IFA: দুর্ঘটনা রুখতে সিপিআর ট্রেনিংয়ের ব্যবস্থা আইএফএ-র

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jul 02, 2022 | 5:50 PM

দুর্ঘটনা রুখতে এ বার সচেষ্ট আইএফএ। ৬ তারিখ থেকে শুরু কলকাতা লিগ (CFL)। রেফারিদের সিপিআর ট্রেনিং দেওয়ার ব্যবস্থা আইএফএ-র। এ বার প্রতি মাঠেই থাকবে অ্যাম্বু ব্যাগ।

IFA: দুর্ঘটনা রুখতে সিপিআর ট্রেনিংয়ের ব্যবস্থা আইএফএ-র
IFA: দুর্ঘটনা রুখতে সিপিআর ট্রেনিংয়ের ব্যবস্থা আইএফএ-র

Follow Us

কলকাতা: খেলতে খেলতে মাঠেই মৃত্যু। এ ছবি অচেনা নয় ফুটবল (Football) ময়দানে। খেলতে খেলতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন অনেক ফুটবলারই। ২০০৫ সালে ফেডারেশন কাপের ফাইনালে জুনিয়রের মৃত্যুর খবর এখনও টাটকা ফুটবলপ্রেমীদের মনে। কয়েকমাস আগে এক স্থানীয় ফুটবল ম্যাচ খেলতে গিয়ে মাঠেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছিলেন দেবজ্যোতি ঘোষ। গত বছর ইউরো কাপে খেলার সময়ও হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন ক্রিশ্চিয়ান এরিকসেন। দুর্ঘটনা রুখতে এ বার সচেষ্ট আইএফএ। ৬ তারিখ থেকে শুরু কলকাতা লিগ (CFL)। রেফারিদের সিপিআর ট্রেনিং দেওয়ার ব্যবস্থা আইএফএ-র। এ বার প্রতি মাঠেই থাকবে অ্যাম্বু ব্যাগ।

৪ তারিখ পর্যন্ত চলবে সিপিআর ট্রেনিং

রেফারিদের পাশাপাশি ম্যাচ অফিসিয়াল এবং আইএফএ-র কর্মীদেরও সিপিআর ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করেছে আইএফএ। দুর্ঘটনা রুখতে তাই অভিনব পদক্ষেপ নিয়েছে বাংলার ফুটবল সংস্থা। শনিবার নেতাজি ইন্ডোরে রেফারিদের থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাস করানো হয়। ৪ তারিখ পর্যন্ত চলবে সিপিআর ট্রেনিং।

রেফারিদের পাশাপাশি ম্যাচ অফিসিয়াল এবং আইএফএ-র কর্মীদেরও সিপিআর ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করেছে আইএফএ

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত, চেয়ারম্যান সুব্রত দত্ত। এছাড়া ভাইস প্রেসিডেন্ট স্বরূপ বিশ্বাস আর সৌরভ পালও উপস্থিত ছিলেন। বিশিষ্ট চিকিৎসক শান্তিরঞ্জন দাশগুপ্ত আইএফএ-র এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। মেডিক্যাল ব্যবস্থায় এ বার বিশেষ জোর দিয়েছে আইএফএ। ৬ তারিখ থেকে শুরু কলকাতা লিগ। চতুর্থ আর পঞ্চম ডিভিশনের ম্যাচ হবে শুরুতে। এরপর শুরু হবে প্রথম, দ্বিতীয় আর তৃতীয় ডিভিশনের খেলা। আইএফএ-র লিগ এ বার বয়সভিত্তিক করা হয়েছে। লিগ চলাকালীন ৪টে অ্যাম্বুল্যান্স পরিষেবা রাখছে আইএফএ।

Next Article