছেন তিনি। নেভির বিরুদ্ধে স্কোয়াডে থাকবেন হ্যামিল। গোলের ব্যবধান বাড়ানোর লক্ষ্যে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে চান ফেরান্দো। মোহনবাগানের শেষ আটে ওঠার সম্ভাবনা কম হলেও, নিজের কাজটা এগিয়ে রাখতে চান বাগান কোচ।

মঙ্গলবার শহরে আসছেন বাগানের ষষ্ঠ বিদেশি। দুপুরে কলকাতা বিমানবন্দরে পা রাখবেন দিমিত্রি পেত্রাতোস। বৃহস্পতিবার থেকে অনুশীলনে নামবেন অজি স্ট্রাইকার। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে অস্ট্রেলিয়ার জাতীয় দলের স্কোয়াডে ছিলেন। এ লিগে বিভিন্ন ক্লাবের জার্সিতেই খেলেছেন পেত্রাতোস। ৭ তারিখ এএফসি কাপের ইন্টারজোনাল সেমিফাইনালে কুয়ালা লামপুর এফসির বিরুদ্ধে খেলবে এটিকে মোহনবাগান। ৬ বিদেশি নিয়েই এএফসির প্রস্তুতি শুরু করতে পারবেন ফেরান্দো।

Next Article