এক ডজন সোনার বল জিতে নজির ইব্রার

Nov 25, 2020 | 11:38 AM

১২ বার গোল্ডেন বল জিতে রেকর্ড ইব্রাহিমোভিচের (Ibrahimovic)। প্রথমবার ডায়মন্ড বল পেল ম্যাগডালেনা এরিকসন (Magdalena Eriksson)।

এক ডজন সোনার বল জিতে নজির ইব্রার
১২ বার গোল্ডেন বল জিতে রেকর্ড ইব্রাহিমোভিচের (সৌজন্যে-টুইটার)

Follow Us

TV9 বাংলা ডিজিটাল : এক ডজন সোনার বল জিতে ফের রেকর্ড গড়লেন সুইডিশ তারকা ফুটবলার ইব্রাহিমোভিচ (Ibrahimovic)। আবারও দেশের সেরা ফুটবলারের পুরস্কার জিতে নিলেন ইব্রাহিমোভিচ। তিনি এই নিয়ে মোট ১২ বার সুইডিশ ফুটবলের গোল্ডেন বল জিতলেন। ২০১৬ সালের পর ২০২০’র বর্ষসেরা নির্বাচিত হলেন ইব্রা। ৩৯ বছর বয়সী ইব্রা ১১৬ টি আন্তর্জাতিক ম্যাচে ৬২টি গোল করেছেন। বর্তমানে, এসি মিলানের স্ট্রাইকার ইব্রাহিমোভিচ দুরন্ত ফর্মে আছেন।

১২ বার গোল্ডেন বল জিতে রেকর্ড ইব্রার (সৌজন্যে-টুইটার)

এক ভিডিও সাক্ষাৎকারে ইব্রা বলেছেন, “আমি বিশ্বাস করি কঠোর পরিশ্রম করলে সবকিছুই সম্ভব”। সুইডিশ ফুটবল অ্যাসোসিয়েশন এর জুরি এই স্ট্রাইকারকে পুরষ্কার দেওয়ার প্রসঙ্গে জানিয়েছে, যেখানে কোন ফুটবলার ২ বারের বেশি এই অ্যাওয়ার্ড জেতেননি, সেখানে জালাটন ইব্রাহিমোভিচ এক অনবদ্য রেকর্ড গড়েছেন। জুরির মতে “ইব্রা অনন্য চরিত্রের। তাঁর কেরিয়ার তিনি চাঞ্চল্যকর অধ্যায় দিয়ে সাজিয়েছেন”।

মহিলাদের মধ্যে ম্যাগডালেনা এরিকসন (Magdalena Eriksson) প্রথমবার ডায়মন্ড বল (Diamond Ball) জিতেছেন। ২৭ বছর বয়সী এই ডিফেন্ডারের অধিনায়কত্বে চেলসি উইমেন্স সুপার লিগে জিতেছে।

প্রথমবার ডায়মন্ড বল পেল ম্যাগডালেনা এরিকসন (সৌজন্যে-টুইটার)

ডায়মন্ড বল পুরস্কার নিয়ে এরিকসন বলেছেন, “আমি হয়ত আমার কেরিয়ারের সেরা প্রতিভা নই, কিন্তু আমি আজ যেখানে আছি সেখানে পৌঁছানোর জন্য অবিশ্বাস্যভাবে কঠোর পরিশ্রম করেছি। আমি ফুটবলকে ভালোবাসি, প্রশিক্ষণ দিতে ভালোবাসি”। তিনি মনে করেন, এই কঠোর পরিশ্রমের ফলই তিনি পেয়েছন।

Next Article