সুন্দরবনের জুনিয়র ফুটবলারদের জন্য আইএফএর উদ্যোগ

May 30, 2021 | 9:03 PM

সুন্দরবনের (Sundarban) গোসাবার এক গ্রামে একটা জুনিয়র ফুটবল অ্যাকাডেমি (Football Coaching Center) রয়েছে। আইএফএ (IFA) অনুমোদিত এই অ্যাকাডেমিতে ৬৩ জন বাচ্চা অনুশীলন করে। ইয়াসের (Yass) প্রকোপে সুন্দরবনের অবস্থা এখন বেসামাল। সেখানকার বহু মানুষ ঘরছাড়া। এই পরিস্থিতিতে আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায় (Joydeep Mukherjee) নিজে গিয়ে, ত্রাণ সামগ্রী তুলে দিয়ে এসেছেন ওই ফুটবল অ্যাকাডেমির বাচ্চাদের হাতে। কচিকাচাদের এখনও প্রশ্ন ছিল, অনুশীলন করে শুরু হবে। সেখানকার কোচ বিকাশ জানিয়েছেন, লকডাউন উঠলেই আবার পুরোদমে অনুশীলন শুরু হবে। তিনি আশাবাদী সেখান থেকে ভবিষ্যৎে ভালো ফুটবলার তুলে দেওয়া যাবে।

1 / 5
 ইয়াসের পর সেখানকার ফুটবলারদের বাড়িঘরের অবস্থা খুবই খারাপ। এই পরিস্থিতিতে আইএফএ থেকে সাহায্যে পেয়ে সেখানকার ফুটবলারদের পরিবারের সদস্যরা ধন্যবাদ জানিয়েছে আইএফএকে।

ইয়াসের পর সেখানকার ফুটবলারদের বাড়িঘরের অবস্থা খুবই খারাপ। এই পরিস্থিতিতে আইএফএ থেকে সাহায্যে পেয়ে সেখানকার ফুটবলারদের পরিবারের সদস্যরা ধন্যবাদ জানিয়েছে আইএফএকে।

2 / 5
৬৩ বাচ্চা এখানে অনুশীলন করে। লকডাউনের কারণে এখন অনুশীলন বন্ধ রয়েছে।

৬৩ বাচ্চা এখানে অনুশীলন করে। লকডাউনের কারণে এখন অনুশীলন বন্ধ রয়েছে।

3 / 5
আইএফের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সেই অ্যাকাডেমির কোচ বিকাশ।

আইএফের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সেই অ্যাকাডেমির কোচ বিকাশ।

4 / 5
৬০ জন বাচ্চাদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়েছে। কয়েকজন বাচ্চা ত্রাণ নিতে আসতে পারেনি। তাদের বাড়িতে ত্রাণ পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

৬০ জন বাচ্চাদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়েছে। কয়েকজন বাচ্চা ত্রাণ নিতে আসতে পারেনি। তাদের বাড়িতে ত্রাণ পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

5 / 5
এই দুর্যোগের সময় আইএফএ যে উদ্যোগ নিয়েছে তাকে সাধুবাদ জানিয়েছে সুন্দরবনের জুনিয়র ফুটবল অ্যাকাডেমি।

এই দুর্যোগের সময় আইএফএ যে উদ্যোগ নিয়েছে তাকে সাধুবাদ জানিয়েছে সুন্দরবনের জুনিয়র ফুটবল অ্যাকাডেমি।

Next Photo Gallery