Indian Football: মেয়াদ বাড়ল স্টিম্যাচের, আই লিগে আর নেই ইন্ডিয়ান অ্যারোজ

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Sep 18, 2022 | 7:40 PM

AIFF: ভারতীয় ফুটবলার মানোন্নয়নের জন্যই অ্যারোজ দলকে আই লিগে খেলাত ফেডারেশন। মূলত অনূর্ধ্ব-১৯ ফুটবলাররাই খেলতেন এখানে। আই লিগে অ্যারোজের কোনও অবনমন ছিল না।

Indian Football: মেয়াদ বাড়ল স্টিম্যাচের, আই লিগে আর নেই ইন্ডিয়ান অ্যারোজ
Image Credit source: TWITTER

Follow Us

কলকাতা: ফেডারেশনে নতুন কমিটি আসার পর প্রথম বার টেকনিক্যাল কমিটির বৈঠক অনুষ্ঠিত হল। কলকাতাতেই ফেডারেশনের টেকনিক্যাল কমিটির বৈঠক হয়। টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান আইএম বিজয়নের নেতৃত্বে এই বৈঠক হয়। কমিটির ডেপুটি চেয়ারম্যান মনোরঞ্জন ভট্টাচার্য। টেকনিক্যাল কমিটির বাকি সদস্য ক্লাইমেক্স লরেন্স, ইউজিনসন লিংডো, অরুণ মালহোত্রা, হরজিন্দর সিং আর পিঙ্কি মাগাররাও ছিলেন এ দিনের বৈঠকে। বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয় টেকনিক্যাল কমিটির প্রথম বৈঠকে। তার মধ্যে উল্লেখযোগ্য, ভারতীয় দলের হেড কোচ ইগর স্টিম্যাচের মেয়াদ বাড়ল।

২০২৩ এএফসি এশিয়ান কাপ পর্যন্ত সুনীল ছেত্রীদের দায়িত্বে থাকবেন ইগর স্টিম্যাচ। ক্রোট কোচের অধীনেই এশিয়ান কাপের মূলপর্বে ওঠে ভারত। তাঁর উপরেই আরও কয়েক মাস আস্থা রাখল ফেডারেশনের নতুন টেকনিক্যাল কমিটি।

এ দিকে ইন্ডিয়ান অ্যারোজকে আই লিগ থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিল ফেডারেশনের নতুন টেকনিক্যাল কমিটি। ২০১০ সাল থেকে আই লিগে অংশ নিত ফেডারেশনের দল ইন্ডিয়ান অ্যারোজ। ভারতীয় ফুটবলার মানোন্নয়নের জন্যই অ্যারোজ দলকে আই লিগে খেলাত ফেডারেশন। মূলত অনূর্ধ্ব-১৯ ফুটবলাররাই খেলতেন এখানে। আই লিগে অ্যারোজের কোনও অবনমন ছিল না। এএফসি লাইসেন্সিং ক্রাইটেরিয়া পূরণে সমস্যা হওয়ায় ইন্ডিয়ান অ্যারোজকে আই লিগ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত টেকনিক্যাল কমিটির। অ্যারোজের দল চালাতে যে টাকা খরচ হত, তা ব্যবহার করা হবে এলিট ইয়ুথ লিগে। তৃণমূল স্তর থেকে ফুটবলার তুলে আনতে এই এলিট ইয়ুথ লিগের ভাবনা।

এ দিকে সাফ গেমসে ভারতের মেয়েরা ব্যর্থ হওয়ায় আরও বেশি মহিলা কোচ নিয়োগের প্রস্তাব টেকনিক্যাল কমিটির। একই সঙ্গে মেয়েদের ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে বেশ কিছু পরিকল্পনাও করেছে টেকনিক্যাল কমিটি।

সোমবার শহরের এক পাঁচতারা হোটেলে ফেডারেশনের কার্যকরী কমিটির বৈঠক। সেই বৈঠকেই আলোচ্য বিষয়গুলো তুলে ধরবে টেকনিক্যাল কমিটি। এ দিকে রবিবার সকালে রাজারহাটে ফেডারেশনের এক্সিলেন্স সেন্টার পরিদর্শন করেন কার্যকরী কমিটির সদস্যরা। ফেডারেশনের ওই সেন্টারকে আরও কি ভাবে উন্নতি করা যায় তা নিয়ে কার্যকরী কমিটির বৈঠকে আলোচনা হবে।

Next Article
Premier League: ব্রেন্টফোর্ডকে হারিয়ে লিগ টেবলের শীর্ষে ফিরল আর্সেনাল
Durand Cup Final 2022: প্রথম বার ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন বেঙ্গালুরু এফসি