Bangla NewsSportsFootball IFA Secretary Joydeep Mukherjee give relief to IFA affiliated Football Coaching Center in Sundarban
সুন্দরবনের জুনিয়র ফুটবলারদের জন্য আইএফএর উদ্যোগ
সুন্দরবনের (Sundarban) গোসাবার এক গ্রামে একটা জুনিয়র ফুটবল অ্যাকাডেমি (Football Coaching Center) রয়েছে। আইএফএ (IFA) অনুমোদিত এই অ্যাকাডেমিতে ৬৩ জন বাচ্চা অনুশীলন করে। ইয়াসের (Yass) প্রকোপে সুন্দরবনের অবস্থা এখন বেসামাল। সেখানকার বহু মানুষ ঘরছাড়া। এই পরিস্থিতিতে আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায় (Joydeep Mukherjee) নিজে গিয়ে, ত্রাণ সামগ্রী তুলে দিয়ে এসেছেন ওই ফুটবল অ্যাকাডেমির বাচ্চাদের হাতে। কচিকাচাদের এখনও প্রশ্ন ছিল, অনুশীলন করে শুরু হবে। সেখানকার কোচ বিকাশ জানিয়েছেন, লকডাউন উঠলেই আবার পুরোদমে অনুশীলন শুরু হবে। তিনি আশাবাদী সেখান থেকে ভবিষ্যৎে ভালো ফুটবলার তুলে দেওয়া যাবে।